তিনটে পাহাড় বা গিরি। তার থেকে জায়গার নাম ‘তিগিরিয়া’। আজকের ওড়িশায় কটকের একটি ব্লক। ব্রিটিশ ভারতের তিগিরিয়া রাজন্য এস্টেট। জঙ্গলে ঘেরা এই ছোট্ট জনপদে ঘনবসতির কারণ নাকি ছিল রাজার সুশাসন। অথচ সেই এস্টেটের শেষ রাজা ব্রজরাজ ক্ষত্রিয় বীরবর চমুপতি সিংহ মহাপাত্র চুরানব্বই বছর বয়সে মারা গিয়েছিলেন কপর্দকহীন হয়ে। তাঁর পরিণতি ছিল নিঃস্ব, করুণ ও রিক্ত।