Advertisement
০৪ এপ্রিল ২০২৫
Priyanka Chopra Jonas

২৩ বছর পর আবার ইন্ডাস্ট্রিতে! কোন ছবিতে অভিনয় করতে ৩০ কোটি টাকা নিচ্ছেন বলি নায়িকা?

দীপিকার পরে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের তালিকায় জায়গা করে নেন আলিয়া ভট্ট। বলিপাড়ার জনশ্রুতি, অভিনয় করতে ছবিপ্রতি ১৫ কোটি টাকা উপার্জন করেন আলিয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১০:৫৫
Share: Save:
০১ ১৬
একই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন, অথচ নায়িকার তুলনায় ঢের বেশি পারিশ্রমিক পাচ্ছেন নায়ক। পারিশ্রমিকের ব্যবধান নিয়ে বিতর্ক বলিপাড়ায় বহু দিন ধরে চলে আসছে। তবে যে নায়িকা দীর্ঘ ২৩ বছর পর আবার ফিরে এলেন, সেই নায়িকাই বর্তমানে হয়ে উঠলেন ‘সবচেয়ে দামি’ ভারতীয় অভিনেত্রী!

একই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন, অথচ নায়িকার তুলনায় ঢের বেশি পারিশ্রমিক পাচ্ছেন নায়ক। পারিশ্রমিকের ব্যবধান নিয়ে বিতর্ক বলিপাড়ায় বহু দিন ধরে চলে আসছে। তবে যে নায়িকা দীর্ঘ ২৩ বছর পর আবার ফিরে এলেন, সেই নায়িকাই বর্তমানে হয়ে উঠলেন ‘সবচেয়ে দামি’ ভারতীয় অভিনেত্রী!

০২ ১৬
Deepika Padukone

বলিপাড়া সূত্রে খবর, পারিশ্রমিকের দিক থেকে বিচার করলে বলিপাড়ার ‘সবচেয়ে দামি’ নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। জানা যায়, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অভিনয় করে ২০ কোটি টাকা আয় করেছিলেন তিনি।

০৩ ১৬
Alia Bhatt

দীপিকার পরে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের তালিকায় জায়গা করে নেন আলিয়া ভট্ট। বলিপাড়ার জনশ্রুতি, অভিনয় করতে ছবিপ্রতি ১৫ কোটি টাকা উপার্জন করেন আলিয়া।

০৪ ১৬
Samantha Ruth Prabhu and Nayanthara

কানাঘুষো শোনা যায় যে, ক্যাটরিনা কইফ এবং করিনা কপূরের মতো বলি নায়িকার পাশাপাশি সামান্থা রুথ প্রভু এবং নয়নতারার মতো বড় মাপের দক্ষিণী অভিনেত্রীরাও ছবিপ্রতি ১০ কোটি টাকা বা তার কাছাকাছি পারিশ্রমিক পান।

০৫ ১৬
Priyanka Chopra Jonas

তবে বলিপাড়া এবং দক্ষিণী জগতের সকল অভিনেত্রীকে পারিশ্রমিকের দিক থেকে টেক্কা দিয়েছেন অন্য এক নায়িকা। তিনি প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

০৬ ১৬
Priyanka Chopra Jonas

প্রিয়ঙ্কা অভিনয়জগতে পা রেখেছিলেন দক্ষিণী ছবির মাধ্যমে। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘থামিজান’ নামের তামিল ভাষার ছবির মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন প্রিয়ঙ্কা। এই ছবিতে দক্ষিণী অভিনেতা বিজয়ের সঙ্গে দেখা যায় প্রিয়ঙ্কাকে। তার পর আর দক্ষিণের ছবিতে অভিনয় দেখা যায়নি তাঁর। বলিপাড়ায় চলে গিয়েছিলেন তিনি।

০৭ ১৬
Priyanka Chopra Jonas

২০১৬ সালে মু্ক্তি পাওয়া ‘জয় গঙ্গাজল’ নামের হিন্দি ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। তার পর বলিপাড়াকে এক রকম বিদায়ই জানিয়ে দেন অভিনেত্রী।

০৮ ১৬
Priyanka Chopra Jonas with her husband Nick Jonas

২০১৮ সালে হলি গায়ক নিক জোনাসকে বিয়ে করে বিদেশে স্থায়ী ভাবে ঠিকানা গড়ে ফেলেন প্রিয়ঙ্কা। তার পর অধিকাংশ সময় হলিউডের সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে তাঁকে।

০৯ ১৬
Priyanka Chopra Jonas

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে হলিউডে কেরিয়ার শুরু করেন প্রিয়ঙ্কা। তার পর ‘আ কিড লাইক জেক’, ‘ইজ়ন’ট ইট রোম্যান্টিক’, ‘উই ক্যান বি হিরোজ়’, ‘লভ এগেন’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্‌স’ নামের একাধিক হলিউডি ছবিতে অভিনয় করেছেন তিনি।

১০ ১৬
Priyanka Chopra Jonas

‘দ্য জঙ্গল বুক’ এবং ‘ফ্রোজ়েন ২’-এর মতো জনপ্রিয় হলিউডি ছবির হিন্দি ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন প্রিয়ঙ্কা। ইংরেজি ভাষায় একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও অভিনয় দেখা গিয়েছে তাঁর। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও হাত লাগিয়েছেন তিনি।

১১ ১৬
Priyanka Chopra Jonas

‘কোয়ান্টিকো’ এবং ‘সিটাডেল’ সিরিজ়ে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন প্রিয়ঙ্কা। তবে বিয়ের পর তাঁর অধিকাংশ কাজই হলিউড ঘেঁষা। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘সিটাডেল’ ওয়েব সিরিজ়েই শেষ অভিনয় দেখা গিয়েছে প্রিয়ঙ্কার।

১২ ১৬
Priyanka Chopra Jonas

বলিপাড়া সূত্রে খবর, ‘সিটাডেল’ ওয়েব সিরিজ়ে অভিনয় করতে ৫০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ কোটি টাকা) আয় করেছেন প্রিয়ঙ্কা। তবে এই পারিশ্রমিক তিনি ছ’পর্বের আমেরিকান সিরিজ়ে অভিনয় করে পেয়েছেন।

১৩ ১৬
Priyanka Chopra Jonas

২০১৬ সালের পর ন’বছর কেটে গিয়েছে। কিন্তু বলিপাড়ায় আর দেখা যায়নি প্রিয়ঙ্কাকে। বলিপাড়ার গুঞ্জন, আলিয়া ভট্ট এবং ক্যাটরিনা কইফের সঙ্গে ‘জি লে জ়ারা’ নামের হিন্দি ছবিতে অভিনয়ের কথা প্রিয়ঙ্কার। তবে সেই কাজ পিছিয়ে গিয়েছে।

১৪ ১৬
Priyanka Chopra Jonas

প্রিয়ঙ্কার কেরিয়ারের প্রথম ছবি ২০০২ সালে। ২৩ বছর পর আবার সেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই ফিরছেন তিনি। জানা গিয়েছে, এসএস রাজামৌলির পরিচালনায় একটি তেলুগু ছবিতে অভিনয় করছেন প্রিয়ঙ্কা। সেই ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে।

১৫ ১৬
Priyanka Chopra Jonas

রাজামৌলি পরিচালিত তেলুগু ছবিটির নাম ‘এসএসএমবি২৯’। এই ছবিতে দক্ষিণী নায়ক মহেশ বাবুর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রিয়ঙ্কাকে।

১৬ ১৬
Priyanka Chopra Jonas

কানাঘুষো শোনা যাচ্ছে যে, ‘এসএসএমবি২৯’ ছবিতে অভিনয় করতে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়ঙ্কা, যা দীপিকা এবং আলিয়ার মতো নায়িকাদের পারিশ্রমিককেও ছাপিয়ে গিয়েছে। বর্তমানে পারিশ্রমিকের দিক থেকে ভারতীয় নায়িকাদের তালিকায় শীর্ষে নাম লিখিয়ে ফেলেছেন প্রিয়ঙ্কা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy