যে অপরাধীকে পাকড়াও করার কথা তাঁর, সেই অপরাধীর সঙ্গেই কিনা প্রেম এক মহিলা পুলিশকর্মীর! এই ভালবাসার জন্যই তদন্তকারীদের হাত থেকে প্রেমিককে বাঁচালেন তিনি। তরুণী পুলিশকর্মীর এ হেন কাণ্ডে হতবাক হয়ে গিয়েছেন তাঁর সহকর্মীরা। যার জেরে তদন্তকারীদের আতশকাচের তলায় চলে এসেছেন ওই তরুণী পুলিশকর্মী। পুলিশকর্মীর সঙ্গে অপরাধীর এ হেন প্রেমের সম্পর্ক নিয়ে সরগরম নিউ ইয়র্ক।