Advertisement
০২ নভেম্বর ২০২৪

ছায়াপথের লীলাখেলা

গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের জানুয়ারি। এই পাঁচ মাসে মহাকাশে বসানো ‘হাব্‌ল স্পেস টেলিস্কোপ’-এর নজরে পড়েছে মহাবিশ্বে একের পর এক গ্যালাক্সি। তার কোনওটা রত্নের মতো। কোনওটার ভেতরটা যেন সূর্যমুখী ফুলের কোরক। আবার কোথাও দুই গ্যালাক্সির মিলন ঘটছে। আর তার ফলে ঘটছে ধুন্ধুমার বিস্ফোরণ। সুপারনোভা। আবার এমন গ্যালাক্সিও পাওয়া গিয়েছে, যার ভর ও ক্ষুধা--দু’টোই খুব বেশি। এই সব নিয়েই এই গ্যালারি।

’স্যাগিটারিয়াস’ নক্ষত্রপুঞ্জে ‘NGC-6818’ গ্যালাক্সি। যাকে বলা হয় ‘লিটল জেম নেবুলা’।

’স্যাগিটারিয়াস’ নক্ষত্রপুঞ্জে ‘NGC-6818’ গ্যালাক্সি। যাকে বলা হয় ‘লিটল জেম নেবুলা’।

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ১৫:৫৫
Share: Save:

গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের জানুয়ারি। এই পাঁচ মাসে মহাকাশে বসানো ‘হাব্‌ল স্পেস টেলিস্কোপ’-এর নজরে পড়েছে মহাবিশ্বে একের পর এক গ্যালাক্সি। তার কোনওটা রত্নের মতো। কোনওটার ভেতরটা যেন সূর্যমুখী ফুলের কোরক। আবার কোথাও দুই গ্যালাক্সির মিলন ঘটছে। আর তার ফলে ঘটছে ধুন্ধুমার বিস্ফোরণ। সুপারনোভা। আবার এমন গ্যালাক্সিও পাওয়া গিয়েছে, যার ভর ও ক্ষুধা--দু’টোই খুব বেশি। এই সব নিয়েই এই গ্যালারি।

ছবি সৌজন্যে- নাসা।

আরও পড়ুন- এ বার ‘সূর্যের দেশে’ যাচ্ছে ভারত, সামনে দুই বাঙালি

ব্ল্যাক হোল থেকে ঠিকরে বেরচ্ছে দৃশ্যমান আলো

অন্য বিষয়গুলি:

galaxy star space milky way
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE