Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Drug Lord El Chapo

পুত্রের খুনের বদলা নিতে ৪০০ জনকে খতম করেন, কয়েক হাজার হত্যার সঙ্গে যুক্ত ছিলেন এই ‘মাদক সম্রাট’

আমেরিকা এবং মেক্সিকোর তদন্তকারীদের ধারণা, ৭০ হাজার মানুষকে খুনের নেপথ্যে হাত রয়েছে এই কুখ্যাত অপরাধীর সংগঠনের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১৫:১৬
Share: Save:
০১ ১৫
photo of El Chapo

তাঁকে বলা হয় ‘মাদক সম্রাট’। আন্তর্জাতিক মাদকচক্রে তাঁর রমরমা ছিল। শুধু মাদক কারবারই নয়। একের পর এক হত্যাকাণ্ডেও নাম জড়িয়েছে তাঁর। নিজের হাতেই নাকি প্রায় ৩ হাজার জনকে খুন করেছেন। বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন। তিনি জোয়াকিন গুজ়ম্যান। তাঁকে অবশ্য সকলে চেনেন ‘এল চ্যাপো’ নামেই।

০২ ১৫
photo of El Chapo

১৯৫৭ সালের ৪ এপ্রিল মেক্সিকোর সিনালোয়ায় এক গরিব পরিবারে জন্ম এল চ্যাপোর।

০৩ ১৫
representative photo of drugs

আর ৪-৫ জন সাধারণ শিশুর মতো শৈশব কাটেনি। ছোট থেকেই বাবার হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। বাবার হাত ধরেই পা রাখেন মাদক দুনিয়ায়।

০৪ ১৫
photo of El Chapo

সেই শুরু। তার পর ধীরে ধীরে মাদক কারবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যান এল চ্যাপো। ধীরে ধীরে মাদক কারবারের ‘কিংপিন’ হয়ে ওঠেন তিনি।

০৫ ১৫
photo of El Chapo

নিজের একটি সংগঠন তৈরি করেছিলেন এল চ্যাপো। যার নাম ‘সিনালোয়া কার্টেল’। এটি একটি আন্তর্জাতিক অপরাধের সিন্ডিকেট। মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল এই সংগঠন।

০৬ ১৫
photo of El Chapo

১৯৯৩ সালে প্রথম বার এল চ্যাপোকে গ্রেফতার করা হয়েছিল। গুয়াতেমালা থেকে পাকড়াও করা হয়েছিল। পরে তাঁকে প্রত্যর্পণ করা হয় মেক্সিকোয়।

০৭ ১৫
photo of El Chapo

সে বার মাদক পাচার এবং খুনের অভিযোগে এল চ্যাপোকে ২০ বছরের কারাদণ্ডের সাজার নির্দেশ দেয় আদালত।

০৮ ১৫
photo of El Chapo

কারাগারে থাকার সময়ই মাঝপথে পালান এল চ্যাপো। কারারক্ষীদের ঘুষ দিয়ে বশ করেন। ২০০১ সালে কারাগার থেকে পালান তিনি। এর পর তাঁকে পলাতক হিসাবে ঘোষণা করা হয়।

০৯ ১৫
photo of El Chapo

২০১৪ সালে এল চ্যাপোকে আবার গ্রেফতার করা হয়। সে বার তাঁকে মেক্সিকো থেকে পাকড়াও করা হয়। ২০১৫ সালে সাজা ঘোষণার আগে আবার পালান তিনি।

১০ ১৫
photo of El Chapo

২০১৬ সালের জানুয়ারি মাসে এল চ্যাপোকে আবার গ্রেফতার করা হয়। এক বছর বাদে আমেরিকায় তাঁকে প্রত্যর্পণ করা হয় তাঁকে।

১১ ১৫
photo of El Chapo

২০১৯ সালে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। পরে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় এল চ্যাপোকে।

১২ ১৫
photo of El Chapo

তবে গ্রেফতারের পর এল চ্যাপোর জবাববন্দি শুনে শিউরে উঠেছিলেন তদন্তকারীরা। তিনি জানিয়েছিলেন, নিজে হাতে ২ হাজার থেকে ৩ হাজার মানুষকে খুন করেছিলেন।

১৩ ১৫
photo of El Chapo

আমেরিকা এবং মেক্সিকোর তদন্তকারীদের ধারণা, ৭০ হাজার মানুষকে খুনের নেপথ্যে হাত রয়েছে চ্যাপোর সংগঠনের।

১৪ ১৫
photo of El Chapo

২০০৮ সালে এল চ্যাপোর পুত্র এল চ্যাপিটোকে হত্যা করা হয়েছিল। শোনা যায়, যার বদলা নিতে কমপক্ষে ৪০০ জনকে খুন করেন এল চ্যাপো। নিহতদের মধ্যে ছিলেন কমপক্ষে ২০ জন তদন্তকারী।

১৫ ১৫
photo of El Chapo

এল চ্যাপোর ব্যক্তিজীবনও নানা খাতে বয়েছে। ৪ বার বিয়ে করেছিলেন তিনি। তাঁর সন্তানের সংখ্যা কমপক্ষে ১১। তবে বর্তমানে ৬৬ বছর বয়সি এই কুখ্যাত মাদক মাফিয়া কারাবন্দি।

সব ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy