Indian Budget 2023-24: What got cheaper and what got costlier in the Budget 2023 dgtl
Union Budget 2023
কিসের দাম বাড়বে, নির্মলার বাজেটের পর সস্তা হবে কী কী?
আগামী আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কোন কোন জিনিসের দাম বেড়ে যাচ্ছে? আগের চেয়ে সস্তা হচ্ছে কী কী? রইল ২০২৩ সালের বাজেটের খুঁটিনাটি।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
আগামী আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কর ছাড়ের ক্ষেত্রে বড় চমক রয়েছে। করমুক্তির ঘোষণায় স্বস্তি পেয়েছেন চাকুরিজীবীরা।
০২১৭
বাজেটে বেশ কিছু জিনিসের দাম বেড়েছে। নতুন করে সস্তাও হয়েছে বেশ কিছু পণ্য। একনজরে দেখে নেওয়া যাক বাজেট পরবর্তী মূল্যের ওঠাপড়া।
০৩১৭
ধূমপায়ীদের জন্য সুখবর নেই বাজেটে। দাম বাড়বে সিগারেটের। সিগারেটের উপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এ বারের বাজেটে।
০৪১৭
মোবাইলের যন্ত্রাংশের উপর প্রযুক্ত অন্তঃশুল্কে ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দাম।
০৫১৭
টিভির যন্ত্রাংশের অন্তঃশুল্কেও ছাড় দিয়েছে সরকার। ফলে টিভির দাম কমবে।
০৬১৭
রান্নাঘরের ইলেকট্রিক চিমনির দাম বাড়বে। বাজেটে চিমনির অন্তঃশুল্ক বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ করে দিয়েছে সরকার।
০৭১৭
রুপোর দাম বাড়তে চলেছে। রুপোর উপরে প্রযুক্ত অন্তঃশুল্কের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে বাজেটে।
দেশি সাইকেলের দামও কমবে বাজেটের পর। দেশে তৈরি সাইকেলের উপর কর কমিয়ে দেওয়া হয়েছে।
১১১৭
বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়বে। এই গাড়ির উপর আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম। কাঁচামালের উপর শুল্ক কমানো হয়েছে।