অ্যাঞ্জেলিনা জোলি? নাহ। জেনিফার লোপেজ! উঁহু তিনিও না। কমলা হ্যারিস, বিল গেটসের কোটিপতি স্ত্রী মেলিন্ডা? কেউ না। এমনকি হলিউডের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট ইয়োহানসনও নন। ইনস্টাগ্রামে মহিলা খ্যাতনামীদের মধ্যে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় যিনি তাঁর নাম কাইলি জেনার। কাইলির বয়স ২৪। তিনি পেশায় আমেরিকার মডেল। আবার একজন উদ্যোগপতিও।
কাইলির ইনস্টা অনুগামীর সংখ্যা ৩০ কোটি। যার ধারে কাছেও নেই জোলি, জে লো, কমলা কিংবা মেলিন্ডারা। কিছু দিন আগে পর্যন্ত ইনস্টাগ্রামে তাঁর থেকে এগিয়ে ছিলেন আমেরিকার পপ গায়িকা আরিয়ানা গ্রান্দে। কাইলি তাঁকেও পিছনে ফেলে দিয়েছেন। মহিলা খ্যাতনামীদের মধ্যে এখন তিনিই এক নম্বর। এই প্রথম কোনও মহিলা খ্যাতনামীর অনুগামী সংখ্যা ৩০ কোটি ছাড়াল ইনস্টাগ্রামে।