From Pooja Bhatt to Cyrus Broacha, Salman Khan's Bigg Boss OTT 2 contestants list dgtl
Bigg Boss OTT 2 contestants list
পূজা ভট্ট থেকে নওয়াজ়ের স্ত্রী, সলমনের ‘বিগ বস্’-এর ঘরে এ বার ধুন্ধুমার লড়াই! প্রতিযোগী কারা?
শনিবার ‘বিগ বস্ ওটিটি ২’ রিয়্যালিটি শো নিয়ে হাজির হয়েছিলেন সলমন। প্রিমিয়ার পর্বই চলল বহু ক্ষণ। চলল প্রতিযোগী নির্বাচন পর্ব, প্রাথমিক আলাপচারিতা ইত্যাদি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৬:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৩০
শনিবার রাত। ঘড়ির কাঁটা ঠিক ন’টায় গিয়ে থেমেছে। ওটিটি প্ল্যাটফর্মে তখন নতুন শো নিয়ে এলেন বলি অভিনেতা সলমন খান। এত বছর ধরে যে রিয়্যালিটি শো টেলিভিশন চ্যানেল সংস্থার টিআরপি বৃদ্ধির অন্যতম কারণ ছিল, সেই শো-ই এ বার টিভির পর্দা থেকে লাফ দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।
০২৩০
শনিবার ‘বিগ বস্ ওটিটি ২’ রিয়্যালিটি শো নিয়ে হাজির হয়েছিলেন সলমন। প্রিমিয়ার পর্বই চলল বহু ক্ষণ। চলল প্রতিযোগী নির্বাচন পর্ব, প্রাথমিক আলাপচারিতা ইত্যাদি। প্রতি বারের মতোই সলমন রয়েছেন সঞ্চালনার দায়িত্বে। এই শোয়ের হাত ধরেই সলমন প্রথম ওটিটি প্ল্যাটফর্মে কাজ শুরু করলেন।
০৩৩০
বিচারকের আসনও ছিল নজরকাড়া। বলি অভিনেত্রী সানি লিওন, টেলিভিশন প্রযোজক সন্দীপ সিককন্দ, সাংবাদিক দিবাঙ্গ, ‘বিগ বস্ ১৬’-এর বিজয়ী এমসি স্ট্যান,বলি অভিনেত্রী পূজা ভট্ট এবং ক্রিকেটার অজয় জাডেজা।
০৪৩০
‘বিগ বস্ ওটিটি ২’ শোয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদিক্কির স্ত্রী আলিয়া সিদ্দিকি। তাঁদের দাম্পত্য কলহ এখনও বলিপাড়ার চর্চার কেন্দ্রবিন্দু।
০৫৩০
নওয়াজ় এবং আলিয়া একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। সেই জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। নওয়াজ়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া।
০৬৩০
এমনকি আলিয়ার সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন নওয়াজ়ের মা মেহেরুন্নিসা। নওয়াজ় এবং আলিয়ার দাম্পত্য কলহের শিকার হয়েছে তাঁদের দুই সন্তান ইয়ানি এবং শোরা।
০৭৩০
আলিয়া এবং ভাই শামাস সিদ্দিকির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন নওয়াজ়। জনসমক্ষে এবং সমাজমাধ্যমে তাঁর চরিত্রকে কালিমালিপ্ত করা হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে ১০০ কোটির টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন অভিনেতা। তবে মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে সমঝোতা আবেদন জানিয়েছিলেন অভিনেতা নিজেই।
০৮৩০
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, আলিয়া নাকি বর্তমানে দুবাইয়ের এক বাসিন্দার সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনি নাকি আসলে ইতালি বংশোদ্ভূত।
০৯৩০
‘বিগ বস্ ওটিটি ২’ শোয়ে রয়েছেন মডেল অভিনেত্রী পলক পুরসওয়ানি। ‘ইয়ে রিশতে হ্যায় প্যার কে’, ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’র মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন পলক। এ ছাড়াও ‘রুহানিয়ত’ নামে একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন তিনি।
১০৩০
২০২১ সালের জানুয়ারি মাসে দীর্ঘকালীন প্রেমিক অবিনাশ সচদেওয়ের সঙ্গে রোকা পর্ব সেরে ফেলেছিলেন পলক। চার বছর ধরে সম্পর্কে ছিলেন দু’জনে।
১১৩০
অবিনাশ নিজেও ধারাবাহিকে অভিনয়ের সঙ্গে যুক্ত। কিন্তু দুই টেলি তারকার সম্পর্ক বেশি দূর গড়ায়নি। রোকা পর্বের পর সম্পর্কে ইতি টানেন অবিনাশ এবং পলক।
১২৩০
‘বিগ বস্’ মানেই বিতর্ক। তাই প্রিমিয়ার পর্ব থেকেই দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি করতে প্রতিযোগী হিসাবে বেছে নেওয়া হয়েছে অবিনাশকেও। প্রতিযোগীর নির্বাচন পর্বে পলকের সঙ্গে অবিনাশের মধ্যে নীরব, ঠান্ডা লড়াই চলেছিল।
১৩৩০
‘ছোটি বহু’ হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন অবিনাশ। ধারাবাহিকে অভিনয়ের সময় টেলি অভিনেত্রী রুবিনা দিলাইকের সঙ্গে প্রেম করতেন অবিনাশ। পরে তাঁদের বিচ্ছেদও হয়।
১৪৩০
২০১৫ সালে ‘ইস প্যার কো কয়া নাম দুঁ— এক বার ফির’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী শলমলি দেসাইয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অবিনাশ। কিন্তু বিয়ের দু’বছর পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
১৫৩০
পরে পলকের সঙ্গে সম্পর্কে এসেছিলেন অবিনাশ। কিন্তু সেই সম্পর্কও পরিণতি পায়নি। আপাতত ‘বিগ বস্’-এর ঘরে প্রতিযোগী হিসাবেই দিন কাটাবেন দু’জনে।
১৬৩০
প্রতিযোগী হিসাবে ‘বিগ বস্ ওটিটি ২’ রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেছেন মনীষা রানি। সমাজমাধ্যমে প্রভাবী হিসাবে কাজ করেন তিনি। ইউটিউব এবং ইনস্টাগ্রামে পরিচিতি রয়েছে তাঁর।
১৭৩০
২০১৯ সাল থেকে ইউটিউবে ভিডিয়ো তৈরি করে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিষেক মলহন ওরফে ফুকরা ইনসান। কখনও খেলা সংক্রান্ত ভিডিয়ো, কখনও বা মিউজ়িক ভিডিয়োও বানান তিনি।
১৮৩০
তবে অধিকাংশ সময় নানা রকম ‘চ্যালেঞ্জ’ সংক্রান্ত ভিডিয়ো ইউটিউবে পোস্ট করে থাকেন অভিষেক। শনিবার ‘বিগ বস্’-এর ঘরে প্রতিযোগী হিসাবে প্রবেশ করেছেন তিনিও।
১৯৩০
সমাজমাধ্যমের প্রভাবী হিসাবে কাজ করেন পুনীত সুপারস্টার। প্রতিযোগী হিসাবে ‘বিগ বস্’-এ অংশগ্রহণ করেছেন তিনিও। কিন্তু ঘরে প্রবেশ করার ২৪ ঘণ্টা পার হতে না হতেই শো থেকে বার করে দেওয়া হয় পুনীতকে।
২০৩০
পুনীতের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি শোয়ের প্রযোজকদের উদ্দেশে কটূক্তি করেছেন। সারা শরীরে নাকি টুথপেস্টও মেখে নিয়েছিলেন তিনি। পুনীতের বিরুদ্ধে ঘরের সম্পত্তি নষ্ট করার অভিযোগও আনা হয়েছে। এই প্রথম শো শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কোনও প্রতিযোগীকে বার করে দেওয়া হয়েছে।
২১৩০
বলি গায়ক মিকা সিংহের স্বয়ম্বরের অনুষ্ঠানে অংশগ্রহণ করে জনপ্রিয় হয়ে ওঠেন আকাঙ্ক্ষা পুরী। একাধিক হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। আকাঙ্ক্ষাকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন মিকা।
২২৩০
কিন্তু আকাঙ্ক্ষার দাবি, মিকার সঙ্গে তাঁর বহু বছরের বন্ধুত্ব। তাঁরা বন্ধু হয়েই থাকতে চান। একে অপরকে বিয়ে করবেন না তাঁরা। মডেল অভিনেতা পরস ছবড়ার সঙ্গে সম্পর্কে নিয়েও চর্চায় আসেন আকাঙ্ক্ষা। ‘বিগ বস্’-এর ঘরে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন আকাঙ্ক্ষা।
২৩৩০
প্রতিযোগীদের তালিকায় রয়েছেন জিয়া শঙ্কর। ‘মেরি হানিকারক বিবি’, ‘পিশাচিনী’র মতো ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে ২৮ বছর বয়সি এই টেলি অভিনেত্রীকে।
২৪৩০
তুনিশা শর্মা মৃত্যু মামলায় অভিযুক্ত শিজ়ান খানের বোন ফলক নাজ়ও প্রবেশ করেছেন ‘বিগ বস্’-এর ঘরে। এক দশক ধরে হিন্দি ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
২৫৩০
‘স্ট্যান্ড আপ কমেডিয়ান’ হিসাবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন সাইরাস বারুচা। ‘বিগ বস্’-এর ঘরে প্রতিযোগী হিসাবে দেখা মিলবে তাঁর।
২৬৩০
পশ্চিম এশিয়ার সর্বাধিক উপার্জনকারী মডেলদের তালিকায় নাম লিখিয়েছেন জাদ হাদিদ। বিয়ের পর মডেল রামোনা খালিলের সঙ্গে পাঁচ বছর এক ছাদের তলায় ঘর করেছেন তিনি। চার বছর বয়সি এক কন্যাসন্তানও রয়েছে তাঁর। কিন্তু রামোনার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁর। ‘বিগ বস্’-এ প্রতিযোগী হিসাবে দেখা যাবে জাদকে।
২৭৩০
‘ভাগ্যলক্ষ্মী’ হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছেন বেবিকা ধ্রুভে। পেশায় দন্ত্যচিকিৎসক তিনি। ‘বিগ বস্’-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন এই টেলি অভিনেত্রী।
২৮৩০
নির্বাচনের আসনে বসেছিলেন পূজা ভট্ট। কিন্তু প্রিমিয়ার পর্বের শেষে দর্শকদের চমক দিতে ১৩তম প্রতিযোগী হিসাবে প্রকাশ্যে আসেন বলি অভিনেত্রী।
২৯৩০
কানাঘুষো শোনা যাচ্ছে, দুষ্টু ছবির নায়িকা মিয়া খলিফাকে দেখা যাবে ‘বিগ বস্ ওটিটি’-র দ্বিতীয় সিজ়নে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে আত্মপ্রকাশ করবেন নায়িকা। ভারতীয় কোনও মঞ্চে এই প্রথম দেখা যাবে তাঁকে। যদিও এই প্রসঙ্গে কিছুই জানাননি মিয়া।
৩০৩০
এ বছর ‘বিগ বস্’-এর গৃহসজ্জার দায়িত্বে ছিলেন ওমাং কুমার। প্লাস্টিক বোতলের মতো বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে ‘বিগ বস্’-এর এই ‘স্ট্রেঞ্জ হাউস’। এই ঘরেই আগামী ছ’সপ্তাহ ধরে চলবে ১৩ জন প্রতিযোগীর হাড্ডাহাড্ডি লড়াই।