Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Union Budget 2023

কিসের দাম বাড়বে, নির্মলার বাজেটের পর সস্তা হবে কী কী?

আগামী আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কোন কোন জিনিসের দাম বেড়ে যাচ্ছে? আগের চেয়ে সস্তা হচ্ছে কী কী? রইল ২০২৩ সালের বাজেটের খুঁটিনাটি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৬
Share: Save:
০১ ১৭
Indian Finance minister Nirmala Sitharaman declares Union Budget 2023.

আগামী আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কর ছাড়ের ক্ষেত্রে বড় চমক রয়েছে। করমুক্তির ঘোষণায় স্বস্তি পেয়েছেন চাকুরিজীবীরা।

০২ ১৭
Indian Finance minister Nirmala Sitharaman declares Union Budget 2023.

বাজেটে বেশ কিছু জিনিসের দাম বেড়েছে। নতুন করে সস্তাও হয়েছে বেশ কিছু পণ্য। একনজরে দেখে নেওয়া যাক বাজেট পরবর্তী মূল্যের ওঠাপড়া।

০৩ ১৭
A photograph of Cigarette.

ধূমপায়ীদের জন্য সুখবর নেই বাজেটে। দাম বাড়বে সিগারেটের। সিগারেটের উপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এ বারের বাজেটে।

০৪ ১৭
A photograph of Mobile Phone.

মোবাইলের যন্ত্রাংশের উপর প্রযুক্ত অন্তঃশুল্কে ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দাম।

০৫ ১৭
A photograph of Television sets.

টিভির যন্ত্রাংশের অন্তঃশুল্কেও ছাড় দিয়েছে সরকার। ফলে টিভির দাম কমবে।

০৬ ১৭
A photograph of kitchen chimney.

রান্নাঘরের ইলেকট্রিক চিমনির দাম বাড়বে। বাজেটে চিমনির অন্তঃশুল্ক বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ করে দিয়েছে সরকার।

০৭ ১৭
A photograph of silver jewellery.

রুপোর দাম বাড়তে চলেছে। রুপোর উপরে প্রযুক্ত অন্তঃশুল্কের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে বাজেটে।

০৮ ১৭
A photograph of camera lens.

কমবে ক্যামেরার লেন্সের দামও। লেন্সের উপর প্রযুক্ত শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে বাজেটে।

০৯ ১৭
A photograph of toys.

শিশুদের দেশি খেলনার দাম কমবে। বাজেটে খেলনার উপর শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

১০ ১৭
A photograph of cycle.

দেশি সাইকেলের দামও কমবে বাজেটের পর। দেশে তৈরি সাইকেলের উপর কর কমিয়ে দেওয়া হয়েছে।

১১ ১৭
A photograph of electric vehicle.

বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়বে। এই গাড়ির উপর আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম। কাঁচামালের উপর শুল্ক কমানো হয়েছে।

১২ ১৭
A photograph of diamond.

কমবে হিরের দামও। বাজেটে হিরের উপর প্রযুক্ত শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

১৩ ১৭
A photograph of lithium battery.

বাজেটের পর সস্তা হবে লিথিয়াম ব্যাটারি। ব্যাটারির দাম বেশ খানিকটা কমতে চলেছে। শুল্কে ছাড় দিয়েছে সরকার।

১৪ ১৭
A photograph of imitation jewellery.

ইমিটেশন গয়নার দাম বাড়তে চলেছে। বাজেটে ইমিটেশন গয়নার উপর প্রযুক্ত শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।

১৫ ১৭
A photograph of Platinum jewellery.

প্ল্যাটিনাম ধাতুর যাবতীয় গয়নার দামও বাড়তে চলেছে। বাজেটে এই ধাতুর উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে সরকার।

১৬ ১৭
A photograph of gold bars.

সোনার উপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে কিছুটা বাড়তে পারে সোনার দামও।

১৭ ১৭
A photograph of tyre tubes.

আমদানিকৃত রবারের উপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করে দিয়েছে সরকার। ফলে বাড়তে চলেছে টায়ার টিউবের দাম।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy