নীল সাগর। সাদা বালি। বালুকাবেলায় এমন মনোরম পরিবেশে প্রিয়জনের সঙ্গে বিশেষ মুহূর্তের সাক্ষী হতে কে না চায়! মধুচন্দ্রিমা হোক কিংবা নেহাত কাজের অবসরযাপন, সূর্যকে সাক্ষী রেখে নিরিবিলি সমুদ্রসৈকতে সময় কাটানোর মজাটাই আলাদা। আর আপনার মন যদি রোমাঞ্চের জন্য আনচান করে, তা হলে এমন সব সমুদ্রসৈকতে এক বার ঢুঁ মারতেই পারেন, যেখানে নিশ্চিন্তে নগ্ন হতে পারেন। বিশ্বের এমনই সব সমুদ্রসৈকতের হাল হকিকত রইল এখানে। তালিকায় ঠাঁই পেয়েছে ভারতের কয়েকটি সৈকতও।