চতুর্থ দফার লকডাউন পর্বে পা রেখেছে গোটা দেশ। ৩১ মে অবধি চলবে এই দফার লকডাউন। তবে দেশ জুড়েই কিছুটা শিথিল হয়েছে নিয়ম। কোন পরিষেবা কোন জোনে পাওয়া যাবে, তা নির্ধারিত হবে কেন্দ্রের নির্দেশিকা মেনে। তবে কোন এলাকা কোন জোনের আওতায় পড়বে, তা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের পরিস্থিতি বুঝে এই নির্দেশিকা প্রয়োগ করবে।