Advertisement
২৪ জানুয়ারি ২০২৫
ISRO Future Projects

‘মহাকাশে মানুষ’ থেকে ‘পৃথিবীতে উঁকি’! এক বছরে আর কী করে দেখাবে ইসরো? গুচ্ছ পরিকল্পনা

একগুচ্ছ পরিকল্পনা রয়েছে ইসরোর। ২০২৪ সালের মধ্যে প্রায় ডজনখানেক প্রকল্প তাদের হাতে রয়েছে। তার মধ্যে অন্যতম বৃহৎ প্রকল্পটির নাম গগনযান। যার মাধ্যমে মহাকাশে মানুষ পাঠানো হবে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩ ০৮:১২
Share: Save:
০১ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

অগস্ট মাসে ইতিহাস সৃষ্টি করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তাদের তৈরি ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে পা রেখেছে। তার পর ল্যান্ডারের পেট থেকে বেরিয়েছে রোভার প্রজ্ঞান।

০২ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

চন্দ্রযান-৩-এর রোভার চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে প্রায় ১০ দিন ঘুরে বেরিয়েছে। নানা তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছে। তার পর চাঁদের মাটিতেই চিরঘুমে ডুবে গিয়েছে।

০৩ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদে মহাকাশযান পাঠিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে ইসরোই প্রথম। এই নজিরের পর আরও একগুচ্ছ প্রকল্প হাতে নিয়ে রেখেছে ইসরো।

০৪ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

নাসার সঙ্গে যৌথ ভাবে সিন্থেটিক অ্যাপারচার র‌্যাডার মিশনে কাজ করছে ইসরো। সংক্ষেপে এই মিশনের নাম নিসার (নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার র‌্যাডার মিশন)। এটি প্রথম দ্বৈত-ব্যান্ড র‌্যাডার ইমেজিং স্যাটেলাইট।

০৫ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে পরিদর্শন করে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে এই কৃত্রিম উপগ্রহ। মহাকাশ গবেষণায় নাসা এবং ইসরোর এই যৌথ প্রচেষ্টার দিকে নজর থাকবে গোটা বিশ্বের।

০৬ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

ইসরোর তালিকায় আরও একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে। যা ২০২৪ সালে উৎক্ষেপণের কথা। সেই স্যাটেলাইটের নাম ইনস্যাট-থ্রিডিস্‌। এটি কথোপকথনের কাজে ব্যবহৃত হবে।

০৭ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

এই কৃত্রিম উপগ্রহটি ভারতীয় স্যাটেলাইট সিস্টেম সিরিজ়ের অন্তর্গত। আবহাওয়ার গতিপ্রকৃতি এবং বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এটি কাজে লাগবে।

০৮ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

ইসরোর তালিকায় আরও দু’টি কৃত্রিম উপগ্রহ রয়েছে। সেগুলি নিয়ে কাজ চলছে। ২০২৪ সালে ইসরো উৎক্ষেপণ করতে পারে রিস্যাট-১বি এবং রিসোর্স্যাট-৩। দেশের রিমোট সেন্সিং সক্ষমতা বৃদ্ধি করতে কাজে লাগবে এগুলি।

০৯ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

টিডিএস০১ এবং স্পেডেক্স নামে দু’টি প্রকল্প ইসরোর হাতে আছে। চাঁদে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গবেষণা এবং ভবিষ্যতের চন্দ্র অভিযানে সাহায্য করবে এই প্রকল্প।

১০ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

ইসরোর আরও একটি আগামী প্রকল্পের নাম ওশানস্যাট-৩এ। সমুদ্র গবেষণা এবং পরিবেশ নিয়ে চর্চা করতে কাজে লাগবে এই প্রকল্প থেকে সংগৃহীত তথ্য।

১১ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কাজ করছে জিস্যাট-২০ প্রকল্পেও। যা দেশের টেলি যোগাযোগ ব্যবস্থায় নতুন জোয়ার আনতে পারে। ২০২৪ সালের মধ্যেই এই প্রকল্পকে দিশা দিতে চায় ইসরো।

১২ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

ইসরোর আরও একটি প্রকল্পের নাম এনভিএস-০২। নেভিগেশন ব্যবস্থা উন্নত করার কাজে লাগবে এই স্যাটেলাইট। বিজ্ঞানীরা দিনরাত এর জন্য পরিশ্রম করছেন।

১৩ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আগামী বছরে রিইউজ়েবল লঞ্চ ভেহিক্‌ল (আরএলভি)-এর কাজ সম্পূর্ণ করতে চলেছে। মহাকাশ গবেষণা কী ভাবে কম খরচে করা যায়, তা নির্দিষ্ট করবে এই প্রকল্প।

১৪ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

২০২৪ সালে ইসরোর হাতে বড় প্রকল্পগুলির মধ্যে অন্যতম গগনযান। এর মাধ্যমে মহাকাশে মহাকাশচারী পাঠাতে চায় ইসরো। সেই অনুযায়ী মহাকাশযানটি প্রস্তুত করা হচ্ছে।

১৫ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

২০২৪ সালের প্রথমার্ধেই গগনযান মহাকাশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরোর। গগনযানে সর্বাপেক্ষা তিন জন মানুষ উঠতে পারবেন। এই প্রকল্পের ভবিষ্যৎও নির্ধারিত হতে পারে আগামী বছরেই।

১৬ ১৬
ISRO has plans to launch big missions in 2024 dgtl

এর আগে ভারত কখনও কোনও মানুষকে মহাকাশে পাঠায়নি। গগনযান অভিযান সফল হলে ইসরোর খাতায় তা আরও এক নতুন পালক জুড়ে দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy