Johnny Depp is dating London-based advocate Joelle Rich, who once fight his case dgtl
johnny depp
নতুন প্রেমে মজে জনি ডেপ, অ্যাম্বারের বিরুদ্ধে মামলাতেও অভিনেতার পাশে ছিলেন আইনজীবী প্রেমিকা
জনি-অ্যাম্বার মামলায় সরাসরি জনির হয়ে সওয়াল না করলেও শুনানির সময়ই উপস্থিত ছিলেন জোয়েল। মামলা চলাকালীন আদালতে দিনের পর দিন উপস্থিত থেকে জনিকে সমর্থন জুগিয়েছিলেন তিনি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
চুটিয়ে প্রেম করছেন হলিউড তারকা জনি ডেপ! কিন্তু কার সঙ্গে জনি প্রেম করছেন, তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল তারকার ভক্তকুলে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে হলিউড তারকার প্রেমিকার নাম। লন্ডনের আইনজীবী জোয়েল রিচের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন জনি।
০২১৭
কে এই জোয়েল? জোয়েল হলেন সেই আইনজীবীদের মধ্যে এক জন, যিনি ২০১৮ সালে এক সংবাদমাধ্যমের বিরুদ্ধে জনির রুজু করা মানহানির মামলা লড়েছিলেন। জনির প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের দাবির ভিত্তিতে একটি প্রতিবেদন লেখা হয়েছিল ওই সংবাদমাধ্যমে। এর পরই ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি।
০৩১৭
জনি-অ্যাম্বার মামলায় সরাসরি জনির হয়ে সওয়াল না করলেও শুনানির সময়ই উপস্থিত ছিলেন জোয়েল। মামলা চলাকালীন আদালতে দিনের পর দিন উপস্থিত থেকে জনিকে সমর্থন জুগিয়েছিলেন তিনি।
০৪১৭
সূত্রের খবর, জনি এবং জোয়েলের প্রেম এখন মাখোমাখো। প্রকৃতপক্ষেই তাঁরা একে অপরের প্রেমে পড়েছেন। এখানে-ওখানে একসঙ্গে দেখাও যাচ্ছে তাঁদের। জোয়েলকে নাকি চোখে হারাচ্ছেন জনি।
০৫১৭
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রেমের শুরুতে মানুষের চোখের আড়ালেই থাকতেন এই যুগল। প্রাথমিক পর্যায়ে দেখা করতেন বিভিন্ন হোটেলে। পরে বেশ কয়েক বার প্রকাশ্যেও ঘুরতে গিয়েছে এই দু’জনকে।
০৬১৭
হোটেলে কোনও পেশা সূত্রে নয়, বরং ব্যক্তিগত কারণেই জনি এবং জোয়েল একে অপরের সঙ্গে দেখা করতেন বলেও এক প্রতিবেদনে বলা হয়েছে।
০৭১৭
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে জনির মামলা লড়তে গিয়েই এই যুগলের একে অপরের সঙ্গে দেখা হয়েছিল।
০৮১৭
পেজ সিক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জোয়েল বিবাহিত। তবে অনেক দিন হল স্বামী জোনাথন রিচের থেকে আলাদা থাকছেন তিনি। যদিও জোনাথনের সঙ্গে জোয়েলের বিবাহবিচ্ছেদ এখনও চূড়ান্ত হয়নি।
০৯১৭
সূত্রের খবর, জোয়েল এবং জোনাথনের বিয়ে হয়েছিল ২০১১ সালে। দম্পতির দু’টি সন্তানও রয়েছে। ধীরে ধীরে সম্পর্কে তিক্ততা আসার পর জোনাথনের থেকে আলাদা থাকতে শুরু করেন জোয়েল।
১০১৭
জনি ছাড়া এর আগে ব্রিটেনের ছোট যুবরাজ তথা ‘ডিউক অফ সাসেক্স’ হ্যারির স্ত্রী মেগান মার্কলের হয়েও জোয়েল মামলা লড়েছিলেন।
১১১৭
বাবা টমাস মার্কলকে লেখা ব্যক্তিগত চিঠি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হওয়ায় ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেন মেগান। এই আইনি লড়াইয়ে গত বছরের ডিসেম্বর মাসে মেগানকে জয় এনে দেন জোয়েল।
১২১৭
সমাজমাধ্যমেও যথেষ্ট সক্রিয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে জোয়েলের। ২০২০ সালে তিনি ইনস্টাগ্রামে যোগ দেন। জোয়েলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টের বহর দেখে মনে হয়, দিনে বেশ খানিকটা সময় জোয়েল ইনস্টাগ্রাম ঘেঁটেই কাটান। টিকটকেও অ্যাকাউন্ট রয়েছে জোয়েলের।
১৩১৭
প্রসঙ্গত, এর আগে জনি দু’টি বিয়ে করেছেন। ১৯৮৩ সালে লোরি অ্যালিসনকে বিয়ে করেন জনি। লোরি-জনির বিবাহবিচ্ছেদ ঘটে বিয়ের দু’বছর পর ১৯৮৫ সালে।
১৪১৭
লোরির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জনির সঙ্গে বহু হলি অভিনেত্রীর নাম জড়িয়েছিল। এর মধ্যেই গায়িকা এবং অভিনেত্রী ভেনিসা প্যারাদিসের প্রেমে পড়েন জনি। ১৯৯৮ থেকে ২০১২ পর্যন্ত একসঙ্গেই ছিলেন এই জুটি। তাঁদের এক ছেলে এবং এক মেয়েও রয়েছে।
১৫১৭
২০১২ সালে ভেনেসার সঙ্গে সম্পর্কে ইতি টানেন জনি। ২০১৫ সালে জনি বিয়ে করেন প্রেমিকা অ্যাম্বারকে। ২০১৭ সালে তাঁদের আইনি বিচ্ছেদ ঘটে। তবে এই সম্পর্ক গড়িয়েছিল আদালত অবধি। বিবাহবিচ্ছেদের পর জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন অ্যাম্বার। এর পরই অ্যাম্বারের বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। এই মামলায় জয় হয় জনিরই।
১৬১৭
এর আগে গুজব রটেছিল, আদালতে তাঁর হয়ে লড়াই করা প্রধান আইনজীবী ক্যামিল ভাসকুয়েজের প্রেমে পড়েছেন জনি। তাঁর প্রেমে নাকি সাড়াও দিয়েছিলেন ক্যামিল।
১৭১৭
পরে ক্যামিল এই বিষয়টিকে রটনা বলেই জানান। জনির সঙ্গে প্রেমের কথা অস্বীকার করেন তিনি। এই জল্পনা নিয়ে রোষও প্রকাশ করেছিলেন ক্যামিল। জানিয়েছিলেন, এই ধরনের রটনা খুবই হতাশাজনক। জনি শুধু মাত্র তাঁর বন্ধু এবং তাঁদের মধ্যে পেশাদার সম্পর্ক ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই। তাঁর জীবনে অন্য প্রেমিকপুরুষ আছে বলেও উল্লেখ করেছিলেন ক্যামিল।