এ যেন ‘স্বার্থপর দৈত্য’র বাগানের বিরাট উঁচু পাঁচিল! দুর্ভেদ্য সেই দেওয়াল টপকে ভিতর ঢোকা তো দূরে থাক, উঁকিঝুঁকি মারার জো পর্যন্ত ছিল না! এ বার সীমান্তে ওই ধাঁচেরই প্রাচীর তোলার পরিকল্পনা করেছে নয়াদিল্লি। ‘কাজ শেষ’ হলে বিমান-কামান-ক্ষেপণাস্ত্র বা ড্রোন তো বটেই, ‘মাছি’ পর্যন্ত যে গলার সাহস পাবে না, তা বলাই বাহুল্য।
নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে দেশের আকাশকে পুরোপুরি ঢেকে ফেলতে ফের এক বার ‘চিরকালীন বন্ধু’ রাশিয়ার শরণাপন্ন হয়েছে ভারত। মস্কোর থেকে দূরপাল্লার (লং রেঞ্জ) ‘ভোরোনেজ়’ রাডার ব্যবস্থা পেতে চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চালাচ্ছে নয়াদিল্লি। শেষ পর্যন্ত এ ব্যাপারে সবুজ সঙ্কেত মিললে ৪০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তিতে সই করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।