Advertisement
২২ নভেম্বর ২০২৪
Bollywood

Hussain Zaidi: ব্ল্যাক ফ্রাইডে থেকে গঙ্গুবাঈ, ছোট-বড় পর্দায় সাত চর্চিত ক্রাইম কাহিনিই তাঁর কলমের ছোঁয়া

এককালে তদন্তমূলক সাংবাদিকতায় নাম করেছেন। তার মধ্যেই জাইদির কলম থেকে বেরিয়েছে একের পর এক বেস্টসেলার ক্রাইম থ্রিলার।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ০৮:২৩
Share: Save:
০১ ১৩
‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র সাফল্যের পর আবারও শিরোনামে উঠে এসেছেন এস হুসেন জাইদি। এককালে তদন্তমূলক সাংবাদিকতায় নাম করেছেন। তার মধ্যেই জাইদির কলম থেকে বেরিয়েছে একের পর এক বেস্টসেলার ক্রাইম কাহিনি। এ বার তাঁর বইয়ের অংশ নিয়ে তৈরি ‘গঙ্গুবাঈ... ’-ও প্রশংসা কুড়োচ্ছে। তবে এই প্রথম নয়, এর আগেও জাইদির ভাবনা ফুটে উঠেছে ছোট-বড় পর্দায়।

‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র সাফল্যের পর আবারও শিরোনামে উঠে এসেছেন এস হুসেন জাইদি। এককালে তদন্তমূলক সাংবাদিকতায় নাম করেছেন। তার মধ্যেই জাইদির কলম থেকে বেরিয়েছে একের পর এক বেস্টসেলার ক্রাইম কাহিনি। এ বার তাঁর বইয়ের অংশ নিয়ে তৈরি ‘গঙ্গুবাঈ... ’-ও প্রশংসা কুড়োচ্ছে। তবে এই প্রথম নয়, এর আগেও জাইদির ভাবনা ফুটে উঠেছে ছোট-বড় পর্দায়।

গ্রাফিক: সনৎ সিংহ।

০২ ১৩
টানটান প্লট। আলিয়া ভট্ট, সীমা পহবা থেকে বিজয় রাজ বা জিম সরভের দুর্দান্ত অভিনয়। উপরি পাওনা, সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনার মুন্সিয়ানা। ‘গঙ্গুবাঈ... ’ জমতে তাই বেশি দেরি হয়নি। বক্স অফিসে তার ঝলক দেখা যাচ্ছে। দ্বিতীয় সপ্তাহেই ১০০ কোটির ঘরে ঢুকে পড়তে পারে বলে মনে করছেন বলিউড-পণ্ডিতেরা।

টানটান প্লট। আলিয়া ভট্ট, সীমা পহবা থেকে বিজয় রাজ বা জিম সরভের দুর্দান্ত অভিনয়। উপরি পাওনা, সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনার মুন্সিয়ানা। ‘গঙ্গুবাঈ... ’ জমতে তাই বেশি দেরি হয়নি। বক্স অফিসে তার ঝলক দেখা যাচ্ছে। দ্বিতীয় সপ্তাহেই ১০০ কোটির ঘরে ঢুকে পড়তে পারে বলে মনে করছেন বলিউড-পণ্ডিতেরা।

ছবি: সংগৃহীত।

০৩ ১৩
অনুরাগ কাশ্যপ থেকে জাভেদ আখতার, ভিকি কৌশল থেকে রণবীর কপূর— গঙ্গুবাঈয়ের ভূমিকায় আলিয়াতে মুগ্ধ বলিউডের তারকারা। সেই সঙ্গে জাইদিকে নিয়েও আগ্রহ বাড়ছে অনেকের।

অনুরাগ কাশ্যপ থেকে জাভেদ আখতার, ভিকি কৌশল থেকে রণবীর কপূর— গঙ্গুবাঈয়ের ভূমিকায় আলিয়াতে মুগ্ধ বলিউডের তারকারা। সেই সঙ্গে জাইদিকে নিয়েও আগ্রহ বাড়ছে অনেকের।

