Non bailable warrant issued against Mahabharat actor Puneet Issar for disrobing Draupadi dgtl
Mahabharat
Mahabharat: দ্রৌপদীর বস্ত্রহরণ! ‘কৌরব-পাণ্ডব’দের আদালতে নিয়ে যান দর্শক, পরে প্রকাশ্যে অন্য রহস্য
১৯৮৮ সালে দূরদর্শন চ্যানেলে ‘মহাভারত’ ধারাবাহিক সম্প্রচার করা হত। এই ধারাবাহিকের একটি দৃশ্য ঘিরে থানায় অভিযোগ করেন দর্শক।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৩:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
আশি-নব্বইয়ের দশকের গোড়ার দিকে দশকে ভারতীয় দর্শকদের বিনোদনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল দূরদর্শন চ্যানেল। ছোটপর্দায় ‘আলিফ লয়লা’, ‘মালগুডি ডেজ’, ‘সার্কাস’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘শক্তিমান’-সহ অন্যান্য ধারাবাহিক দর্শকদের মন কেড়ে নিয়েছিল।
০২১২
তবে, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হয়েছিল ‘রামায়ণ’ ও ‘মহাভারত’। এই অনুষ্ঠান কখন শুরু হবে তার জন্য মুখিয়ে থাকতেন আট থেকে আশি— সকলে। এমনকি, আবার নতুন করে বানানো হয় ‘মহাভারত’ ধারাবাহিক। ২০২০ সালে অতিমারি চলাকালীন ধারাবাহিক দু’টি আবার ছোটপর্দায় ফিরে আসে।
০৩১২
দূরদর্শনের এই ধারাবাহিকগুলি যতই জনপ্রিয় হোক না কেন, তা নিয়ে দর্শকরা অভিযোগও জানাতেন। এমনকি, এক সময় ধারাবাহিকের পরিচালক, প্রযোজক-সহ অভিনেতাদের আদালতে পর্যন্ত যেতে হয়।
০৪১২
‘মহাভারত’ ধারাবাহিকে মুকেশ খন্না, রূপা গঙ্গোপাধ্যায়, পুনীত ইস্বর, নীতীশ ভরদ্বাজ, গজেন্দ্র চৌহান-সহ বহু নামকরা তারকা অভিনয় করেছিলেন। প্রতিটি দৃশ্য অনবদ্য নিপুণতার সঙ্গে তাঁরা পর্দায় ফুটিয়ে তুলতেন।
০৫১২
১৯৮৮ সালে শুরু হওয়া মোট ৯৪টি পর্বের এই ধারাবাহিকের একটি পর্বে দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্য দেখানো হয়। এই পর্বটি সম্প্রচারের পর অভিনেতারা কানাঘুষো শুনতে পান, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
০৬১২
শ্যুটিং করার সময়েই তাঁরা জানতে পারেন, দ্রৌপদীর বস্ত্রহরণ করে অভিনেতারা ঘোর অপরাধ করেছেন। এমনকি, পরিচালক এবং প্রযোজকও এই দৃশ্যটি ধারাবাহিকের অংশ হিসাবে রেখে ঠিক করেননি। সূত্রের খবর, অভিযোগকারী বেনারসের বাসিন্দা ছিলেন বলে জানা যায়।
০৭১২
যেহেতু, দুর্যোধনের কুপ্রস্তাবেই এই ঘটনার সূত্রপাত, তাই দুর্যোধনের ভূমিকায় থাকা পুনীতের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। আদালতে এই মামলা উঠলেও প্রযোজক বিআর চোপড়া এবং পরিচালক তথা চোপড়া-পুত্র রবি চোপড়া মামলাটি বেশি দূর এগিয়ে নিয়ে যেতে দেননি।
০৮১২
এই ঘটনার আঠাশ বছর পর পুনরায় মামলাটি আদালতে ওঠে। পুনীত যে অপরাধ করেছেন, তা জামিনের অযোগ্য— এমনটাই দাবি করেন সেই অভিযোগকারী। পরে এই মামলা সংক্রান্ত তদন্ত চালু হওয়ার পর এক নতুন রহস্যের উন্মোচন ঘটে।
০৯১২
তদন্তে জানা যায়, ধারাবাহিকের সঙ্গে জড়িত কারও বিরুদ্ধেই কোনও রকম অভিযোগ ছিল না বেনারসের এই দর্শকের। তবে এত কিছু করার নেপথ্যে কারণ কী?
১০১২
জিজ্ঞাসাবাদ করায় জানা যায়, অভিযোগকারী আসলে ‘মহাভারত’ ধারাবাহিকের একনিষ্ঠ ভক্ত। তাঁর বহু দিনের ইচ্ছা, অভিনেতাদের সঙ্গে একটি ছবি তোলার। কিন্তু, তিনি কোনও ভাবেই সেই সুযোগ পাচ্ছিলেন না।
১১১২
অগত্যা এই পথই বেছে নিতে হল দর্শককে। সম্প্রতি একটি রিয়্যালিটি শো-এ অতিথি হিসাবে এসেছিলেন ‘দুর্যোধন’। এই প্রসঙ্গে সরবও হতে দেখা গিয়েছে তাঁকে। পুনীত জানিয়েছেন, মহাকাব্যের রচয়িতা যা লিখে গিয়েছেন, তা-ই ছোটপর্দায় ফুটিয়ে তুলেছেন সকলে।
১২১২
‘‘যদি কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করার থাকে, তবে তাঁর বিরুদ্ধেই করা উচিত’’, মজার ছলে বলেন পুনীত।