
দীপাবলির আগেই নতুন রূপে সাজল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির বা মহাকাল মন্দির। প্রায় ৮৫০ কোটি টাকা খরচ করে বানানো মধ্যপ্রদেশের এই মন্দিরের করিডর প্রকল্পের প্রথম দফার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশকে উৎসর্গ করা করিডর প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি মঙ্গলবার মহাকাল মন্দিরে বসে পূজার্চনা করতেও দেখা গিয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে। কিন্তু কেন এত বিখ্যাত এই মহাকাল মন্দির? কেনই বা এই মন্দিরকে এত পবিত্র বলে গণ্য করা হয়?