Meet the television stars who are richer than bollywood actors dgtl
Television Actors
দিব্যাঙ্কা, হিনা থেকে রণিত, আয়ের নিরিখে বলি তারকাদের টেক্কা দেন ছোট পর্দার যে তারকারা
হিন্দি ধারাবাহিকের জগতে এমন বহু তারকা রয়েছেন পারিশ্রমিকের নিরিখে যাঁরা বলিপাড়ার তাবড় তারকাদেরও টেক্কা দেন। এই তালিকায় কার কার নাম রয়েছে?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ১১:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৩
হিন্দি ধারাবাহিকের জগতে এমন বহু তারকা রয়েছেন পারিশ্রমিকের নিরিখে যাঁরা বলিপাড়ার তাবড় তারকাদেরও টেক্কা দেন। এই তালিকায় রয়েছে দিব্যাঙ্কা ত্রিপাঠি দাহিয়া, হিনা খান, রণিত রায় এবং রাম কপূরের মতো ছোট পর্দার জনপ্রিয় তারকাদের নাম।
০২২৩
‘ইয়ে রিস্তা কয়া কহেলতা হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা গড়ে তোলেন হিনা খান। পারিশ্রমিকের নিরিখে ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন তিনি।
০৩২৩
টেলিপা়ড়া সূত্রে খবর, ধারাবাহিকের প্রতিটি পর্বে অভিনয় করে এক থেকে সওয়া লক্ষ টাকা উপার্জন করেন হিনা।
০৪২৩
‘বনু ম্যায় তেরি দুলহন’ এবং ‘ইয়ে হ্যায় মহব্বতে’র মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান দিব্যাঙ্কা ত্রিপাঠি দাহিয়া।
০৫২৩
টেলিপা়ড়া সূত্রে খবর, ধারাবাহিকের প্রতিটি পর্বে অভিনয় করে ৮০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পারিশ্রমিক পান দিব্যাঙ্কা।
০৬২৩
২০০৯ সালে ছোট পর্দায় ‘পবিত্র রিস্তা’ নামে একটি হিন্দি ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়। এই ধারাবাহিকে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন অঙ্কিতা লোখান্ডে।
০৭২৩
ছোট পর্দায় জনপ্রিয় হওয়ার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করতে দেখা যায় অঙ্কিতাকে। ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ এবং ‘বাঘি ৩’ ছবিতে অভিনয় করেন তিনি।
০৮২৩
টেলিপাড়া সূত্রে খবর, আয়ের নিরিখে ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছেন অঙ্কিতা। হিন্দি ধারাবাহিকের এক একটি পর্বে অভিনয় করতে ৯০ হাজার থেকে দেড় লক্ষ টাকা আদায় করেন অঙ্কিতা।
০৯২৩
‘ইয়ে হ্যায় মহব্বতে’ হিন্দি ধারাবাহিকে দিব্যাঙ্কার সঙ্গে ছোট পর্দায় জু়টি বেঁধে অভিনয় করেন কর্ণ পটেল। ‘কহানি ঘর ঘর কি’, ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কসম সে’, ‘কস্তুরি’র মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিক রয়েছে কর্ণের কেরিয়ারের ঝুলিতে।
১০২৩
টেলিপাড়া সূত্রে খবর, ধারাবাহিকের প্রতি পর্বে অভিনয় করতে এক থেকে সওয়া লক্ষ টাকা উপার্জন করেন কর্ণ।
১১২৩
বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন রণিত রায়। তবে ছোট পর্দার অভিনেতা হিসাবে রণিত জনপ্রিয়তা পান বেশি।
১২২৩
টেলিপাড়া সূত্রে খবর, হিন্দি ধারাবাহিকে পর্ব প্রতি অভিনয় করতে সওয়া লক্ষ টাকা পারিশ্রমিক আদায় করেন রণিত। কানাঘুষো শোনা যায়, মাসে মাত্র ১৫ দিন শুটিং করেন তিনি।
১৩২৩
‘কহানি ঘর ঘর কি’ হিন্দি ধারাবাহিকে অভিনয় করে টেলিভিশনজগতে নিজের পরিচিতি গড়ে তোলেন সাক্ষী তনওয়ার।
১৪২৩
টেলিপাড়া সূত্রে খবর, হিন্দি ধারাবাহিকের প্রতিটি পর্বে অভিনয় করতে কমবেশি ৮০ হাজার টাকা পারিশ্রমিক নেন সাক্ষী।
১৫২৩
জনপ্রিয় টেলি অভিনেতাদের তালিকার শীর্ষে রয়েছেন রাম কপূর। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’, ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’, ‘কয়া হুয়া তেরা ওয়াদা’র মতো ধারাবাহিকের পাশাপাশি হিন্দি ওয়েব সিরিজ় এবং ছবিতেও অভিনয় করেছেন রাম।
১৬২৩
টেলিপাড়া সূত্রে খবর, ধারাবাহিকের প্রতি পর্বে অভিনয় করতে সওয়া লক্ষ টাকা পারিশ্রমিক নেন রাম। কানাঘুষো শোনা যায়, মাসে মাত্র ১৫ দিন শুটিং করেন তিনি। বাকি সময় পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কাটাতে পছন্দ করেন অভিনেতা।
১৭২৩
‘দিল মিল গয়ে’, ‘গীত- হুয়ি সবসে পরায়ি’, ‘মধুবালা- এক ইশক এক জুনুন’, ‘এক থা রাজা এক থি রানি’, ‘পরদেশ মে হ্যায় মেরা দিল’ এবং ‘সিলসিলা বদলতে রিস্তো কা’ ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেন দ্রাষ্টি ধামি।
১৮২৩
টেলিপাড়া সূত্রে খবর, হিন্দি ধারাবাহিকের প্রতি পর্বে অভিনয় করতে ৬০ হাজার টাকা পারিশ্রমিক নেন দ্রাষ্টি।
১৯২৩
‘দেবো কে দেব- মহাদেব’ হিন্দি ধারাবাহিকে শিবের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন মোহিত রায়না।
২০২৩
টেলিপাড়া সূত্রে খবর, ধারাবাহিকের পর্বপ্রতি অভিনয় করতে এক লক্ষ টাকা পারিশ্রমিক আদায় করেন মোহিত।
২১২৩
হিন্দি ধারাবাহিক‘সিআইডি’তে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছন শিবাজি সথম। টেলিপাড়া সূত্রে খবর, ধারাবাহিকের প্রতি পর্বে অভিনয়ের জন্য এক লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি।
২২২৩
‘লাগি তুঝসে লগন’, ‘কুমকুম ভাগ্য’, ‘লভ স্টোরি’র মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে টেলি অভিনেতা মিশাল রাহেজাকে। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুম্বই ডায়েরিস ২৬/১১’ ওয়েব সিরিজ়েও অভিনয় করেন তিনি।
২৩২৩
টেলিপাড়া সূত্রে খবর, সাম্প্রতিক কালে টেলিভিশনজগতের সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন মিশাল। হিন্দি ধারাবাহিকে প্রতি পর্বে অভিনয় করে দেড় লক্ষ টাকা আয় করেন তিনি।