Indian Cricketer Yashasvi Jaiswal crated world record during India-England test series in Rajkoat dgtl
Yashasvi jaiswal
নজিরবিহীন! ১৪৭ বছরের ক্রিকেট ইতিহাসে যা কেউ করতে পারেননি সেটাই করে দেখালেন যশস্বী
বিশ্বরেকর্ড করেছেন যশস্বী জয়সওয়াল। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেছেন তিনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লেখালেন ভারতীয় তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়— টপকে গেলেন সবাইকে। কী এমন করলেন তিনি?
০২১৬
বিশ্বরেকর্ড করেছেন যশস্বী জয়সওয়াল। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেছেন তিনি।
০৩১৬
২১৪ রানের ইনিংস গড়ার পথে এমন একটি বিশ্বরেকর্ড করেছেন তিনি, যা টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম বার হয়েছে। কী এমন কীর্তি গড়েছেন ভারতের বাঁ হাতি ওপেনার?
০৪১৬
রাজকোটে দ্বিতীয় ইনিংসে ১২টি ছক্কা মেরেছেন যশস্বী, যা টেস্টের এক ইনিংসে মারা যুগ্ম সর্বাধিক ছক্কা।
০৫১৬
টেস্টে এক ইনিংসে এত দিন এই রেকর্ড ছিল ওয়াসিম আক্রমের দখলে। ১৯৯৬ সালে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এক ইনিংসে ১২টি ছক্কা মেরেছিলেন তিনিও।
০৬১৬
vরাজকোটে ১২টি ছক্কা মেরেছেন যশস্বী। ডিক্লেয়ার না করে দিলে আক্রমকে টপকে একক ভাবে সব থেকে বেশি ছক্কা মারার অধিকারী হতেও পারতেন তিনি।
০৭১৬
ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টের ছ’টি ইনিংস মিলিয়ে ২২টি ছক্কা মেরেছেন যশস্বী। এটিই সেই বিশ্বরেকর্ড।
০৮১৬
১৪৭ বছরের ক্রিকেট ইতিহাসে এর আগে কোনও ব্যাটার একটি সিরিজ়ে ২০ বা তার বেশি ছক্কা মারতে পারেননি।
০৯১৬
এত দিন এই রেকর্ড রোহিত শর্মার দখলে ছিল। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ়ে ১৯টি ছক্কা মেরেছিলেন তিনি।
১০১৬
সেই রেকর্ড ভেঙে দিয়েছেন যশস্বী। এখনও সিরিজ়ের দু’টি টেস্ট বাকি। অর্থাৎ, সিরিজ় শেষে ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার সুযোগ রয়েছে যশস্বীর।
১১১৬
একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দু’টি দ্বিশতরান করেছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি, সুনীল গাওস্কর, বিনোদ কাম্বলি, গুন্ডাপ্পা বিশ্বনাথ, রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পুজারা ও মনসুর আলি খান পটৌডির একটি করে দ্বিশতরান রয়েছে।
১২১৬
সবাইকে টপকে গিয়েছেন যশস্বী। তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দু’টি দ্বিশতরান করেছেন যশস্বী। এই আগে এই রেকর্ড ছিল বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির দখলে।
১৩১৬
প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে নিজের প্রথম তিনটি শতরানকেই ১৫০-এর বেশি রানে নিয়ে গিয়েছেন যশস্বী।
১৪১৬
ভারতীয় বাঁ হাতি ব্যাটারদের মধ্যে এক সিরিজ়ে সব থেকে বেশি রান করেছেন যশস্বী। চলতি সিরিজ়ে ইতিমধ্যেই ৫৪৫ রান হয়ে গিয়েছে তাঁর। এখনও দু’টি টেস্ট বাকি রয়েছে।
১৫১৬
এত দিন এই রেকর্ড ছিল সৌরভের দখলে। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ়ে ৫৩৪ রান করেছিলেন তিনি।
১৬১৬
২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক সিরিজ়ে ৪৬৩ রান করেছিলেন গৌতম গম্ভীর।