
মহাকাশে অভিযান হোক বা গবেষণা, দিনের পর দিন, মাসের পর মাস ভেসে কাটাতে হয় শূন্যে। পৃথিবীর বাইরে গিয়ে মহাশূন্যের অনন্ত রহস্যের খোঁজ করেন নভোচরেরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মহাকাশের অনাবিষ্কৃত দিকগুলি খুঁজে বার করতে নিরন্তর গবেষণা চালান গবেষক ও মহাকাশচারীরা। এই পেশায় প্রতিটি পদক্ষেপেই বিপদকে সঙ্গী করতে হয় তাঁদের। মহাকাশ গবেষণায় নতুন নতুন রহস্য খুঁজতে পৃথিবীর বাইরে পা রাখেন তাঁরা।