Advertisement
২৮ জানুয়ারি ২০২৫
Gadar 2

স্পিলবার্গের পরেই ‘গদর’-এর পরিচালক! প্রথম ভারতীয় হিসাবে কোন নজির গড়লেন অনিল?

হলিউডের পরিচালক স্টিভেন অ্যালান স্পিলবার্গের পর একই রকম নজির গড়ে প্রথম ভারতীয় পরিচালক হিসাবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন অনিল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৯
Share: Save:
০১ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

‘গদর’-এর প্রথম পর্ব মুক্তির দুই দশক পরেও যে এই ছবির সিকুয়েল এতটা পরিমাণ সাড়া পাবে তা ভাবতে পারেননি পরিচালক অনিল শর্মা। মুক্তির ১৮ দিনের মধ্যে বক্স অফিস থেকে ৪৬২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘গদর ২’।

০২ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

হলিউডের পরিচালক স্টিভেন অ্যালান স্পিলবার্গের পর একই রকম নজির গড়ে প্রথম ভারতীয় পরিচালক হিসাবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন অনিল। কী এমন নজির গড়লেন তিনি?

০৩ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্রদ্ধাঞ্জলি’ ছবির হাত ধরে পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসাবে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন অনিল। তাঁর প্রথম ছবিই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল।

০৪ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

আশির দশক থেকে হিন্দি ফিল্মজগতে ‘হুকুমত’, ‘মা’, ‘মহারাজা’, ‘অব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়ো’, ‘দ্য হিরো: লভ স্টোরি অফ এ স্পাই’-এর মতো বহু হিন্দি ছবি উপহার দিয়েছেন।

০৫ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

অনিলের প্রথম ছবি মুক্তির পর কেটে গিয়েছে প্রায় ৪০ বছর। তার পর মুক্তি পেয়েছে ‘গদর ২’। কেরিয়ারের চার দশক ফিল্মজগতে কাটানোর পরেও তাঁর ছবি বক্স অফিস কাঁপিয়ে চলেছে। হলি পরিচালক স্টিভেন স্পিলবার্গের কেরিয়ারের দিকে তাকালেও একই রকম ঘটনা লক্ষ করা যায়।

০৬ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

১৯৭৪ সালে মুক্তি পায় স্টিভেনের প্রথম ছবি ‘দ্য সুগারল্যান্ড এক্সপ্রেস’। তার এক বছর পর মুক্তি পায় স্টিভেন পরিচালিত দ্বিতীয় ছবি ‘জজ়’। দু’টি ছবিই বক্স অফিসে হিট করে।

০৭ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

কেরিয়ার শুরুর ৪০ বছর পর ‘রেডি প্লেয়ার ওয়ান’ ছবিটি পরিচালনা করেন স্টিভেন। সেই ছবিটিও বক্স অফিসে হিট করে।

০৮ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

স্টিভেনের পর ৪০ বছরের ব্যবধানে কোনও পরিচালকই আরও একটি বক্স অফিস কাঁপানো ছবি পরিচালনা করেননি। ভারতীয় পরিচালক অনিল সেই নজির গড়লেন।

০৯ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর: এক প্রেম কথা’ সাড়ে ১৮ কোটি টাকার বাজেটে তৈরি করেন অনিল। সেই ছবি বক্স অফিসে ১৩৩ কোটি টাকার ব্যবসা করে।

১০ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

২২ বছর পর মুক্তি পাওয়া সিকুয়েল ‘গদর ২’ও যে দর্শকের মন জয় করে নিয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

১১ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

কানাঘুষো শোনা যায়, ‘গদর ২’-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন বলি অভিনেতা সানি দেওল।

১২ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

বলিপাড়া সূত্রে খবর, এর আগে ছবি প্রতি ৫ থেকে ৬ কোটি টাকা উপার্জন করতেন সানি।

১৩ ১৩
Gadar 2 director Anil Sharma is the only one after Steven Spielberg to create record after 40 years

কিন্তু ‘গদর ২’-এ অভিনয়ের পর সানি তাঁর পারিশ্রমিক বাড়িয়ে ৫০ কোটি টাকা নির্ধারণ করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy