Indoor Plants: Which indoor plants can purify air dgtl photogallery
Indoor Plant
Indoor Plants: শ্বাসকষ্টে ভুগছেন? কোন গাছ ঘরে রাখলে সমস্যা কমবে, জানাচ্ছে ‘নাসা’
ঘরের ভিতরের গাছ দিনের আলোয় কার্বন ডাই আক্সইডকে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনে পরিণত করে। শুধু তাই নয়, কোনও কোনও গাছ বেনজিন, ফর্মালডিহাইডের মতো দূষিত পদার্থকেও বাতাস থেকে টেনে নেয়।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৬:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
ঘরের ভিতরে সব ধরনের গাছ রাখা যায় না। কম আলোয় বাঁচতে পারে যে গাছ, রাখতে হয় সেগুলিই।
ছবি: সংগৃহীত
০২১৪
ঘরের ভিতরের গাছ দিনের আলোয় কার্বন ডাই আক্সইডকে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনে পরিণত করে। শুধু তাই নয়, কোনও কোনও গাছ বেনজিন, ফর্মালডিহাইডের মতো দূষিত পদার্থকেও বাতাস থেকে টেনে নেয়।
০৩১৪
যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে, এই ধরনের বাতাস পরিশুদ্ধকারী গাছ তাঁদের নানা উপকার করতে পারে।
০৪১৪
‘নাসা’-র তরফে এক গবেষণা চালানো হয় এই ধরনের গাছ নিয়ে। গবেষণায় বেশ কয়েকটি গাছকে এই তালিকায় রাখা হয়। দেখে নেওয়া যাক তার মধ্যে অন্যতম কোনগুলি।
০৫১৪
স্প্যাথিফাইলাম (পিস লিলি): বেনজিন, ফর্মালডিহাইড থেকে অ্যামোনিয়া— বাতাস থেকে বেশির ভাগ দূষিত পদার্থই টেনে নিতে পারে এই গাছ। তবে এর পাতা শিশু এবং পোষ্যদের শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে।
০৬১৪
আইভি লতা: বাড়ির দেওয়ালে অনেকে এই গাছ লাগান। কিন্তু গ্রীষ্মপ্রধান দেশে ঘরের ভিতরে রাখাই ভাল। তাতে বাতাসও পরিশুদ্ধ হয়।
০৮১৪
স্পাইডার প্লান্ট: এই গাছ ঘরের ভিতরে বাঁচানো খুব সহজ। ফর্মালডিহাইড এবং জাইলেনের মতো দূষিত পদার্থ বাতাস থেকে টেনে নেয় এই গাছ। শিশু এবং পোষ্যরাও নিরাপদ এই গাছ থেকে।
০৯১৪
মানি প্লান্ট (পথোস): বহু বাড়িতেই এই গাছ থাকে। একে বাঁচানোর জন্যও বিশেষ পরিশ্রম করতে হয় না। এমনকি মাটিও লাগে না এই গাছ বাঁচাতে। শুধু জলে রেখে দিলেও বেঁচে থাকে।
১১১৪
পার্লার পাম: বহু ধরনের পাম গাছ হয়। তার মধ্যে পার্লার পাম প্রজাতিটি ঘরের বাতাস পরিশুদ্ধ করতে সবচেয়ে কাজের। লেডি পাম এবং বাম্বু পামও এর কাছাকাছি থাকবে।
১২১৪
রাবার গাছ: এটিও অত্যন্ত পরিচিত গাছ। অনেকের বাড়িতেই থাকে। এই গাছ বাতাস পরিশুদ্ধও করতে পারে। ফর্মালডিহাইড জাতীয় দূষিত পদার্থ টেনে নিতে এর জুড়ি নেই।
১৩১৪
অ্যান্থুরিয়াম (ফ্ল্যামিংগো লিলি): এটিও স্প্যাথিফাইলাম গোত্রের গাছ। কিন্তু এর ফুলের রং আলদা। অন্দরসজ্জা এবং বাতাস পরিশুদ্ধ করা— দু’টিই করতে পারে এই গাছ।
১৪১৪
অ্যালো ভেরা: নানা গাছ লাগে এই গাছের রস। তার পাশাপাশি ঘরের বাতাস থেকে দূষিত পদার্থ সাফ করার কাজও ভালই পারে এই গাছ।