Rory van Ulft, 7-year-old weightlifter is the world's 'strongest girl ever' dgtl
Rory van Ulft
পছন্দ ট্যাটু ও ডিজনিল্যান্ড, ৭ বছরেই অবলীলায় ৮০ কেজি ওজন তুলে বাজিমাত খুদে ভারোত্তোলকের
একরত্তি রোরি জানিয়েছে, সে নিজে ভারোত্তোলনের তুলনায় জিমন্যাস্টিক্স বেশি পছন্দ করে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ১৩:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
বয়স মাত্র ৭। তাতেই তাক লাগিয়ে দিচ্ছে রোরি ভ্যান উলফ্ট। অবলীলায় তুলে ফেলছে ৮০ কেজি ওজন!
০২১৬
খুদে রোরি একজন ভারোত্তোলক। প্রশিক্ষণ শুরু করেছিল ৫ বছর বয়সে।
০৩১৬
৫ বছর পূর্তির জন্মদিনের পর থেকেই জিমে যাওয়া শুরু করেছিল রোরি।
০৪১৬
তার পর ২ বছর ধরে তার নিয়মিত প্রশিক্ষণ চলছে। প্রতি সপ্তাহে গড়ে ৪ ঘণ্টা করে ভারোত্তোলন অনুশীলন করে সে।
০৫১৬
পাশাপাশি, প্রতি সপ্তাহে গড়ে ৯ ঘণ্টা করে জিমন্যাস্টিক্সের প্রশিক্ষণও চলে রোরি-র।
০৬১৬
অনুশীলনের উপযুক্ত সাজপোশাক তো সে করেই। তার সঙ্গে একটা নকল ট্যাটু লাগায় হাতে। সেখানে লেখা থাকে ‘ইটস কুল!’ এ ছাড়া আরও ট্যাটু আছে তার হাতে ও ঘাড়ে। রকমারি ট্যাটু খুবই পছন্দ তার।
০৭১৬
আমেরিকায় যুব জাতীয় প্রতিযোগিতায় ইতিমধ্যেই বাজিমাত করেছে রোরি। অনূর্ধ্ব ১১ এবং অনূর্ধ্ব ১৩ বিভাগে বিজয়ী হয়েছে।
০৮১৬
আমেরিকার যুব জাতীয় প্রতিযোগিতায় সে-ই কনিষ্ঠতম চ্যাম্পিয়ন।
০৯১৬
রোরি-র বাবা ক্যাভানের দাবি, এর আগে বিশ্বের কোনও ৭ বছর বয়সি বালক বা বালিকা এই নজির রাখতে পারেনি।
১০১৬
নিজের মেয়েকেই পৃথিবীর ইতিহাসে বলিষ্ঠতম ৭ বছর বয়সি শিশু বলতে চান রোরি-র বাবা।
১১১৬
শুধু ভারোত্তোলনই নয়। স্থানীয় প্রতিযোগিতায় জিমন্যাস্টিক্সেও খেতাব পেয়েছে রোরি।
১২১৬
একরত্তি রোরি অবশ্য জানিয়েছে, সে নিজে ভারোত্তোলনের তুলনায় জিমন্যাস্টিক্স বেশি পছন্দ করে।
১৩১৬
তার কথায়, মাথার উপর ভারী জিনিস তুলে ধরার থেকে বেশি ভাল লাগে জিমন্যাস্টিক্সে শারীরিক কসরতের কারসাজি দেখাতে।
১৪১৬
রোরি-র ভারোত্তোলনের বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।