Things to know about Jaideep Ahlawat, Career & Personal Life of Hathiram Chaudhary from ‘Paatal Lok 2’ dgtl
Jaideep Ahlawat
কলেজ জুনিয়রের সঙ্গে প্রেম, শুটিংয়ের জন্য বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছিলেন ‘পাতাল লোক’-এর হাতিরাম
২০২০ সালের মে মাসে ওটিটির পর্দায় মুক্তি পায় ‘পাতাল লোক’ নামের ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়ন। এই সিরিজ়ে অভিনয়ের পর রাতারাতি জনপ্রিয়তা পান জয়দীপ। তার পর ‘অ্যান অ্যাকশন হিরো’, ‘থ্রি অফ আস’, ‘জানে জান’ এবং ‘মহারাজ’ ছবিতে অভিনয় করেছেন তিনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
মাঝে পাঁচ বছরের বিরতি। কোভিড অতিমারির পর কেটে গিয়েছে বহু বছর। কিন্তু চরিত্রের মধ্যে বাঁচবেন বলে অতিমারির পর এক দিনও ছুটি কাটাননি। পারিশ্রমিকও বাড়িয়ে ফেলেছেন ৫০ গুণ। শোনা যায়, শুটিংয়ের জন্য নিজের বিয়ের তারিখও নাকি পিছিয়ে দিয়েছিলেন বলি অভিনেতা জয়দীপ আহলাওয়াত। ‘পাতাল লোক’-এর হাতিরাম নামেও তিনি পরিচিত।
০২২০
২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘পাতাল লোক’ নামের ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়ন। এই সিরিজ়ে পুলিশকর্মীর চরিত্রে অভিনয় করে বহুল প্রশংসা কুড়িয়েছিলেন জয়দীপ। চরিত্রের নাম হাতিরাম চৌধরি হিসাবেই পরিচিতি পেতে শুরু করেন তিনি।
০৩২০
প্রায় পাঁচ বছর বিরতির পর চলতি বছরের জানুয়ারি মাসে ওটিটির পর্দায় মুক্তি পায় ‘পাতাল লোক’ সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন। এই সিজ়নেও মুখ্যচরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে পাঁচ বছরের বিরতিতে বড় রকমের হেরফের এসেছে জয়দীপের পারিশ্রমিকে।
০৪২০
বলিপাড়া সূত্রে খবর, ‘পাতাল লোক’-এর প্রথম সিজ়নে অভিনয় করে ৪০ লক্ষ টাকা উপার্জন করেছিলেন জয়দীপ। অন্দরমহলে কান পাতলে শোনা যায়, তাঁর পারিশ্রমিক নাকি ৫০ গুণ বৃদ্ধি পেয়েছে।
০৫২০
বলিউডের গুঞ্জন, ‘পাতাল লোক’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে অভিনয় করে ২০ কোটি টাকা পারিশ্রমিক আদায় করেছেন জয়দীপ। জানা যায়, এই পারিশ্রমিক বৃদ্ধি শুধুমাত্র ‘পাতাল লোক’-এর জন্যই। বড় পর্দার জন্য নয়।
০৬২০
১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে হরিয়ানায় এক মধ্যবিত্ত পরিবারে জন্ম জয়দীপের। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেছেন তিনি। তাঁর বাবা পেশায় স্কুলশিক্ষক ছিলেন। শৈশব থেকেই সেনাবাহিনীতে যোগ দিতে চাইতেন জয়দীপ। কিন্তু ইন্টারভিউয়ে বার বার ব্যর্থ হতেন তিনি।
০৭২০
২০০৫ সালে ইংরেজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন জয়দীপ। কলেজে পড়াশোনা চলাকালীন থিয়েটারের দলের সঙ্গে যুক্ত হন তিনি। পঞ্জাব এবং হরিয়ানার বিভিন্ন জায়গায় নাটকও করেছেন তিনি। সেখান থেকেই অভিনয়ের প্রতি প্রেম জন্মায় জয়দীপের।
০৮২০
অভিনয় শিখবেন বলে হরিয়ানা থেকে পুণে চলে যান জয়দীপ। সেখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-য় ভর্তি হন তিনি। ২০০৮ সালে সেখান থেকে উত্তীর্ণ হন জয়দীপ। রাজকুমার রাও, বিজয় বর্মা, সানি হিন্দুজার মতো বলি তারকারা সহপাঠী ছিলেন জয়দীপের।
০৯২০
কানাঘুষো শোনা যায়, এফটিআইআইয়ে পড়ার সময় এক জুনিয়রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন জয়দীপ। সেই তরুণীর নাম জ্যোতি হুদা। কলেজ পাশ করার পর জ্যোতিকে বিয়ে করতে চান জয়দীপ। তাঁদের বিয়ের তারিখও ঠিক হয়ে যায়। সেই সময়েই কেরিয়ারের প্রথম ছবিতে অভিনয়ের প্রস্তাব পান জয়দীপ। প্রথম সুযোগ হাতছাড়া করবেন না বিয়ের তারিখ পিছিয়ে দেন অভিনেতা।
১০২০
কলেজে পড়ার সময় জয়দীপের কাছের বন্ধু ছিলেন বলি অভিনেতা বিজয় বর্মা। ‘দ্য হলিউড রিপোর্টার’কে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে জয়দীপের বিয়ের প্রসঙ্গে বলেছিলেন, ‘‘জয়দীপ যখন আমাদের জানাল যে ও বিয়ে করবে, আমরা খুব খুশি হয়েছিলাম। বন্ধুদের মধ্যে ও-ই প্রথম যার বিয়ে হচ্ছিল। আমাদের উত্তেজনা তুঙ্গে থাকলেও পকেট ছিল গড়ের মাঠ। তবুও আমরা ওর বিয়ের জন্য টাকা জমিয়ে জামাকাপড় কিনেছিলাম। ট্রেনের টিকিট কেটেছিলাম। কিন্তু বিয়ের এক সপ্তাহ আগেই ও সিনেমায় অভিনয়ের ডাক পেল।’’
১১২০
২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অক্ষয় কুমারের ছবি ‘খট্টা মিঠা’। এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন জয়দীপ। কেরিয়ারের প্রথম ছবি তাঁর। ছবির শুটিংয়ের দিন এবং বিয়ের তারিখ একই সময়ে পড়েছিল জয়দীপের। ছবিনির্মাতারা জয়দীপকে অনুরোধ করেছিলেন যে, এক সপ্তাহ পর বিয়ে করতে। কেরিয়ার গড়ার জন্য বিয়ের তারিখ পিছিয়েও দিয়েছিলেন জয়দীপ। একই বছর অজয় দেবগন অভিনীত ‘আক্রোশ’ ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।
১২২০
বিজয় জানিয়েছিলেন, অর্থাভাবের কারণে আবার টিকিট কাটার সামর্থ্য ছিল না তাঁদের। তাই জয়দীপের বিয়েতে যেতে পারেননি তাঁরা। বিয়ের পর নাকি বন্ধুদের সঙ্গে ছ’-সাত মাস কথা বলা বন্ধ রেখেছিলেন জয়দীপ। তার পর দেখা হলে মনখারাপ করে জানিয়েছিলেন, তাঁর কোনও বন্ধু বিয়েতে উপস্থিত ছিলেন না বলে কষ্ট পেয়েছিলেন তিনি।
১৩২০
বড় পর্দায় অভিনয় করবেন বলে সোজা মুম্বই চলে যান জয়দীপ। ‘রকস্টার’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘গব্বর ইজ় ব্যাক’, ‘কম্যান্ডো: অ্যা ওয়ান ম্যান আর্মি’, ‘রইস’, ‘রাজ়ি’, ‘বাঘি ৩’-এর মতো একাধিক হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে বড় পরিসরে তিনি পরিচিতি পান ‘পাতাল লোক’-এ অভিনয়ের পর।