ছবি: সংগৃহীত।

০৪ ১৩
গত বছর জাইদির লেখা ‘মাফিয়া কুইন্স অব মুম্বই: স্টোরিজ অব উইমেন ফ্রম দ্য গ্যাংল্যান্ডস’ নামে ক্রাইম কাহিনি নিয়ে বেশ হইচই হয়েছিল। ওই সত্যকাহিনিতে ১৩ জন মহিলা মাফিয়ার কথা শুনিয়েছেন জাইদি। সকলেই মুম্বইয়ে অপরাধের রাজত্ব বিস্তার করেছেন। তাঁদের মধ্যেই ছিলেন গঙ্গুবাঈও।

গত বছর জাইদির লেখা ‘মাফিয়া কুইন্স অব মুম্বই: স্টোরিজ অব উইমেন ফ্রম দ্য গ্যাংল্যান্ডস’ নামে ক্রাইম কাহিনি নিয়ে বেশ হইচই হয়েছিল। ওই সত্যকাহিনিতে ১৩ জন মহিলা মাফিয়ার কথা শুনিয়েছেন জাইদি। সকলেই মুম্বইয়ে অপরাধের রাজত্ব বিস্তার করেছেন। তাঁদের মধ্যেই ছিলেন গঙ্গুবাঈও।

ছবি: সংগৃহীত।

০৫ ১৩
গঙ্গুবাঈয়ের আগেও অবশ্য জাইদির লেখনীর উপর ভিত্তি করে ছবি তৈরি করেছেন বলিউডের পরিচালকেরা। পিছিয়ে থাকেনি ওটিটি প্ল্যাটফর্মগুলিও। সাম্প্রতিককালের বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েবসিরিজের বুননের পিছনে রয়েছে জাইদির ক্রাইম কাহিনি।

গঙ্গুবাঈয়ের আগেও অবশ্য জাইদির লেখনীর উপর ভিত্তি করে ছবি তৈরি করেছেন বলিউডের পরিচালকেরা। পিছিয়ে থাকেনি ওটিটি প্ল্যাটফর্মগুলিও। সাম্প্রতিককালের বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েবসিরিজের বুননের পিছনে রয়েছে জাইদির ক্রাইম কাহিনি।

ছবি: সংগৃহীত।

০৬ ১৩
জাইদির ক্রাইম  কাহিনির সঙ্গে বলিউডের যোগসূত্র গড়ে উঠেছিল অনুরাগ কাশ্যপের হাত ধরে। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণ এবং তার তদন্তের গতিপ্রকৃতিকে নিজের উপন্যাসে টেনে এনেছিলেন জাইদি। ২০০২ সালে প্রকাশিত হয়েছিল, ‘ব্ল্যাক ফ্রাইডে: দ্য ট্রু স্টোরি অব দ্য বম্বে বম্ব ব্লাস্ট’। বছর দুয়েক পরে সেটিকেই বড় পর্দায় তুলে ধরেছিলেন অনুরাগ। ছবির নাম— ‘ব্ল্যাক ফ্রাইডে’।

জাইদির ক্রাইম কাহিনির সঙ্গে বলিউডের যোগসূত্র গড়ে উঠেছিল অনুরাগ কাশ্যপের হাত ধরে। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণ এবং তার তদন্তের গতিপ্রকৃতিকে নিজের উপন্যাসে টেনে এনেছিলেন জাইদি। ২০০২ সালে প্রকাশিত হয়েছিল, ‘ব্ল্যাক ফ্রাইডে: দ্য ট্রু স্টোরি অব দ্য বম্বে বম্ব ব্লাস্ট’। বছর দুয়েক পরে সেটিকেই বড় পর্দায় তুলে ধরেছিলেন অনুরাগ। ছবির নাম— ‘ব্ল্যাক ফ্রাইডে’।

ছবি: সংগৃহীত।

০৭ ১৩
‘পাঁচ’-এর পর দ্বিতীয় ছবিতেই জাত চিনিয়েছিলেন অনুরাগ। নজর কেড়েছিলেন কে কে মেনন, পবন মলহোত্র, আদিত্য শ্রীবাস্তবেরাও। সমালোচকদের প্রশংসার পাশাপাশি এসেছিল বক্স অফিসের সাফল্যও। দেশীয় সিনেমার ইতিহাসে ‘কাল্ট’ ছবি হিসাবে পরিচিতি পেয়ে গিয়েছিল ‘ব্ল্যাক ফ্রাইডে’।

‘পাঁচ’-এর পর দ্বিতীয় ছবিতেই জাত চিনিয়েছিলেন অনুরাগ। নজর কেড়েছিলেন কে কে মেনন, পবন মলহোত্র, আদিত্য শ্রীবাস্তবেরাও। সমালোচকদের প্রশংসার পাশাপাশি এসেছিল বক্স অফিসের সাফল্যও। দেশীয় সিনেমার ইতিহাসে ‘কাল্ট’ ছবি হিসাবে পরিচিতি পেয়ে গিয়েছিল ‘ব্ল্যাক ফ্রাইডে’।

ছবি: সংগৃহীত।

০৮ ১৩
‘ব্ল্যাক ফ্রাইডে’-র পর মূলধারার বলিউডি পরিচালকদের নজরে পড়তে দেরি হয়নি জাইদির। ২০১৫ সালে ‘ফ্যান্টম’ তৈরি করেছিলেন পরিচলক কবীর খান। সইফ আলি খান এবং ক্যাটরিনা কইফের সে ছবির প্লটেও জাইদির টানটান লেখনীর ছোঁয়া।

‘ব্ল্যাক ফ্রাইডে’-র পর মূলধারার বলিউডি পরিচালকদের নজরে পড়তে দেরি হয়নি জাইদির। ২০১৫ সালে ‘ফ্যান্টম’ তৈরি করেছিলেন পরিচলক কবীর খান। সইফ আলি খান এবং ক্যাটরিনা কইফের সে ছবির প্লটেও জাইদির টানটান লেখনীর ছোঁয়া।

ছবি: সংগৃহীত।

০৯ ১৩
‘ফ্যান্টম’-এ এক প্রাক্তন সেনার হত্যালীলার সফরনামার পিছনে ছিল জাইদির লেখা ‘মুম্বই অ্যাভেঞ্জার’। বিশ্ব জুড়ে ভাল-মন্দ, সব রকমেরই প্রতিক্রিয়াই পেয়েছিলেন জাইদিরা।

‘ফ্যান্টম’-এ এক প্রাক্তন সেনার হত্যালীলার সফরনামার পিছনে ছিল জাইদির লেখা ‘মুম্বই অ্যাভেঞ্জার’। বিশ্ব জুড়ে ভাল-মন্দ, সব রকমেরই প্রতিক্রিয়াই পেয়েছিলেন জাইদিরা।

ছবি: সংগৃহীত।

১০ ১৩
সঞ্জয় গুপ্তের প্রায় সব ছবিই অ্যাকশনে ভরপুর। ‘শ্যুটআউট অ্যাট বডালা’-ও ব্যতিক্রম নয়। তবে ২০১৩ সালের ওই ছবিতে বাস্তবের গ্যাংস্টার মান্য সুরভের সঙ্গে মুম্বই পুলিশের এনকাউন্টারই নাটকীয় ভাবে দেখানো হয়েছিল। সে ছবিতে ছিল জাইদির লেখা ‘ডোংরি টু দুবাই: সিক্স ডিকেডস অব দ্য মুম্বই মাফিয়া’-র প্রচ্ছন্ন ছায়া। জন আব্রাহম, অনিল কপূর এবং কঙ্গনা রানাউতের মতো প্রশংসিত হয়েছিলেন সঞ্জয় এবং জাইদিও।

সঞ্জয় গুপ্তের প্রায় সব ছবিই অ্যাকশনে ভরপুর। ‘শ্যুটআউট অ্যাট বডালা’-ও ব্যতিক্রম নয়। তবে ২০১৩ সালের ওই ছবিতে বাস্তবের গ্যাংস্টার মান্য সুরভের সঙ্গে মুম্বই পুলিশের এনকাউন্টারই নাটকীয় ভাবে দেখানো হয়েছিল। সে ছবিতে ছিল জাইদির লেখা ‘ডোংরি টু দুবাই: সিক্স ডিকেডস অব দ্য মুম্বই মাফিয়া’-র প্রচ্ছন্ন ছায়া। জন আব্রাহম, অনিল কপূর এবং কঙ্গনা রানাউতের মতো প্রশংসিত হয়েছিলেন সঞ্জয় এবং জাইদিও।

ছবি: সংগৃহীত।

১১ ১৩
দেশের গুপ্তচর সংস্থা ‘র’-এর এজেন্ট অনন্যা শ্রীবাস্তব কোন মিশনে পাকিস্তানে পৌঁছে যান? ‘লাহৌর কনফিডেন্সিয়াল’-এ তিনি অ্যাডভেঞ্চারের নেশাই ধরিয়ে দেয় দর্শকদের। গত বছর এই ওয়েবসিরিজে অনন্যার চরিত্রে রিচা চাড্ডাকে বেশ পছন্দ করেছিলেন তাঁরা। সিরিজের গল্প লিখেছিলেন খোদ জাইদি। তাতে সঙ্গ দিয়েছিলেন বিভা সিংহও।

দেশের গুপ্তচর সংস্থা ‘র’-এর এজেন্ট অনন্যা শ্রীবাস্তব কোন মিশনে পাকিস্তানে পৌঁছে যান? ‘লাহৌর কনফিডেন্সিয়াল’-এ তিনি অ্যাডভেঞ্চারের নেশাই ধরিয়ে দেয় দর্শকদের। গত বছর এই ওয়েবসিরিজে অনন্যার চরিত্রে রিচা চাড্ডাকে বেশ পছন্দ করেছিলেন তাঁরা। সিরিজের গল্প লিখেছিলেন খোদ জাইদি। তাতে সঙ্গ দিয়েছিলেন বিভা সিংহও।

ছবি: সংগৃহীত।

১২ ১৩
ওয়েবসিরিজের জন্য আগেও এক বার কলম ধরেছিলেন জাইদি। এ বার ‘লন্ডন কনফিডেন্সিয়াল’। সালটা ২০২০। এতে মৌনী রায় এবং পূরব কোহলীর কাজও প্রশংসিত হয়েছিল।

ওয়েবসিরিজের জন্য আগেও এক বার কলম ধরেছিলেন জাইদি। এ বার ‘লন্ডন কনফিডেন্সিয়াল’। সালটা ২০২০। এতে মৌনী রায় এবং পূরব কোহলীর কাজও প্রশংসিত হয়েছিল।

ছবি: সংগৃহীত।

১৩ ১৩
অনেকে বলেন, ববি দেওলের পড়তি কেরিয়ারকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে ‘ক্লাস অব ৮৩’। বলিউডের এককালের নায়ককে নেটফ্লিক্সের এই ছবিতে বেশ মনে ধরেছে তাঁদের। এ ছবিও তৈরি হয়েছে জাইদির সমনামী বইয়ের উপর ভিত্তি করে।

অনেকে বলেন, ববি দেওলের পড়তি কেরিয়ারকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে ‘ক্লাস অব ৮৩’। বলিউডের এককালের নায়ককে নেটফ্লিক্সের এই ছবিতে বেশ মনে ধরেছে তাঁদের। এ ছবিও তৈরি হয়েছে জাইদির সমনামী বইয়ের উপর ভিত্তি করে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy