Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Kim Kardashian Doppelganger

প্লাস্টিক সার্জারির পরেই হৃদ্‌রোগে মৃত্যু! ‘নকল’ কিম কা‌র্দাশিয়ানকে কি খুন করা হয়েছে?

পরিবার-পরিজনেরা জানিয়েছেন, প্লাস্টিক সার্জারি করানোর কয়েক ঘণ্টার মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হন ক্রিশ্চিনার। এর পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। কিছু ক্ষণের মধ্যেই সব শেষ!

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৪:৪৯
Share: Save:
০১ ১৬
Picture of American model

নিজেকে ‘নিঁখুত’ করে তুলতে আগেও বহু বার প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। এ বারও সে কারণে অস্ত্রোপচারের টেবিলে তোলা হয়েছিল তাঁকে। তবে ২০ এপ্রিল, বৃহস্পতিবার হাসপাতাল থেকে আর ঘরে ফেরা হয়নি আমেরিকার মডেল ক্রিশ্চিনা অ্যাশটেন গোরকানির।

০২ ১৬
Picture of American model

বৃহস্পতিবার মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যু হয়েছে ক্রিশ্চিনার। সমাজমাধ্যমে যিনি ক্রিশ্চিনা জি নামে উষ্ণতা ছড়িয়েছিলেন। তবে নিন্দকেরা বলেন, স্বনামের থেকেও তিনি ‘নকল কিম কার্দাশিয়ান’ হিসাবেই বেশি পরিচিত ছিলেন।

০৩ ১৬
Picture of American model

ক্রিশ্চিনা যেন কিম কার্দাশিয়ানের যমজ! কিমের মতোই হুবহু তাঁর চোখ-মুখ। সে রকমই ভারী নিতম্ব, স্তনযুগল, শারীরিক গ়ঠন। পাশাপাশি দু’জনের ছবি রাখলে কে আসল কিম কার্দাশিয়ান আর কোন জন ক্রিশ্চিনা, তা বোঝা কঠিন।

০৪ ১৬
Picture of American model

ব্রিটেনের একটি পর্ন তথা ফিটনেস সাইটের মডেল হিসাবে কিমের মতো দেখতে এই মডেলের খ্যাতি ছড়াতে বেশি দেরি হয়নি। তবে বৃহস্পতিবারের পর সে সবই অতীত।

০৫ ১৬
Picture of American model

ক্রিশ্চিনার অকালমৃত্যু নিয়ে মঙ্গলবার সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। ২৫ এপ্রিল ওই পোস্টে জানিয়েছেন, ভোরবেলা ফোনের রিং শুনে ঘুম ভেঙে গিয়েছিল তাঁদের।

০৬ ১৬
Picture of American model

ফোনের ও পারে ক্রিশ্চিনার পরিবারের এক জন তখন অঝোরে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছেন, ‘‘অ্যাশটেন মারা যাচ্ছে... অ্যাশটেন মারা যাচ্ছে।’’

০৭ ১৬
Picture of American model

২০ এপ্রিল ভোর সাড়ে ৪টে নাগাদ ক্রিশ্চিনার অকালমৃত্যুর খবর জেনেছিলেন তাঁর পরিবার-পরিজনেরা। তাঁরা জানিয়েছেন, প্লাস্টিক সার্জারি করানোর কয়েক ঘণ্টার মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। এর পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। কিছু ক্ষণের মধ্যেই সব শেষ!

০৮ ১৬
Picture of American model

সমাজমাধ্যমে ক্রিশ্চিনার পরিবারের সদস্যরা একটি বিবৃতিতে লিখেছেন, ‘‘হাসপাতাল থেকে জানানো হয়েছিল, হৃদ্‌রোগে পর ক্রিশ্চিনার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।’’ প্লাস্টিক সার্জারির পরেই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হতে থাকে বলে জানিয়েছেন তাঁরা।

০৯ ১৬
Picture of American model

ক্রিশ্চিনার অকালমৃত্যুতে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন তাঁর পরিবার-পরিজনেরা। নিজেদের বিবৃতিতে একে ‘সবচেয়ে দুঃখজনক’ বলেছেন তাঁরা।

১০ ১৬
Picture of American model

৪ মে ক্রিশ্চিনার শেষকৃত্য হবে বলে জানিয়েছেন তাঁর পরিজনেরা। সে জন্য অনলাইনে অর্থ সংগ্রহের তোড়জোড় শুরু হয়েছে।

১১ ১৬
Picture of American model

ক্রিশ্চিনার শেষকৃত্যের জন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে ৪০,০০০ ডলার অর্থসংগ্রহের কাজ চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সে কাজে বুধবার দুপুর পর্যন্ত ওই তহবিলে সাড়ে ৩ হাজার ডলার জমা পড়েছে।

১২ ১৬
Picture of American model

প্লাস্টিক সার্জারির জেরেই কি অকালে চলে যেতে হল ক্রিশ্চিনাকে? তাঁর অকালমৃত্যুর পর আবার এই পুরনো প্রশ্নটি উঠছে।

১৩ ১৬
Picture of American model

প্লাস্টিক সার্জারির ‘ঝুঁকি’ নিয়ে মুখ খুলেছেন নিয়মিত এ ধরনের অস্ত্রোপচার করানো ম্যাগদালেন নামে এক তরুণী। ব্রিটিশ সংবাদমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘ক্রিশ্চিনাকে ব্যক্তিগত ভাবে চিনি না। তবে ইনস্টাগ্রামে মাঝেমধ্যে ওঁর ছবি দেখতাম। চোখধাঁধানো সুন্দরী মনে হত। আমার মনে হয়, প্লাস্টিক সার্জারির জেরেই মারা গিয়েছেন তিনি।’’

১৪ ১৬
Picture of American model

বেশ কয়েকটি প্লাস্টিক সা‌র্জারি করানো যে ঝুঁকির, তা মনে করেন ম্যাগদালেন। তাঁর নিজেরও সে অভিজ্ঞতা হয়েছিল। জানিয়েছেন, এক বার পুরু যোনি পেতে অস্ত্রোপচার করিয়ে মৃত্যুমুখে চলে গিয়েছিলেন তিনি।

১৫ ১৬
Picture of American model

ম্যাগদালেনের কথায়, ‘‘(প্লাস্টিক সার্জারি) ভয়ের তো বটেই। কারণ এ ধরনের ঝুঁকির অস্ত্রোপচারের জেরে কখন যে আপনার মৃত্যু হতে পারে, তা জানেন না!’’

১৬ ১৬
Picture of American model

কী কারণে মৃত্যু হল ক্রিশ্চিনার, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে। এমনকি, তাঁকে খুনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy