
আরব মুলুকে শোনা যাবে কোরীয় বিমানের গর্জন! তেল বিক্রির টাকায় এ বার প্রশান্ত মহাসাগরীয় উপদ্বীপের যুদ্ধবিমান কিনতে চলেছেন দুবাই ও আবু ধাবির ধনকুবের শেখরা। দক্ষিণ কোরিয়ার বায়ুসেনার সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির বিমানবাহিনীর ঘনিষ্ঠতা বৃদ্ধিতে তুঙ্গে উঠেছে সেই জল্পনা। পশ্চিম এশিয়ার সামরিক ইতিহাসে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর সঙ্গে ‘লেটার অফ ইনটেন্ট’-এ সই করেছে সংযুক্ত আরব আমিরশাহির বায়ুসেনা। এর পরই সোলের তৈরিতে কেএফ-২১ বোরাম যুদ্ধবিমান নিয়ে প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে আরব মুলুকটি যথেষ্ট আগ্রহী বলে খবর ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, সমঝোতার চুক্তিতে সই করেন রিপাবলিক অফ কোরিয়া এয়ারফোর্সের (আরওকেএফ) প্রধান জেনারেল লি-ইয়ং সু এবং আমিরশাহির বায়ুসেনা ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার মেজর জেনারেল রাশেদ মহম্মদ এ অল শামসি।