Look at the features of Ducati scrambler 1100, launched in India dgtl
Ducati
বাজারে এল ডুকাটির নয়া বাইক, দেখে নিন ফিচার
ডুকাটি এমন একটা ব্র্যান্ড যার সঙ্গে আভিজাত্য, স্টাইল, অত্যাধুনিক প্রযুক্তি জড়িয়ে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ১১:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ডুকাটি এমন একটা ব্র্যান্ড যার সঙ্গে আভিজাত্য, স্টাইল, অত্যাধুনিক প্রযুক্তি এবং পারফরম্যান্স— এই শব্দগুলো ওতপ্রোত ভাবে জড়িয়ে। বাজারে এল ডুকাটি স্ক্র্যাম্বলার ১১০০ বাইক। এটি নাকি পাল্লা দেবে রয়্যাল এনফিল্ডকেও। নয়া বাইকটির ডেলিভারি শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই। দেখে নিন ফিচার।
০২১২
ডুকাটি স্ক্র্যাম্বলার: বেস স্ক্র্যাম্বলার ১১০০, স্ক্র্যাম্বলার ১১০০ স্পেশাল, স্ক্র্যাম্বলার স্পোর্ট তিন ধরনের বাইক নিয়ে এল ইতালির এই সংস্থাটি।
০৩১২
ডুকাটি স্ক্র্যাম্বলারের দাম শুরু হচ্ছে ১০.৯১ লক্ষ টাকা থেকে। স্পেশাল রেঞ্জের এক্স শো-রুম দাম ১১.১২ লক্ষ। স্পোর্টস রেঞ্জের দাম ১১.৪২ লক্ষ।
০৪১২
নিও রেট্রো পারফরম্যান্স যে বাইকাররা পছন্দ করেন, তাঁদের কথা মাথায় রেখেই এই বাইক আনা হয়েছে। ১০৭৯ সিসির এই ইঞ্জিনের বাইকটি যে নিঃসন্দেহে বাইকপ্রেমীদের উদ্দীপনার গতি তা বলাই বাহুল্য।
০৫১২
সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল রয়েছে এই বাইকে।
০৬১২
৭৬০০ আরপিএমে ৮৫ বিএইচপি ও ও ৪,৭৫০ আরপিএমে ৮৮ এনএম পিক টর্ক পাওয়া যাবে ডুকাটির এই বাইকে। এটি বাইকপ্রেমীদের উদ্দীপনার গতি আরও বহু গুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
০৭১২
ট্রু হিপস্টার বলতে যা বোঝায়, এই বাইকটি তাই।এটিতে কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল চমৎকার। এরকম থ্রিলিং আর ইউনিক রাইডিং এক্সপেরিয়েন্স আগে পাওয়া যায়নি, দাবি ডুকাটি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সেরজি কানোভাসের।