Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Death after Marathon Sex

বাজি ধরে ম্যারাথন সঙ্গম, ১২ ঘণ্টা পর অবশেষে থামলেন যুবক, সঙ্গে সঙ্গে মৃত্যু!

২০০৯ সালের ঘটনা। রাশিয়ার এক যুবক বান্ধবীদের সঙ্গে সাড়ে ৩ লক্ষ টাকার বাজি লড়েছিলেন। টানা ১২ ঘণ্টা ধরে সঙ্গমে লিপ্ত ছিলেন তিনি। তার পরেই যুবকের মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ১০:৪৪
Share: Save:
০১ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

টানা কত ক্ষণ সঙ্গমে লিপ্ত থাকতে পারেন? বান্ধবীদের সঙ্গে সেই নিয়ে বাজি ধরেছিলেন যুবক। নিজের ক্ষমতা সম্পর্কে তিনি যথেষ্ট প্রত্যয়ী ছিলেন।

০২ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

কিন্তু এই প্রত্যয়ই ডেকে আনল বিপদ। এক টানা ঘণ্টার পর ঘণ্টা সঙ্গম করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। যৌনসুখই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।

০৩ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

ঘটনাটি রাশিয়ার। যুবকের নাম সার্জারি তুগানভ। ২৮ বছর বয়সি ওই যুবক মস্কোর বাসিন্দা ছিলেন। ২০০৯ সালে তাঁর আকস্মিক এবং অস্বাভাবিক মৃত্যু খবরের শিরোনামে উঠে এসেছিল।

০৪ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

রুশ সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তুগানভ পেশায় মেকানিক ছিলেন। নিজের দুই বান্ধবীর সঙ্গে ফেব্রুয়ারি মাসের কোনও এক দিন অবাধ যৌনতায় লিপ্ত হয়েছিলেন তিনি।

০৫ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

বান্ধবীরা মজার ছলেই তুগানভের সঙ্গে বাজি লড়েছিলেন। তাঁরা যুবকের দিকে এক টানা ১২ ঘণ্টা তাঁদের সঙ্গে সঙ্গমে লিপ্ত থাকার চ্যালেঞ্জ ছুড়েছিলেন।

০৬ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

বান্ধবীরা তুগানভকে জানান, এত দীর্ঘ ক্ষণ সঙ্গমের ক্ষমতা হয়তো তাঁর নেই। কিন্তু সেই ক্ষমতা তাঁদের আছে। যদি বাজিতে যুবক জেতেন, তা হলে তাঁকে সাড়ে ৩ লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানান বান্ধবীরা। আর যদি হেরে যান, তবে ওই পরিমাণ টাকা তাঁদের দিতে হবে।

০৭ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

টাকার কথা পাকা করে বাজি লড়তে নামেন যুবক। ১২ ঘণ্টা সঙ্গমের জন্য সক্ষম থাকতে অভিনব পন্থা অবলম্বন করেন। তা-ই হয়ে ওঠে তাঁর মৃত্যুর কারণ।

০৮ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

সঙ্গমের তেজ বৃদ্ধি করতে ভায়াগ্রা খেয়ে থাকেন পুরুষেরা। রাশিয়ার যুবক সে দিন একটি নয়, দু’টি নয়, পুরো এক বোতল ভায়াগ্রার বড়ি খেয়ে ‘মাঠে’ নেমেছিলেন। তিনি মনে করেছিলেন, বেশি পরিমাণ ভায়াগ্রা তাঁকে বেশি সময় ধরে সঙ্গমে সক্ষম করে তুলবে।

০৯ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

বাজি অবশ্য শেষ পর্যন্ত জিতেছিলেন যুবক। তিনি টানা ১২ ঘণ্টা ওই দুই বান্ধবীর সঙ্গে সঙ্গমে লিপ্ত ছিলেন। অর্ধদিবস ধরে যৌনতৃপ্তি লাভ করেন। বাজির টাকাও জিতে নেন অনায়াসে।

১০ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

কিন্তু ১২ ঘণ্টা পর যুবক থামতেই অসুস্থ হয়ে পড়েন। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন, এবং প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। বান্ধবীরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।

১১ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

মস্কো পুলিশকে এক বান্ধবী জানান, তাঁরা বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দিয়েছিলেন। যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সাহায্য এসে পৌঁছনোর আগেই যুবকের মৃত্যু হয়।

১২ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সঙ্গম নয়, তাঁর মৃত্যুর আসল কারণ অন্য।

১৩ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত অতিরিক্ত ভায়াগ্রা খাওয়ার কারণে যুবকের মৃত্যু হয়েছে। একবারে এত বেশি পরিমাণ যৌনসুখ বৃদ্ধিকারী ওষুধ তাঁর শরীরে সয়নি।

১৪ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

এই ঘটনার বছর দু’য়েক আগে ইটালিতেও ভায়াগ্রা এক যুবকের প্রাণ কেড়েছিল। যুবকের স্ত্রী স্বামীর যৌনক্ষমতা বৃদ্ধির আশায় গোপনে তাঁর মদের গ্লাসে ভায়াগ্রা মিশিয়ে দিয়েছিলেন।

১৫ ১৫
Man dies after half day long sex marathon with female friends to win bet.

মদ্যপানের সঙ্গে ভায়াগ্রা খাওয়া বিপজ্জনক, জানতেন না যুবকের স্ত্রী। ফলে ওই মদের গ্লাসে চুমুক দেওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়।

ছবি: প্রতীকী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy