From Pyaar To Hona Hi Tha to Shahrukh Khan starrer Jawan, Sunil Grover acted in many bollywood movies dgtl
Sunil Grover
শাহরুখ, সলমন, আমিরের ছবিতে ছোট চরিত্রে অভিনয়, বলিউডে এখনও ম্যাজিক দেখাতেই পারেননি সুনীল
শুধু মাত্র টেলিভিশনের দুনিয়াতেই নিজেকে আটকে রাখেননি সুনীল। অভিনয় করেছেন বেশ কয়েকটি হিন্দি ছবিতে। তবে সেখানে তাঁর ভূমিকা চোখে না পড়ার মতোই।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বইশেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ১৬:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
টিভির পর্দায় তিনি থাকলে কেউই চোখ সরাতে পারেন না। তাঁর নানা কাণ্ডে হেসে কুটিপাটি হন সকলে। হিন্দি টেলি দুনিয়ার জনপ্রিয় কৌতুকাভিনেতা সুনীল গ্রোভারের তাই অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়! তবে শুধু কমেডি শো নয়, বলিপাড়ার একাধিক ছবিতে অভিনয় করেছেন এই দাপুটে অভিনেতা।
ছবি: সংগৃহীত।
০২১৫
কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে সুনীলের উপস্থিতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল ‘কমেডি নাইটস উইথ কপিল’ শো’কে। ওই শোয়ে তাঁর ‘গুত্তি’ অবতার এখনও ভুলতে পারেননি দর্শকরা। তবে পরবর্তী সময়ে কপিলের সঙ্গে সুনীলের তিক্ততা প্রকাশ্যে এসেছিল।
ছবি: সংগৃহীত।
০৩১৫
শুধু মাত্র টেলিভিশনের দুনিয়াতেই নিজেকে আটকে রাখেননি সুনীল। অভিনয় করেছেন বেশ কয়েকটি হিন্দি ছবিতে। তবে সেখানে তাঁর ভূমিকা চোখে না পড়ার মতোই। তা হলে কি বলিপাড়ায় ‘ব্রাত্য’ সুনীল? যদিও এ বার শাহরুখ খানের ছবি ‘জওয়ান’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীলকে।
ছবি: সংগৃহীত।
০৪১৫
‘কমেডি নাইটস উইথ কপিল’ শো-ই ঘরে ঘরে সুনীলকে পরিচিতি এনে দিয়েছিল। কিন্তু তার বহু বছর আগে থেকেই বলিউডের বিভিন্ন হিট ছবিতে অভিনয় করেছেন সুনীল। যদিও সেই ছবিগুলি সুনীলকে জনপ্রিয় করতে পারেনি। সেই ছবিগুলির কথাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ছবি: সংগৃহীত।
০৫১৫
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল অজয় দেবগণ এবং কাজল অভিনীত ‘প্যায়ার তো হোনা হি থা’। ওই ছবিতে একটি দৃশ্যে দেখা গিয়েছিল সুনীলকে। নাপিতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
ছবি: সংগৃহীত।
০৬১৫
সাল ২০০২। সে বছর মুক্তি পেয়েছিল ‘দ্য লেজেন্ড অফ ভগৎ সিংহ’। অজয় দেবগণ অভিনীত ওই ছবিতে বিপ্লবী জয়দেব কপূরের চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল।
ছবি: সংগৃহীত।
০৭১৫
এর ঠিক দু’বছর পর মুক্তি পেয়েছিল শাহরুখ খান, সুস্মিতা সেন অভিনীত সুপারহিট ছবি ‘ম্যাঁয় হুঁ না’। ছবিতে কলেজ পড়ুয়াদের দেখানো হয়েছিল। সেই ভিড়ে ছিলেন সুনীলও।
ছবি: সংগৃহীত।
০৮১৫
অক্ষয় কুমার, অজয় দেবগণ, তুষার কপূর অভিনীত ‘ইনসান’ ছবি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। ওই ছবিতে তুষারের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন কমেডিয়ান।
ছবি: সংগৃহীত।
০৯১৫
২০০৮ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি ‘গজনি’। ওই ছবিতে অভিনেতা সম্পতের চরিত্রে দেখা গিয়েছিল সুনীলকে।
ছবি: সংগৃহীত।
১০১৫
ছবিতে তাঁর চরিত্র ছিল ছোট। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সুনীল বলেছিলেন, ‘‘আমার চরিত্র ছোট হলেও সেটে গুরুত্ব দেওয়া হয়েছিল আমাকে। খুব ভাল ভাবে কাজ করেছিলাম। সেই সময় বিশেষ কিছু করার ছিল না আমার। কিন্তু মজা করে কাজটা করেছিলাম।’’
ছবি: সংগৃহীত।
১১১৫
২০১৫ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, করিনা কপূর, শ্রুতি হাসান অভিনীত ‘গব্বর ইজ় ব্যাক’। ওই ছবিতে এক কনস্টেবলের চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল।
ছবি: সংগৃহীত।
১২১৫
টাইগার শ্রফ, শ্রদ্ধা কপূর অভিনীত ‘বাগী’ ছবিতেও দেখা গিয়েছিল সুনীলকে। শ্রদ্ধার বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
ছবি: সংগৃহীত।
১৩১৫
২০১৯ সালে সলমন খানের ছবি ‘ভারত’-এও একটি চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল। এ ছাড়া পরিচালক বিশাল ভরদ্বাজের ‘পতাকা’, বিকাশ বহেলের ‘গুডবাই’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।
ছবি: সংগৃহীত।
১৪১৫
ছবির পাশাপাশি ওয়েব সিরিজ়েও দেখা গিয়েছে সুনীলকে। ‘তাণ্ডব’, ‘সানফ্লাওয়ার’, ‘ইউনাইটেড কাচ্চে’ সিরিজ়ে অভিনয় করেছেন তিনি।
ছবি: সংগৃহীত।
১৫১৫
একাধিক ছবিতে দেখা গেলেও কমেডি শোয়ের মতো জনপ্রিয়তা এখনও পাননি সুনীল। অর্থাৎ, বড়পর্দায় এখনও সুনীল ম্যাজিক দেখা যায়নি। সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে ‘জওয়ান’। সেই ছবিতে সুনীল নতুন কোনও চমক দেখান কি না, তারই অপেক্ষায় তাঁর অনুরাগীরা।