ভারতবর্ষ বরাবরই বিদেশিদের কাছে ‘সোনার পাখি’। ইতিহাস বলছে, সম্পদের খোঁজে বারবার ভারতে হানা দিয়েছে বিদেশি শক্তি। প্রাকৃতিক সম্পদ ছাড়াও লুঠতরাজের অন্যতম নিশানা ছিল ভারতীয় রাজ পরিবারগুলির অমূল্য সম্পদ। তাঁদের কোষাগারে কী বিপুল পরিমাণ সম্পদ ছিল, তা কিছুটা হলেও বোঝা যায় রাজপরিবারের সদস্যদের অলঙ্কার ভাণ্ডার দেখে। যদিও তা হিমশৈলের চূড়া মাত্র।