How much does Jawan director Atlee make per movie, his net worth dgtl
Atlee
পরিচালনা করেই বাজিমাত! ‘জওয়ান’ থেকে কত আয় করলেন অ্যাটলি?
মুক্তির পর ‘জওয়ান’ ১০০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলবে। অ্যাটলির প্রথম হিন্দি ছবি যে তাঁর কেরিয়ারে নতুন মাইলফলক তৈরি করবে, তা দাবি করেছেন অনেকেই।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
আর মাত্র এক দিনের অপেক্ষা। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি ‘জওয়ান’ ছবিতে কী ম্যাজিক দেখাতে চলেছেন তার অপেক্ষাতেই প্রহর গুনছেন দর্শক। তবে এই ম্যাজিকের নেপথ্যে যে তামিল পরিচালক অ্যাটলি, তা নিয়ে সন্দেহ নেই কারও।
০২১৩
১৯ বছর বয়সে ২০১০ সালে তামিল ফিল্মজগতের ছবিনির্মাতা এস শঙ্করের সহ-পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করেন অ্যাটলি।
০৩১৩
২০১৩ সালে ‘রাজা রানি’ ছবির মাধ্যমে পরিচালক হিসাবে তামিল সিনেমাপাড়ায় নিজের পরিচিতি তৈরি করে ফেলেন অ্যাটলি।
০৪১৩
‘থেরি’, ‘মার্শাল’, ‘বিজিল’-এর মতো একাধিক ছবির পরিচালনা করে বক্স অফিস থেকে কোটি কোটি টাকা উপার্জন করেন দক্ষিণী পরিচালক।
০৫১৩
২০১৭ সালে অ্যাটলি তাঁর স্ত্রী প্রিয়ার সঙ্গে যৌথ ভাবে নিজস্ব প্রযোজনা সংস্থা তৈরি করেন।
০৬১৩
‘সঞ্জিলি বাঞ্জিলি কড়াভা থোরাই’, ‘অন্ধঘরম’-এর মতো তামিল ছবির প্রযোজনার দায়িত্বেও ছিলেন অ্যাটলি।
০৭১৩
তামিল ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক এ বার আত্মপ্রকাশ করতে চলেছেন বলিপাড়ায়। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’।
০৮১৩
কানাঘুষো শোনা যাচ্ছে, ‘জওয়ান’ ছবি পরিচালনার জন্য নাকি কম পারিশ্রমিক নিয়েছেন অ্যাটলি।
০৯১৩
সাধারণত একটি ছবি পরিচালনা করতে অ্যাটলি ৫২ কোটি টাকা পারিশ্রমিক আদায় করেন।
১০১৩
বলিপাড়া সূত্রে খবর, ‘জওয়ান’ ছবি পরিচালনা করে ৩০ কোটি টাকা উপার্জন করেন অ্যাটলি।
১১১৩
নিজস্ব প্রযোজনা সংস্থা এবং পরিচালনার মাধ্যমেই রোজগার করেন অ্যাটলি। তাঁর সম্পত্তির পরিমাণও নজর কাড়ার মতো।
১২১৩
অ্যাটলির মোট সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা। তবে এটি শুধুমাত্র তাঁর একার সম্পত্তি। তাঁর সংস্থার সম্পত্তির পরিমাণ অনেক বেশি।
১৩১৩
বলিপাড়ার একাংশের অনুমান, মুক্তির পর ‘জওয়ান’ ১০০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলবে। অ্যাটলির প্রথম হিন্দি ছবি যে তাঁর কেরিয়ারে নতুন মাইলফলক তৈরি করবে, তা দাবি করেছেন অনেকেই।