মহাসমুদ্রের বুকের সাবেক ‘ফরমোজ়া’ দ্বীপকে আজ গোটা দুনিয়া চেনে তাইওয়ান নামে। দীর্ঘ দিন ধরেই যাকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে বেজিং। শুধু তাই নয়, গোয়েন্দা সূত্রে খবর, তাইওয়ান দখলের নীল নকশাও ছকে ফেলেছেন চিনা চেয়ারম্যান তথা প্রেসিডেন্ট শি জিনপিং। বাদ সাধছে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকার একটা ‘সরু গলি’র অনন্ত জলরাশি। ড্রাগনের প্রাণভোমরাও সেখানেই লুকিয়ে রয়েছে বলে মনে করেন দুনিয়ার তাবড় প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা।