ভারতে আরও ৬৩টি পর্ন সাইট নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র, তালিকায় কারা জেনে নিন
২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ৬৩টি পর্ন সাইট অবিলম্বে ব্লক করতে ইন্টারনেট প্রদানকারীদের নির্দেশ দিয়েছে টেলি যোগাযোগ বিভাগ।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২১
পর্নোগ্রাফি রুখতে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটল ভারত সরকার। আবার নিষিদ্ধ করা হল পর্ন সাইট। আরও ৬৩টি পর্ন সাইট নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র।
০২২১
অবিলম্বে ওই সাইটগুলি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ৬৩টি পর্ন সাইট ব্লক করতে ইন্টারনেট প্রদানকারীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রের টেলি যোগাযোগ বিভাগ।
০৩২১
দেশে এক বার ওই পর্ন সাইটগুলি যদি ইন্টারনেট প্রদানকারীরা ব্লক করেন, তা হলে ওই সাইটগুলি আর খোলা যাবে না। ফোন, ল্যাপটপ, ডেস্কটপেও ওই সাইটগুলি খুলবে না।
০৪২১
প্রসঙ্গত, উত্তরাখণ্ড হাই কোর্টের নির্দেশের পর ২০১৮ সালে ৮০০টিরও বেশি পর্ন সাইট নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার। নতুন করে কোন কোন পর্ন সাইট নিষিদ্ধ করা হয়েছে, তার নাম প্রকাশ করা হয়েছে।
০৫২১
কোন কোন পর্ন সাইট নিষিদ্ধ করা হল, তার তালিকা প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নিন সেই তালিকা।
০৬২১
‘indianporngirl’, ‘aggmaal’, ‘mmsbee’, ‘desi52’ সাইট নিষিদ্ধ করা হয়েছে ভারতে।