Jo Jeeta Wohi Sikandar actor Mamik Singh who made debut with Aamir Khan, but his career got ruined dgtl
Mamik Singh
আমিরের সঙ্গে অভিনয় করে কেরিয়ার শুরু, কেন বলিপাড়া থেকে হঠাৎ উধাও হয়ে গেলেন অভিনেতা?
অভিনয়জগতে নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন বুনেছিলেন মামিক সিংহ। কিন্তু তাঁর বাবা-মা চাইতেন যে ভারতীয় সেনাদলে যুক্ত হন মামিক। কেরিয়ারে কোন পথে এগোবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৪:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
অভিনয় শুরু করেছিলেন পরিবারের অমতে। বলি অভিনেতা আমির খানের সঙ্গে প্রথম ছবি। হিন্দি ফিল্মজগতে পা রাখার সঙ্গে সঙ্গে পেয়ে যান রাতারাতি জনপ্রিয়তাও। কিন্তু একটি মাত্র ভুল সিদ্ধান্তের জন্য বলিপাড়া থেকে হঠাৎ উধাও হয়ে যান মামিক সিংহ।
০২১৫
১৯৬৩ সালের ৯ মে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম মামিকের। তাঁর আসল নাম হরনমীত মামিক সিংহ। তবে নব্বইয়ের দশক থেকে মামিক নামেই বেশি পরিচিত তিনি। কমার্স নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করতে শুরু করেন তিনি।
০৩১৫
অভিনয়জগতে নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন বুনেছিলেন মামিক। কিন্তু তাঁর বাবা-মা চাইতেন যে ভারতীয় সেনাদলে যুক্ত হন মামিক। কেরিয়ারে কোন পথে এগোবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত বন্ধুদের কথা শুনে মডেলিং করতে শুরু করেন মামিক।
০৪১৫
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, মামিকের বন্ধুরা তাঁকে জানিয়েছিলেন যে মডেলিংয়ের জন্য মামিকের শরীরী গঠন উপযোগী। এই কথা শুনে মডেলিংয়ে নেমে পড়েন মামিক। খুব কম সময়ের মধ্যেই মডেলিংজগতে নিজের পরিচিতি তৈরি করে ফেলেন তিনি।
০৫১৫
ধীরে ধীরে খ্যাতনামী বিজ্ঞাপনী সংস্থার প্রচারের মুখ হয়ে ওঠেন মামিক। বিজ্ঞাপনে অভিনয় করার পর তার জীবন অন্য দিকে মোড় নেয়। ‘জো জিতা ওহি সিকন্দর’ ছবিতে অভিনয়ের জন্য অডিশন দেন তিনি। অডিশন দেওয়ার পর পাশ করে যান তিনি।
০৬১৫
‘জো জিতা ওহি সিকন্দর’ ছবিতে আমির খানের দাদার চরিত্রে অভিনয়ের সুযোগ পান মামিক। এই ছবিটি মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে। মামিকও তাঁর কেরিয়ারের প্রথম ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে যান।
০৭১৫
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘জো জিতা ওহি …’ ছবিতে আমিরের দাদার চরিত্র হিসাবে প্রথম পছন্দ ছিলেন বলি অভিনেতা মিলিন্দ সোমান। কিন্তু কোনও কারণে মিলিন্দ সে ছবি থেকে বাদ পড়ে যাওয়ায় সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পান মামিক।
০৮১৫
কেরিয়ারের প্রথম ছবি হিট করার পর একাধিক হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন মামিক। বলিপাড়া সূত্রে খবর, মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছিলেন না বলে সব ছবির প্রস্তাবই খারিজ করে দেন তিনি। কিছু দিন পর অভিনয়ের প্রস্তাব পাওয়া বন্ধ হয়ে যায় অভিনেতার।
০৯১৫
২০০৭ সালে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে মামিক বলেছিলেন, ‘‘রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলাম বলে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এমনকি মাদকের নেশায় ডুবে গিয়েছিলাম এক সময়। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেক কিছু ধ্বংস হয়েছে। বন্ধুরা সাহায্য করেছিল বলে আবার ধীরে ধীরে অভিনয় শুরু করি আমি।’’
১০১৫
বড় পর্দায় অভিনয়ের সুযোগ না পেলে টেলিভিশনের দিকে ঝুঁকতে শুরু করেন মামিক। ‘চ্যাম্পিয়ন’, ‘সদমা’, ‘চন্দ্রকান্তা’, ‘যুগ’, ‘ইশশশ… কোয়ি হ্যায়’, ‘ভিকরাল অওর গবরাল’, ‘শাকা লাকা বুম বুম’, ‘কুসুম’, ‘ব্ল্যাক’, ‘এজেন্ট রাঘব— ক্রাইম ব্রাঞ্চ’-এর মতো একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেন তিনি।
১১১৫
নব্বইয়ের দশকে ‘আর ইয়া পার’, ‘দিল কে ঝারোকে মে’, ‘কোয়ি কিসিসে কম নহি’ ছবিতে অভিনয় করতে দেখা যায় মামিককে। কিন্তু প্রতিটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
১২১৫
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কয়া কেহনা’ ছবিতে অনুপম খের এবং প্রীতি জ়িন্টার মতো বলি তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ পান মামিক। ছবিটি মুক্তির পর সফল হলেও আলোর রোশনাইয়ের আড়ালেই থেকে যান তিনি।
১৩১৫
‘বিগ বস্’ এবং ‘সাবধান ইন্ডিয়া’র মতো শোয়ে অতিথি শিল্পী হিসাবে দেখা গিয়েছিল মামিককে। ২০২০ সালে ‘হু’স ইওর ড্যাডি’র দ্বিতীয় পর্বে অভিনয় করেছিলেন তিনি। ছোট পর্দায় তার পর আর দেখা যায়নি মামিককে।
১৪১৫
ওয়েব সিরিজ়েও ছোটখাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পান মামিক। ‘রঙ্গমঞ্চ’ এবং ‘স্ক্যাম ১৯৯২— দ্য হরশদ মেহতা স্টোরি’ নামের দু’টি ওয়েব সিরিজ়ে অভিনয় করেন তিনি।
১৫১৫
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেল বটম’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয়ের সুযোগ পান মামিক। অক্ষয়ের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন বাণী কপূর, লারা দত্ত এবং হুমা কুরেশি। এই ছবিতেও খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি মামিককে। ‘বেল বটম’ ছবিতে অভিনয়ের পর আর বড় পর্দায় দেখা মেলেনি অভিনেতার।