১৪২০
২০২০ সালের মে মাসে ওটিটির পর্দায় মুক্তি পায় ‘পাতাল লোক’ নামের ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়ন। এই সিরিজ়ে অভিনয়ের পর রাতারাতি জনপ্রিয়তা পান জয়দীপ। তার পর ‘অ্যান অ্যাকশন হিরো’, ‘থ্রি অফ আস’, ‘জানে জান’ এবং ‘মহারাজ’ ছবিতে অভিনয় করেছেন তিনি।
১৫২০
‘পাতাল লোক’-এর পাশাপাশি ‘বার্ড অফ ব্লাড’, ‘দ্য ব্রোকেন নিউজ়’, ‘দ্য ব্রোকেন নিউজ় ২’ নামের ওয়েব সিরিজ়েও অভিনয় করতে দেখা গিয়েছে জয়দীপকে। শোনা যায়, ‘মহারাজ’ ছবির শুটিংয়ের সময় পাঁচ মাসের মধ্যে ২৬ কেজি ওজন কমিয়েছিলেন তিনি। ১০৯ কেজি ওজন ছিল জয়দীপের। পাঁচ মাসের মধ্যে তাঁর ওজন হয়েছিল ৮৩ কেজি।
১৬২০
এক পুরনো সাক্ষাৎকারে জয়দীপ জানিয়েছিলেন যে, বলি অভিনেত্রী আলিয়া ভট্ট নাকি তাঁর ফোন নম্বর ব্লক করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। জয়দীপ বলেছিলেন, ‘‘এখনও পর্যন্ত তাঁর অভিনীত প্রায় আশি শতাংশ কাজই তিনি মুক্তির পর দেখেননি। কিন্তু ‘রাজ়ি’ দেখেছিলাম। কারণ, আলিয়া এবং মেঘনা আমার মোবাইল নম্বর ব্লক করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তার পর আমি চতুর্থ প্রদর্শনে ছবিটা দেখি।’’
১৭২০
‘দ্য কুইন্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়দীপ বলেছেন, ‘‘পাতাল লোক মুক্তি পাওয়ার পর আমার জীবন বদলে যায়। ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী অভিনেতা হিসাবে আমার পরিচিতি তৈরি হয়। মানুষ হিসাবে আমি যে ভালবাসা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতার অন্ত নেই। অভিনেতা হিসাবে নিজের প্রতি বিশ্বাস জন্মেছে। এখন হাতে কোনও স্ক্রিপ্ট পাওয়ার পর কঠিন মনে হলেও মন বলে, আমি উতরে দিতে পারব।’’
১৮২০
সাক্ষাৎকারে জয়দীপ জানিয়েছেন যে, ‘পাতাল লোক’ মুক্তি পাওয়ার পর পেশাগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। কোভিড অতিমারির পর ছুটি নিয়ে তিনি নাকি কোথাও বেড়াতেও যাননি।
১৯২০
২০১৮ সালে ‘রাজ়ি’তে অভিনয়ের পর আর কাজ পাচ্ছিলেন না জয়দীপ। এক পুরনো সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘সবাই ‘রাজ়ি’ ছবিতে আমার অভিনয় দেখে প্রশংসা করেছিলেন। কিন্তু আমি কোনও কাজ পাচ্ছিলাম না। অবাক লাগছিল আমার। বার বার মনে প্রশ্ন জাগছিল যে, আমি কোথাও কোনও ভুল করে ফেলেছি কি না।’’
২০২০
জয়দীপ জানিয়েছিলেন, ‘পাতাল লোক’ মুক্তির পর তিনি অভিনয়ের বহু প্রস্তাব পেয়েছেন। কিন্তু সব চরিত্রের গঠন একই ধরনের। পুলিশকর্মীর চরিত্রে অভিনয়ের প্রস্তাবই বেশি পেতেন জয়দীপ। তাই অন্য ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে জয়দীপের।