Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Faiq Jefri Bolkiah

খেলেন তাইল্যান্ডের ক্লাবে, এঁর সম্পত্তির পরিমাণ মেসি-রোনাল্ডোর মিলিত সম্পত্তির ১৮ গুণ!

ফাইকের বাবা জেফরি বলকিয়াহ ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর ছোট ভাই। জেফরি তাঁর জমকালো জীবনযাপনের জন্য পরিচিত। তাঁর সংগ্রহে নাকি ২৩০০-রও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০৩
Share: Save:
০১ ২২
Faiq Jefri Bolkiah is rich than messi and ronaldo.

ফাইক জেফরি বলকিয়াহ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, ২৪ বছর বয়সি এই তরুণই নাকি বিশ্বের ধনীতম ফুটবলার।

০২ ২২
Faiq Jefri Bolkiah is rich than mbappe.

মেসি, রোনাল্ডো, নেমার বা এমবাপের মতো বিশ্ব ফুটবলে ফাইক অতি পরিচিত নাম নয়। তবে তিনিই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার।

০৩ ২২
Faiq Jefri Bolkiah is a member of Brunei Royal Family.

ফাইকের জন্ম ১৯৯৮ সালের ৯ মে। ব্রুনেই রাজপরিবারের সদস্য ফাইক বর্তমানে তাইল্যান্ডের লিগ-১ ক্লাব ‘চোনবুরি’র মিডফিল্ডার।

০৪ ২২
Faiq Jefri Bolkiah born in America.

ব্রুনেইয়ের রাজপরিবারের সদস্য হলেও ফাইকের জন্ম আমেরিকায়। ‘চোনবুরি’র হয়ে খেলা ছাড়াও তিনি ব্রুনেই জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

০৫ ২২
Brunei is rich with natural resources.

ব্রুনেই এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার রয়েছে। সুতরাং, এটি আশ্চর্যের নয় যে, ব্রুনেই রাজপরিবারের একজন সদস্যের কাছে অন্যান্য ধনী ফুটবলারের চেয়ে বেশি সম্পত্তি থাকবে।

০৬ ২২
Faiq Jefri Bolkiah is the son of Jefri Bolkiah.

ফাইকের বাবা জেফরি বলকিয়াহ ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর ছোট ভাই। জেফরি তাঁর জমকালো জীবনযাপনের জন্য পরিচিত। তাঁর সংগ্রহে নাকি ২৩০০-রও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে।

০৭ ২২
Faiq Jefri Bolkiah is owner of huge wealth.

ফাইকের নিজস্ব সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। ২০১৮ সালের একটি স্পেনীয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ফাইকের মোট সম্পত্তির মূল্য ২০০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা)।

০৮ ২২
Faiq Jefri Bolkiah has made it clear that he intends to ascend the ladder of success on his own merit by playing football.

অন্য দিকে, মেসির মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে ৬০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ৯৬০ কোটি টাকা) এবং রোনাল্ডোর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ১৩৩ কোটি টাকা)। অর্থাৎ, মেসি-রোনাল্ডোর থেকে কয়েক গুণ বেশি সম্পত্তি রয়েছে ফাইকের।

০৯ ২২
Faiq Jefri Bolkiah has not earned huge money from football.

তবে ফাইকের এত পরিমাণ সম্পত্তি তিনি মোটেও ফুটবল খেলে আয় করেননি। তাঁর বেশির ভাগ সম্পত্তিই রাজপরিবার সূত্রে পাওয়া।

১০ ২২
Sultan Hassanal Bolkiah is the world’s second longest ruling monarch.

সুলতান হাসানাল বলকিয়াহ হলেন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম শাসক। তালিকার শীর্ষে রয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৬৭ সালে তিনি ক্ষমতায় আসেন। অনুমান করা হয় হাসানালের সম্পত্তির মোট মূল্য প্রায় ২৮ বিলিয়ন ডলার।

১১ ২২
Faiq Jefri Bolkiah’s cousins, Prince Abdul Azim, a hollywood film producer died in 2020.

ফাইকের এক খুড়তুতো ভাই তথা সুলতান হাসানালের দ্বিতীয় পুত্রসন্তান প্রিন্স আব্দুল আজিম ২০২০ সালে মারা যান। আজিম একজন হলিউড প্রযোজক ছিলেন।

১২ ২২
Michel Jackson has also performed in Faiq Jefri Bolkiah's father private party.

ব্রুনেইয়ের এক জন বিতর্কিত ব্যক্তিত্ব ফাইকের বাবা জেফরি। উদ্ভট জীবনযাপন এবং খামখেয়ালিপনার জন্য তিনি বিশেষ ভাবে পরিচিত। মাইকেল জ্যাকসনকে একটি ব্যক্তিগত পার্টিতে নাচাগানা করার জন্য কোটি কোটি টাকা দিয়েছিলেন জেফরি।

১৩ ২২
Government brought serious financial charges against Faiq Jefri Bolkiah's father.

জেফরির বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ আনে ব্রুনেই সরকার। শাস্তির হাত থেকে বাঁচতে সরকারকে প্রায় ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসাবে দেন জেফরি।

১৪ ২২
Faiq Jefri Bolkiah spend his childhood in Britain.

রাজপরিবারের সদস্য ফাইক আমেরিকার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করলেও তাঁর শৈশব কেটেছে ব্রিটেনে। সেখানেই ফুটবলের প্রেমে পড়েন তিনি।

১৫ ২২
Faiq Jefri Bolkiah started club career with AFC Newbury.

বর্তমানে বন্ধ হয়ে যাওয়া এএফসি নিউবারি থেকে ক্লাব ফুটবলে অভিষেক ঘটে ফাইকের। বার্কশায়ার দলের হয়ে খেলার সময় তিনি সকলের নজর কেড়েছিলেন।

১৬ ২২
Faiq Jefri Bolkiah played for arsenal.

এর পর ভাগ্যপরীক্ষার জন্য এফসি রিডিং এবং আর্সেনাল ক্লাবের দ্বারস্থ হন ফাইক। ২০১৩ সালে আর্সেনালের অনূর্ধ্ব ১৮ দলের হয়ে তিনি সিঙ্গাপুরে লায়ন সিটি কাপে অংশগ্রহণ করেছিলেন। একটি গোলও করেন তিনি।

১৭ ২২
Faiq Jefri Bolkiah played for chelsea club.

২০১৪ সালে চেলসির অনূর্ধ্ব ১৮ দলের হয়ে খেলতে শুরু করেন। কিন্তু তাঁর সঙ্গে কোনও চুক্তি করেনি চেলসি।

১৮ ২২
Faiq Jefri Bolkiah signed three year contract with lester city club.

চেলসির মূল দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ দেখে ২০১৫ সালের ডিসেম্বরে স্টোক সিটিতে একটি ট্রায়ালে অংশ নেন ফাইক। এর পর তিনি লেস্টার সিটির সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেন।

১৯ ২২
Faiq Jefri Bolkiah joined c.s maritimo also.

২০২০ সালের ২৩ সেপ্টেম্বর ফা‌ইক সিএস মার্টিমো দলে যোগ দেন। ২০২১-এ যোগ দেন চোনবুরিতে।

২০ ২২
Faiq Jefri Bolkiah is the captain of Brunei football team.

মাত্র ২২ বছর বয়সেই ফাইক ব্রুনেই জাতীয় ফুটবল দলের অধিনায়ক হন। তিনিই দলের একমাত্র খেলোয়াড়, যাঁর শীর্ষ স্তরের ইউরোপীয় ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে।

২১ ২২
Faiq Jefri Bolkiah is richest among all footballers.

সম্পত্তির নিরিখে বিশ্বের সব ফুটবলারের মধ্যে শীর্ষে রয়েছেন ফাইক। তবে স্পষ্ট করে দিয়েছেন, তিনি নিজের যোগ্যতায় সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে চান।

২২ ২২
Faiq Jefri Bolkiah is not very much active in Social Media.

ফাইক সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নন। মূলত ফুটবল নিয়েই তিনি মেতে থাকেন। বেশির ভাগ সময়ই প্রশিক্ষণ শিবিরের ছবি তিনি সমাজমাধ্যমে পোস্ট করেন। মাঝেমধ্যে পোষা বাঘের সঙ্গে খুনসুটি করার ছবিও সমাজমাধ্যমে দেন ফাইক।

ছবি: ফেসবুক এবং ইনস্টাগ্রাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy