যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যের সত্যতা বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন ইন্দ্রা নুয়ী, ফাল্গুনী নায়ার, কিরণ মজুমদার শ, রোশনি নাদাররা। ভারতীয় বণিক মহলে এই নারীদের রাজ্যপাট মুকেশ অম্বানী, গৌতম আদানিদের থেকে নেহাত কম নয়! অন্দরমহলে আটকে না থেকে মুক্ত বিহঙ্গের মতো নিজেদের মেলে ধরেছেন দেশের এই মহিলা ধনকুবেররা।
একটা সময় ছিল যখন কোনও সংস্থার সিইও, উদ্যোগপতি, সিএফও পদে কোনও মহিলাকে ভাবাই যেত না। বরাবরই এই পদগুলি ছিল পুরুষদের একচ্ছত্র আধিপত্য। তবে সে সব এখন অতীত। পুরুষদের সঙ্গে টেক্কা দিয়ে সংস্থার শীর্ষ পদে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন নারীরাও। দেশের সেই নারীশক্তির কথাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।