Noida Twin Towers: ন’সেকেন্ডে খেল খতম! কী ভাবে ভেঙে পড়ল নয়ডার যমজ ইমারত, দেখুন তার ছবি
রবিবার দুপুর আড়াইটেয় বাজল সাইরেন। শুরু উল্টো করে গোনার পালা। নয়, আট, সাত, ছয়, পাঁচ... শূন্যে পৌঁছতেই ধুলোর মেঘ তুলে গায়েব জোড়া বহুতল।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ১৫:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ন’সেকেন্ডেই অতীত নয়ডার জোড়া বহুতল! ধুলোর ঝড় তুলে নিমেষে ধসে পড়ল একের পর এক তল। ন’বছরের আইনি লড়াইয়ের পর নিশ্চিহ্ন সুপারটেকের যমজ বিল্ডিং।
০২১০
ঘড়ির কাঁটা মিলিয়ে রবিবার দুপুর আড়াইটেয় বাজল সাইরেন। এর পর শুরু উল্টো করে গোনার পালা। নয়, আট, সাত, ছয়, পাঁচ... শূন্যে পৌঁছতেই ধুলোর মেঘ তুলে গায়েব জোড়া বহুতল।
০৩১০
গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের ধারে জোড়া বহুতলের বিভিন্ন টাওয়ারে ঠাসা হয়েছিল ৩,৭০০ কেজির বিস্ফোরক। তা দিয়েই উড়িয়ে দেওয়া হল অ্যাপেক্স এবং সিয়েন— সুপারটেকের দুই বহুতল।
০৪১০
জোড়া বহুতল ভাঙার আগেকার মুহূর্তগুলি ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়। পলকেই অ্যাপেক্সের ৩২তলার সঙ্গে মিলিয়ে গেল সিয়েনের ২৯তলা। মোট ১০০০ ফ্ল্যাটের জোড়া বহুতল।
০৫১০
রবিবারের এই চরম মুহূর্তকে পরিণতি দিতে প্রস্তুতি ছিল তুঙ্গে। জোড়া বহুতল ভাঙার আগে থেকে এবং পরে, সওয়া ২টো থেকে ২টো ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। ছিল ৫০০ পুলিশকর্মীর কড়া পাহারা।
০৬১০
বিস্ফোরণের পর নয়ডার আকাশ ঢাকা পড়েছিল ধুলোর চাদরে। ধুলোর ঝড়ে আশপাশের দৃশ্যমানতা কমে যায়।
০৭১০
বিস্ফোরণের প্রস্তুতি হিসাবে আগে থেকেই জোড়া বহুতলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। সরিয়ে দেওয়া হয়েছিল আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদেরও।
০৮১০
এই জোড়া বিল্ডিং ঘিরে বিতর্ক কম ছিল না। ১৪টি টাওয়ার-সহ ন’টি তলার নকশায় অনুমোদন দেওয়া হয়েছিল। পরে সেই নকশায় বদল ঘটিয়ে প্রতিটি তলে ৪০টি করে ফ্ল্যাট গড়ার অনুমোদন দেওয়া হয়েছিল।
০৯১০
যদিও অভিযোগ ওঠে ন্যাশনাল বিল্ডিং কোড (এনবিসি)-এর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এর নির্মাণ করা হয়েছে। একটি টাওয়ার থেকে অন্যটির দূরত্ব কমপক্ষে ১৬ মিটারের বদল ৯ মিটারেরও কম।
১০১০
এ নিয়ে মামলা-মোকদ্দমার জল গড়ায় ইলাহাবাদ হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। চলতি বছরের ১২ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ২৮ অগস্ট টুইন টাওয়ার ভেঙে ফেলতে হবে। তা-ই পরিণতি পেল রবিবার।