শৈল্পিক প্রকাশের সর্বোচ্চ রূপ হিসেবে নগ্নতাকে ধরা হয়। যদিও শিল্পে নগ্নতা এবং তার সমালোচনা এসেছে হাত ধরাধরি করে। তা সে ফিদা হুসেনের নগ্ন সরস্বতী হোক কিংবা হালে রণবীর সিংহের নগ্ন ফটোশ্যুট। তবে শত বিতর্কের মাঝে এ দেশেই ৫০ বছর ধরে বসে রয়েছে বিশ্বের অন্যতম তথা দেশের উচ্চতম নগ্ন শিল্পকর্ম— যক্ষী।