২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পায় ‘দবাং’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন সলমন। খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনুকে। ‘দবাং’ ছবির চিত্রনাট্যের অন্তিম কাহিনি এমন ভাবে শেষ হয়েছিল যে, তা সোনুর চরিত্রের পুনার্বিভাবের ইঙ্গিত বহন করছিল। দর্শকের একাংশ মনে করেছিলেন, ‘দবাং ২’-এ অভিনয়ের সম্ভাবনা রয়েছে সোনুর।