One Bedroom apartment in New York city could touch more than 3 lakh Rupees, which is the most expensive city in India dgtl
Residential Apartment
এক কামরার অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে ৩ লক্ষ টাকারও বেশি! কোথায় রয়েছে শহরটি?
বিশ্বের নানা শহরে এক কামরার অ্যাপার্টমেন্টের সর্বোচ্চ মাসিক ভাড়া কত উঁচুতে চড়তে পারে? সেই পরিসংখ্যান নিয়ে সোমবার এক তালিকা প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স’।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১২:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
পরিসংখ্যান নাকি হামেশাই মিথ্যা কথা বলে। তাতে নাকি সামগ্রিক চিত্র ধরা পড়ে না। তবে নিউ ইয়র্কে বসবাসের জন্য এক কামরার একটি অ্যাপার্টমেন্টের ভাড়া গুনতে গেলে অন্তত আন্দাজ করা যায়, আমেরিকার ওই শহরে থাকাখাওয়ার খরচ আকাশ ছুঁতে পারে।
০২১৭
বিশ্বের নানা শহরে এক কামরার অ্যাপার্টমেন্টের সর্বোচ্চ মাসিক ভাড়া কত উঁচুতে চড়তে পারে? সেই পরিসংখ্যান নিয়ে সোমবার একটি তালিকা প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স’।
০৩১৭
নানা পরিসংখ্যান প্রকাশ করাই এই ওয়েবসাইটির কাজ। তালিকা অনুযায়ী, নিউ ইয়র্কে এক কামরার অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে হলে খসাতে হবে মাসে সর্বোচ্চ ৩,৭৪৬ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ ৮ হাজার টাকা।
০৪১৭
‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স’-এর তালিকায় ঠাঁই পেয়েছে ৫৪৩টি শহর। দুনিয়ার নানা শহরে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়ার সর্বোচ্চ দাম অনুযায়ী ক্রমতালিকা সাজানো হয়েছে।
০৫১৭
তালিকায় শীর্ষে থাকায় মাসিক ভাড়ার নিরিখে নিউ ইয়র্কেই দুনিয়ার সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। রিপোর্ট অনুযায়ী, এশীয় দেশটিতে এক কামরার অ্যাপার্টমেন্টের এক মাসের ভাড়া ছুঁতে পারে ৩,৭০৪ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৫ হাজার টাকা।
০৬১৭
এই তালিকার প্রথম দশটি শহরের মধ্যে ছ’টিই আমেরিকার। নিউ ইয়র্ক ছাড়া রয়েছে সান ফ্রান্সিসকো, ব্রুকলিন, বস্টন, সান দিয়েগো এবং মায়ামি।
০৭১৭
এ ছাড়া প্রথম দশে জায়গা করে নিয়েছে বারমুডার শহর হ্যামিল্টন, কেম্যান আইল্যান্ডের জর্জটাউন এবং সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিখ।
০৮১৭
সান ফ্রান্সিসকোয় এক বেডরুমের অ্যাপার্টমেন্টের সর্বোচ্চ মাসিক ভাড়া ৩,৩২৭ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৭৩ লক্ষ টাকা। তালিকায় তিন নম্বরে রয়েছে এ শহর।
০৯১৭
অন্য দিকে, ব্রুকলিনের ওই একই সুবিধা পেতে হলে সবচেয়ে বেশি ২,৮৪৫ ডলার খরচ হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৩৪ হাজার টাকা। এ তালিকায় হ্যামিল্টনের পরে পাঁচ নম্বরে রয়েছে ব্রুকলিন।
১০১৭
চাকরিবাকরি বা অন্য কোনও কারণে বস্টনে এক কামরার অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে হলে কত খরচ হবে? ‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স’-এর মতে এ শহরে এর সর্বোচ্চ ভাড়া হতে পারে ২,৮০৮ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৩১ হাজার টাকা। তালিকায় এটি সাত নম্বর জায়গা পেয়েছে।
১১১৭
বস্টনের পরেই তালিকায় রয়েছে সান দিয়েগো। এখানে এক বেডরুমের জন্য সবচেয়ে বেশি ২,৭৫৪ ডলার অর্থাৎ প্রায় ২ লক্ষ ২৬ হাজার টাকা গুনতে হতে পারে।
১২১৭
তালিকায় মায়ামির স্থান ন’নম্বরে। এখানে এ ধরনের অ্যাপার্টমেন্টের সর্বোচ্চ খরচ হতে পারে ২,৬৯২ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ২১ হাজার টাকা।
১৩১৭
প্রথম দশে থাকা হ্যামিল্টন শহরে এমন সুবিধার অ্যাপার্টমেন্টের ভাড়া হতে পারে সর্বোচ্চ ৩,২২২ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৬৫ হাজার টাকা। ছোট্ট শহরটি রয়েছে তালিকার চার নম্বরে।
১৪১৭
কেম্যান আইল্যান্ডের জর্জটাউন শহরের এ ধরনের অ্যাপার্টমেন্টের সর্বোচ্চ মাসিক ভাড়া ২,৮১৫ ডলার। ভারতীয় মুদ্রায় যা ২ লক্ষ ৩১ হাজার টাকার কাছাকাছি। তালিকায় এ শহর রয়েছে ষষ্ঠ স্থানে।
১৫১৭
তালিকায় দশম শহরটির হল সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিখ। এক বেডরুমের অ্যাপার্টমেন্টের জন্য মাসে সর্বোচ্চ ২,৬৩০ ডলার ভাড়া দিতে হতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ১৬ হাজার টাকা।
১৬১৭
একাদশ এবং দ্বাদশ স্থানে রয়েছে যথাক্রমে লস অ্যাঞ্জেলস এবং লন্ডন। এমন সুবিধার অ্যাপার্টমেন্ট পেতে হলে যথাক্রমে ২,৬১৮ এবং ২,৫৭০ ডলারের সর্বোচ্চ ভাড়া দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা যথাক্রমে প্রায় ২ লক্ষ ১৫ হাজার এবং ২ লক্ষ ১১ হাজার টাকা।
১৭১৭
তালিকায় এ দেশের পতাকা বহন করছে মুম্বই। ৫৪৩টি শহরের মধ্যে বাণিজ্যনগরীর স্থান হয়েছে ৩৫৩-তে। মধ্য মুম্বইয়ে এক কামরার অ্যাপার্টমেন্টের সর্বোচ্চ ভাড়া ছুঁতে পারে ৪৫,৬০০ টাকা।