Hyderabad businessman buys McLaren 765LT Spider supercar the most expensive car in India dgtl
McLaren 765LT Spider Supercar
০ থেকে ২০০ কিমি গতি ৭.২ সেকেন্ডে, ১২ কোটির সুপারকারের মালিক নিজামের শহরের বাসিন্দা!
১২ কোটি টাকা মূল্য দিয়ে বিশ্বের অন্যতম সুপারকার ম্যাকলারেন ৭৬৫ এলটি স্পাইডার মডেলের গাড়ি কিনলেন হায়দরাবাদের এক ব্যবসায়ী নাসির খান। কী কী বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িতে?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৩:৫৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
হায়দরাবাদের তাজ ফালুকনামা প্রাসাদ। তার সামনে কালো কাপড়ে ঢাকা দেওয়া একটি গাড়ি রাখা রয়েছে। কাপড় সরাতেই চোখ বিস্ফারিত হয়ে যাওয়ার জোগাড়। এ যে বিশ্বের অন্যতম সুপারকার ম্যাকলারেন ৭৬৫ এলটি স্পাইডার মডেলের গাড়ি!
ছবি: সংগৃহীত
০২১৯
নাসির খান নামে হায়দরাবাদের এক ব্যবসায়ী এই গাড়িটি কিনেছেন। নাসির ভারতের প্রথম নাগরিক যাঁর কাছে ম্যাকলারেনের এই সুপারকারটি রয়েছে। ভারতের প্রথম সারির ধনকুবেরদের কাছেও এই গাড়িটি নেই।
ছবি: সংগৃহীত
০৩১৯
১২ কোটি টাকা দিয়ে ম্যাকলারেন ৭৬৫ এলটি স্পাইডার মডেলের গাড়িটি কিনেছেন নাসির। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গাড়ির ছবি এবং ভিডিয়োও পোস্ট করেছেন তিনি।
ছবি: সংগৃহীত
০৪১৯
নাসিরের শখ হল ভারতের বহুমূল্য গাড়ি নিজের সংগ্রহে রাখা। রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ, ফেরারি ৮১২ সুপারফাস্ট, মার্সিডিজ বেঞ্জ জি৩৫০ডি, ল্যাম্বরগিনির এমন বেশ কয়েকটি নামকরা মডেলের গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিসারের গ্যারাজে।
২০২১ সালে প্রথম গাড়ির বাজারে আসে এই মডেলটি। কয়েক মাসের মধ্যেই এই গাড়িটি কিনে ফেললেন নিজামের শহরের বাসিন্দা। পোস্টের তলায় তিনি লিখে জানিয়েছেন, এমন সুন্দর গাড়ি ডেলিভারি করার জন্য সুন্দর জায়গা বেছে নেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত
০৭১৯
ব্রিটেনের ম্যাকলারেন সংস্থার তরফে এই মডেলটি তৈরি করা হয়। ফর্মুলা ওয়ান রেসের সৌজন্যে অনেকেই হয়তো এই গাড়ি সংস্থার নাম জানেন। ফর্মুলা ওয়ান রেসে যে সংস্থার গাড়ি নিয়ে নামেন ড্যানিয়েল রিকিয়ার্ডো।
ছবি: সংগৃহীত
০৮১৯
ব্রিটেনে এই গাড়িটির সর্বনিম্ন মূল্য ৩,৭২,৫০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪ কোটি টাকা)। গাড়িটির সর্বোচ্চ মূল্য ৪,২১,৯৪০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫ কোটি টাকা)।
ছবি: সংগৃহীত
০৯১৯
তবে, ভারতে ম্যাকলারেন ৭৬৫ এলটি স্পাইডার মডেলের গাড়িটি ১২ কোটি টাকা মূল্যে বিক্রি করা হয়। এই অর্থেই গাড়িটি কিনেছেন নাসির। নিজেই জানিয়েছেন সে কথা।
ছবি: সংগৃহীত
১০১৯
বিশ্বের দ্রুত গতির গাড়িগুলির তালিকার মধ্যে ম্যাকলারেন ৭৬৫ এলটি স্পাইডার মডেলের নাম শুরুর দিকে রয়েছে।
ছবি: সংগৃহীত
১১১৯
ম্যাকলারেন ৭৬৫ এলটি স্পাইডার মডেলের গাড়িতে ভি৮ টুইন টার্বো ইঞ্জিন ব্যবহার করা হয়।
ছবি: সংগৃহীত
১২১৯
গাড়িটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৩৩০ কিলোমিটার। ১০ সেকেন্ড বা তার সামান্য বেশি সময়ে যে গতিতে দৌড়াতে পারে এই গাড়ি। গাড়িটি ০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত গতিতে উঠতে ২.৮ সেকেন্ড সময় নেয়। ০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত গতিতে উঠতে ৭.২ সেকেন্ড সময় নেয় ম্যাকলারেন ৭৬৫ এলটি স্পাইডার মডেলের এই গাড়ি।
ছবি: সংগৃহীত
১৩১৯
গাড়িটির ছাদ ১১ সেকেন্ড সময়ের মধ্যে খুলে যায়। বন্ধও হয় চোখের পলকে। এই গাড়ির ইঞ্জিন ৪ হাজার সিসির কাছাকাছি। এই গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা ৭৫৫ বিএইচপি, টর্ক ৮০০ এনএম।
ছবি: সংগৃহীত
১৪১৯
ওজনের দিক দিয়েও অনেকটাই হালকা ম্যাকলারেন ৭৬৫ এলটি স্পাইডার মডেলের এই গাড়ি। এই গাড়িটির ওজন ১,৩৩৯ কিলোগ্রাম।
ছবি: সংগৃহীত
১৫১৯
ম্যাকলারেন ৭২০এস মডেলের গাড়িটি হালকা ওজনের গাড়ি হিসাবে জনপ্রিয় ছিল। কিন্তু ৭৬৫ এলটি স্পাইডার মডেলের ওজন তার থেকেও ৮০ কিলোগ্রাম কম।
ছবি: সংগৃহীত
১৬১৯
ভারতের বাজারে ম্যাকলারেন ১ বছর আগে পা ফেলে। ম্যাকলরেন ৭২০ এস স্পাইডার মডেলটি পশ্চিমবঙ্গের বাসিন্দা পারভিন আগরওয়াল নামে এক ব্যবসায়ী কিনেছিলেন।
ছবি: সংগৃহীত
১৭১৯
২০২১ সালের পর ম্যাকলারেন ৭৬৫ এলটি স্পাইডার মডেলের প্রথম ভারতীয় ক্রেতা হিসাবে নাম লেখালেন হায়দরাবাদের ব্যবসায়ী নাসির খান। নাসিরের আসল নাম মহম্মদ নাসিরুদ্দিন।
ছবি: সংগৃহীত
১৮১৯
১৯৮৫ সালে হায়দরাবাদে জন্ম নাসিরের। নাসিরের বাবা ‘কিং গ্রুপ অফ কোম্পানিজ’ নামের একটি রিয়েল এস্টেট সংস্থার মালিক। এই সংস্থার ডিরেক্টর পদে চাকরি করেন নাসির।
ছবি: সংগৃহীত
১৯১৯
পারিবারিক ব্যবসা থেকেই বর্তমানে প্রায় ৮২৫ কোটি টাকা সম্পত্তির মালিক তিনি। ১২ কোটির গাড়ি তাঁর মুকুটে নয়া পালক।