Advertisement
২২ জানুয়ারি ২০২৫
bollywood celebrities

করিনা থেকে অনুষ্কা, বলিপাড়ার তিন খানের সঙ্গেই অভিনয় করেছেন যে অভিনেত্রীরা

শাহরুখ খান, আমির খান এবং সলমন খান— বলিপাড়ার এই তিন খানের সঙ্গে অভিনয় করা ইন্ডাস্ট্রির বহু নবাগত তারকার স্বপ্ন থাকে। সেই স্বপ্নপূরণ হওয়াও ভাগ্যের ব্যাপার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৪:২৯
Share: Save:
০১ ২৬
শাহরুখ খান, আমির খান এবং সলমন খান— বলিপাড়ার এই তিন খানের সঙ্গে অভিনয় করা ইন্ডাস্ট্রির বহু নবাগত তারকার স্বপ্ন। সেই স্বপ্নপূরণ হওয়াও ভাগ্যের ব্যাপার। তবে হিন্দি চলচ্চিত্রজগতে এমন বহু অভিনেত্রী রয়েছেন যাঁরা তিন খানের সঙ্গেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন।

শাহরুখ খান, আমির খান এবং সলমন খান— বলিপাড়ার এই তিন খানের সঙ্গে অভিনয় করা ইন্ডাস্ট্রির বহু নবাগত তারকার স্বপ্ন। সেই স্বপ্নপূরণ হওয়াও ভাগ্যের ব্যাপার। তবে হিন্দি চলচ্চিত্রজগতে এমন বহু অভিনেত্রী রয়েছেন যাঁরা তিন খানের সঙ্গেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন।

০২ ২৬
১৯৯৮ সাল। বলি অভিনেত্রী প্রীতি জ়িন্টা সেই বছরই প্রথম বড় পর্দায় পা রাখেন। কেরিয়ারের প্রথম ছবিতেই শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান প্রীতি।

১৯৯৮ সাল। বলি অভিনেত্রী প্রীতি জ়িন্টা সেই বছরই প্রথম বড় পর্দায় পা রাখেন। কেরিয়ারের প্রথম ছবিতেই শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান প্রীতি।

০৩ ২৬
‘দিল সে’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যায় প্রীতিকে। তা ছাড়া ‘কভি অলবিদা না কহনা’, ‘কল হো না হো’ এবং ‘বীর জ়ারা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন শাহরুখ এবং প্রীতি।

‘দিল সে’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যায় প্রীতিকে। তা ছাড়া ‘কভি অলবিদা না কহনা’, ‘কল হো না হো’ এবং ‘বীর জ়ারা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন শাহরুখ এবং প্রীতি।

০৪ ২৬
সলমনের সঙ্গেও অভিনয়ের সুযোগ পান প্রীতি। ‘হর দিল জো প্যার করেগা’, ‘দিল নে জিসে আপনা কহা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’ এবং ‘জানে মন’ ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেন তিনি।

সলমনের সঙ্গেও অভিনয়ের সুযোগ পান প্রীতি। ‘হর দিল জো প্যার করেগা’, ‘দিল নে জিসে আপনা কহা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’ এবং ‘জানে মন’ ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেন তিনি।

০৫ ২৬
শাহরুখ এবং সলমনের সঙ্গে ছবির তালিকার নাম দীর্ঘ হলেও আমিরের সঙ্গে একটি মাত্র হিন্দি ছবিতে অভিনয় করেছেন প্রীতি। ২০০১ সালে ফারহান আখতারের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিল চাহতা হ্যায়’। এই ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যায় প্রীতিকে।

শাহরুখ এবং সলমনের সঙ্গে ছবির তালিকার নাম দীর্ঘ হলেও আমিরের সঙ্গে একটি মাত্র হিন্দি ছবিতে অভিনয় করেছেন প্রীতি। ২০০১ সালে ফারহান আখতারের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিল চাহতা হ্যায়’। এই ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যায় প্রীতিকে।

০৬ ২৬
‘দিওয়ানা মুঝসা নেহি’ এবং ‘দিল’ নামের দু’টি ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করেন মাধুরী দীক্ষিত।

‘দিওয়ানা মুঝসা নেহি’ এবং ‘দিল’ নামের দু’টি ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করেন মাধুরী দীক্ষিত।

০৭ ২৬
‘দিল তেরা আশিক’, ‘সাজন’, ‘হম আপকে হ্যায় কৌন’ এবং ‘হম তুমহারে হ্যায় সনম’ ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেন মাধুরী। অবশ্য সলমন ছাড়া ‘হম তুমহারে হ্যায় সনম’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখও।

‘দিল তেরা আশিক’, ‘সাজন’, ‘হম আপকে হ্যায় কৌন’ এবং ‘হম তুমহারে হ্যায় সনম’ ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেন মাধুরী। অবশ্য সলমন ছাড়া ‘হম তুমহারে হ্যায় সনম’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখও।

০৮ ২৬
শাহরুখের সঙ্গে ‘হম তুমহারে হ্যায় সনম’ ছাড়াও ‘দিল তো পাগল হ্যায়’, ‘কোয়লা’, ‘অঞ্জাম’ এবং ‘দেবদাস’ ছবিতে অভিনয় করেন মাধুরী।

শাহরুখের সঙ্গে ‘হম তুমহারে হ্যায় সনম’ ছাড়াও ‘দিল তো পাগল হ্যায়’, ‘কোয়লা’, ‘অঞ্জাম’ এবং ‘দেবদাস’ ছবিতে অভিনয় করেন মাধুরী।

০৯ ২৬
‘দিল সে’ ছবিতে প্রীতি ছাড়াও শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মনীষা কৈরালা। তা ছাড়া ‘গুড্ডু’ ছবিতেও শাহরুখ এবং মনীষাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। ‘অচানক’ ছবিতে নায়িকার ভূমিকায় মনীষা থাকলেও শাহরুখকে দেখা গিয়েছিল ক্যামিয়ো চরিত্রে।

‘দিল সে’ ছবিতে প্রীতি ছাড়াও শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মনীষা কৈরালা। তা ছাড়া ‘গুড্ডু’ ছবিতেও শাহরুখ এবং মনীষাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। ‘অচানক’ ছবিতে নায়িকার ভূমিকায় মনীষা থাকলেও শাহরুখকে দেখা গিয়েছিল ক্যামিয়ো চরিত্রে।

১০ ২৬
আমিরের সঙ্গে ‘অকেলে হম অকেলে তুম’ এবং ‘মন’ নামের দু’টি ছবিতে অভিনয় করেছেন মনীষা।

আমিরের সঙ্গে ‘অকেলে হম অকেলে তুম’ এবং ‘মন’ নামের দু’টি ছবিতে অভিনয় করেছেন মনীষা।

১১ ২৬
‘মাঝধার’, ‘সঙ্গদিল সনম’, ‘খামোশি: দ্য মিউজ়িক্যাল’— এই তিনটি ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে মনীষাকে।

‘মাঝধার’, ‘সঙ্গদিল সনম’, ‘খামোশি: দ্য মিউজ়িক্যাল’— এই তিনটি ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে মনীষাকে।

১২ ২৬
বর্তমানে অভিনয়জগৎ থেকে সরে গেলেও নব্বইয়ের দশকে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছিলেন বলি অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খন্না। বলিপাড়ার তিন খানের সঙ্গে অভিনয় করেছিলেন তিনিও।

বর্তমানে অভিনয়জগৎ থেকে সরে গেলেও নব্বইয়ের দশকে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছিলেন বলি অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খন্না। বলিপাড়ার তিন খানের সঙ্গে অভিনয় করেছিলেন তিনিও।

১৩ ২৬
১৯৯৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ অভিনীত ‘বাদশা’। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন টুইঙ্কল। তা ছাড়া অন্য কোনও ছবিতে শাহরুখ এবং টুইঙ্কলকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।

১৯৯৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ অভিনীত ‘বাদশা’। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন টুইঙ্কল। তা ছাড়া অন্য কোনও ছবিতে শাহরুখ এবং টুইঙ্কলকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।

১৪ ২৬
‘জব প্যার কিসি সে হোতা হ্যায়’ ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন টুইঙ্কল। দুই তারকাকে আর কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি।

‘জব প্যার কিসি সে হোতা হ্যায়’ ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন টুইঙ্কল। দুই তারকাকে আর কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি।

১৫ ২৬
আমিরের সঙ্গেও একটি মাত্র ছবিতে অভিনয় করতে দেখা যায় টুইঙ্কলকে। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘মেলা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন দুই তারকা।

আমিরের সঙ্গেও একটি মাত্র ছবিতে অভিনয় করতে দেখা যায় টুইঙ্কলকে। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘মেলা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন দুই তারকা।

১৬ ২৬
বড় পর্দায় শাহরুখের সঙ্গে কাজলের জুটি সকলের প্রিয়। ‘কর্ণ অর্জুন’, ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ় খান’ এবং ‘দিলওয়ালে’র মতো একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ এবং কাজল।

বড় পর্দায় শাহরুখের সঙ্গে কাজলের জুটি সকলের প্রিয়। ‘কর্ণ অর্জুন’, ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ় খান’ এবং ‘দিলওয়ালে’র মতো একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ এবং কাজল।

১৭ ২৬
‘প্যার কিয়া তো ডরনা কয়া’ এবং ‘কর্ণ অর্জুন’ ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেছেন কাজল।

‘প্যার কিয়া তো ডরনা কয়া’ এবং ‘কর্ণ অর্জুন’ ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেছেন কাজল।

১৮ ২৬
‘ইশ্‌ক’ এবং ‘ফনা’ ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যায় কাজলকে। ২০২২ সালে ‘সালাম ভেঙ্কি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন কাজল। এই ছবিতে অতিথিশিল্পী হিসাবে অভিনয় করেন আমির।

‘ইশ্‌ক’ এবং ‘ফনা’ ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যায় কাজলকে। ২০২২ সালে ‘সালাম ভেঙ্কি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন কাজল। এই ছবিতে অতিথিশিল্পী হিসাবে অভিনয় করেন আমির।

১৯ ২৬
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রব নে বানা দি জোড়ি’ ছবিটির হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন অনুষ্কা শর্মা। কেরিয়ারের প্রথম ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগ পান অভিনেত্রী। তা ছাড়া ‘জ়িরো’, ‘জব তক হ্যায় জান’, ‘জব হ্যারি মেট সেজল’ ছবিতেও শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রব নে বানা দি জোড়ি’ ছবিটির হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন অনুষ্কা শর্মা। কেরিয়ারের প্রথম ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগ পান অভিনেত্রী। তা ছাড়া ‘জ়িরো’, ‘জব তক হ্যায় জান’, ‘জব হ্যারি মেট সেজল’ ছবিতেও শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা।

২০ ২৬
শাহরুখের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করলেও বলিপাড়ার অন্য দুই খানের সঙ্গে মাত্র একটি করে ছবিতে অভিনয় করেছেন অনুষ্কা। আমিরের সঙ্গে ‘পিকে’ এবং সলমনের সঙ্গে ‘সুলতান’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

শাহরুখের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করলেও বলিপাড়ার অন্য দুই খানের সঙ্গে মাত্র একটি করে ছবিতে অভিনয় করেছেন অনুষ্কা। আমিরের সঙ্গে ‘পিকে’ এবং সলমনের সঙ্গে ‘সুলতান’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

২১ ২৬
সলমন খান এব‌ং ক্যাটরিনা কইফের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা রকম কানাঘুষো শোনা যায়। আবার বলিপাড়ার তিন খানের মধ্যে সলমনের সঙ্গেই সবচেয়ে বেশি অভিনয় করেছেন ক্যাটরিনা। ‘যুবরাজ’, ‘ম্যায়নে প্যার কিঁউ কিয়া’, ‘পার্টনার’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘টাইগার ৩’ এবং ‘ভারত’-এর মতো একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সলমন এবং ক্যাটরিনা।

সলমন খান এব‌ং ক্যাটরিনা কইফের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা রকম কানাঘুষো শোনা যায়। আবার বলিপাড়ার তিন খানের মধ্যে সলমনের সঙ্গেই সবচেয়ে বেশি অভিনয় করেছেন ক্যাটরিনা। ‘যুবরাজ’, ‘ম্যায়নে প্যার কিঁউ কিয়া’, ‘পার্টনার’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘টাইগার ৩’ এবং ‘ভারত’-এর মতো একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সলমন এবং ক্যাটরিনা।

২২ ২৬
‘ধুম ৩’ এবং ‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’ ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যায় ক্যাটরিনাকে।

‘ধুম ৩’ এবং ‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’ ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যায় ক্যাটরিনাকে।

২৩ ২৬
‘জ়িরো’ এবং ‘জব তক হ্যায় জান’ নামের দু’টি ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা।

‘জ়িরো’ এবং ‘জব তক হ্যায় জান’ নামের দু’টি ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা।

২৪ ২৬
‘ডন’, ‘রা ওয়ান’, ‘কভি খুশি কভি গম’ এবং ‘অশোকা’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেন করিনা কপূর খান।

‘ডন’, ‘রা ওয়ান’, ‘কভি খুশি কভি গম’ এবং ‘অশোকা’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেন করিনা কপূর খান।

২৫ ২৬
‘তালাশ’, ‘থ্রি ইডিয়ট্‌স’ এবং ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে করিনা এবং আমিরকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়।

‘তালাশ’, ‘থ্রি ইডিয়ট্‌স’ এবং ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে করিনা এবং আমিরকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়।

২৬ ২৬
‘কিঁউ কি’, ‘ব়ডিগার্ড’, ‘মি অ্যান্ড মেসার্স খন্না’ এবং ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করতে দেখা যায় করিনাকে। ২০১২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দবং ২’। সলমন অভিনীত এই ছবিতে একটি নাচের দৃশ্যে অভিনয় করেছিলেন করিনা।

‘কিঁউ কি’, ‘ব়ডিগার্ড’, ‘মি অ্যান্ড মেসার্স খন্না’ এবং ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করতে দেখা যায় করিনাকে। ২০১২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দবং ২’। সলমন অভিনীত এই ছবিতে একটি নাচের দৃশ্যে অভিনয় করেছিলেন করিনা।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy