List of movies rejected by bollywood actress Katrina Kaif dgtl
Katrina Kaif
ভন্সালী, রোহিত শেট্টিকেও না বলেন! যে ৭ ছবিতে অভিনয় করলে ক্যাটরিনার কেরিয়ার বদলে যেত
ক্যাটরিনা কইফ এমন বহু হিন্দি ছবির প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিয়েছেন, যে ছবিগুলিতে অভিনয় করলে তাঁর কেরিয়ার অন্য দিকে ঘুরে যেত।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১২:০৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
প্রায় দু’দশক আগে টিনসেল নগরীতে এসে অভিনয়জগতে পা রেখেছিলেন ক্যাটরিনা কইফ। সলমন খান এবং অক্ষয় কুমারের সঙ্গে কেরিয়ারের বেশির ভাগ ছবিতে অভিনয় করলেও বলিপাড়ায় নিজের পরিচিতি তৈরি করে ফেলেছিলেন ক্যাটরিনা।
ছবি: সংগৃহীত
০২১৫
ক্যাটরিনা তাঁর অভিনয় জীবনে হাতেগোনা ফ্লপ ছবিতে কাজ করেছেন। তাঁর ঝুলিতে হিট ছবির সংখ্যাই বেশি। তবে ক্যাটরিনা এমন বহু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, যে ছবিগুলিতে অভিনয় করলে তাঁর কেরিয়ার অন্য দিকে ঘুরে যেত।
ছবি: সংগৃহীত
০৩১৫
২০১৪ সালে আলি আব্বাস জাফরের পরিচালনায় মুক্তি পায় ‘গুন্ডে’ ছবিটি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, রণবীর সিংহ এবং অর্জুন কপূর।
ছবি: সংগৃহীত
০৪১৫
কিন্তু ‘গুন্ডে’ ছবিতে ইনস্পেক্টর নন্দিতা সেনগুপ্ত চরিত্রের জন্য পরিচালক-প্রযোজকের প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা কইফ। তবে ক্যাটরিনা অন্য ছবির কাজে ব্যস্ত ছিলেন বলে ছবি নির্মাতারা প্রিয়ঙ্কাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।
ছবি: সংগৃহীত
০৫১৫
চেতন ভগতের লেখা উপন্যাস ‘হাফ গার্লফ্রেন্ড’-এর উপর ভিত্তি করে ২০১৭ সালে মুক্তি পায় ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিটি। মোহিত সুরি পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন কপূর এবং শ্রদ্ধা কপূর।
ছবি: সংগৃহীত
০৬১৫
ছবি নির্মাতারা প্রথমে ক্যাটরিনা কইফের কাছে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী মনে করেছিলেন যে, এক জন কলেজপড়ুয়ার চরিত্রে তাঁকে মানাবে না। তাই প্রস্তাব ফিরিয়ে দেন ক্যাটরিনা। পরবর্তী কালে ওই চরিত্রে অভিনয় করেন শ্রদ্ধা।
ছবি: সংগৃহীত
০৭১৫
২০১২ সালে অনুরাগ বসুর পরিচালনায় মুক্তি পায় রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি ‘বরফি’। এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীর কপূর, ইলিয়ানা দি ক্রুজ় এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাসকে।
ছবি: সংগৃহীত
০৮১৫
‘বরফি’ ছবি মুক্তির দু’বছর আগে ‘রাজনীতি’ ছবিতে রণবীর কপূরের সঙ্গে ক্যাটরিনা কইফের বড় পর্দার যুগলবন্দি পছন্দ হয়েছিল ছবি নির্মাতাদের।
ছবি: সংগৃহীত
০৯১৫
তাই ‘বরফি’ ছবিতে রণবীরের বিপরীতে ‘শ্রুতি ঘোষ’ চরিত্রের জন্য ক্যাটরিনাকে পছন্দ করেছিলেন পরিচালক-প্রযোজক। কিন্তু ক্যাটরিনা তাঁদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কী কারণে এই ছবিতে অভিনয় করতে অভিনেত্রী রাজি হননি, তা অবশ্য জানা যায়নি। ক্যাটরিনার বদলে ইলিয়ানা এই চরিত্রে অভিনয় করেন।
ছবি: সংগৃহীত
১০১৫
‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে ‘মীনাম্মা’ চরিত্রের কথা মনে পড়ে? দীপিকা পাড়ুকোনের অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছিল। কিন্তু রোহিত শেট্টি এই চরিত্রের জন্য প্রথমে ক্যাটরিনাকে পছন্দ করেছিলেন।
ছবি: সংগৃহীত
১১১৫
‘মীনাম্মা’ চরিত্রটি ছিল দক্ষিণ ভারতীয়ের। ক্যাটরিনা এমন চরিত্রে অভিনয় করতে স্বচ্ছন্দ ছিলেন না। তাই পরিচালকের প্রস্তাব খারিজ করে দেন অভিনেত্রী। তার পর দীপিকার কাছে অভিনয়ের প্রস্তাব নিয়ে যান রোহিত।
ছবি: সংগৃহীত
১২১৫
২০১৩ সালে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছিল। দীপিকা পাড়ুকোন এবং রণবীর কপূরের যুগলবন্দিও ছিল নজরকাড়া।
ছবি: সংগৃহীত
১৩১৫
তবে ‘নয়না’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচালকের প্রথম পছন্দ দীপিকা ছিলেন না। বরং ক্যাটরিনাকে প্রস্তাব দিয়েছিলেন অয়ন। কিন্তু ক্যাটরিনা অন্য ছবির কাজে ব্যস্ত থাকায় তিনি পরিচালকের প্রস্তাব খারিজ করে দেন।
ছবি: সংগৃহীত
১৪১৫
বলি ইন্ডাস্ট্রির সব নায়িকাদের স্বপ্ন থাকে সঞ্জয় লীলা ভনসালির সঙ্গে কাজ করার। কিন্তু ক্যাটরিনা সেই সুযোগ পেয়েও হারিয়েছিলেন। ২০১৩ সালে মুক্তি পায় ‘গোলিয়োঁ কি রাসলীলা: রামলীলা’। রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন এই ছবিতে অভিনয় করেছিলেন।
ছবি: সংগৃহীত
১৫১৫
বক্স অফিস থেকে ২০০ কোটি টাকা উপার্জন করা ওই ছবিতে ‘লীলা’ চরিত্রের জন্য প্রথমে ক্যাটরিনাকে পছন্দ করেছিলেন ছবি নির্মাতারা। কিন্তু কোনও এক অজানা কারণে প্রস্তাব খারিজ করে দেন অভিনেত্রী। তার পর সেই প্রস্তাব যায় দীপিকার কাছে।