উত্তরাখণ্ডের উধমসিংহ জেলার সিতারগঞ্জে জন্ম হিমাংশুর। পরে পরিবারের সঙ্গে উত্তরপ্রদেশের বরেলি চলে যান তিনি। শৈশব থেকেই অর্থের অভাবের সঙ্গে পরিচয় তাঁর। হিমাংশুর বাবা পেশায় দিনমজুর ছিলেন। পরে তিনি রাস্তার ধারে একটি চায়ের দোকান খোলেন। সেই দোকানেই বাবার সঙ্গে চা বিক্রি করে রোজগার করতেন হিমাংশু। বর্তমানে একটি বড় দোকানের মালিক হিমাংশুর বাবা।