নয়ডার ওই এলাকায় বেআইনি ভাবে নির্মিত জোড়া অট্টালিকা আপাতত ধুলো বালিতে পর্যবসিত। রাজধানী দিল্লির সুউচ্চ স্তম্ভ কুতুব মিনারের থেকেও উঁচু দু’টি ইমারতকে ৩৫ হাজার কেজি বিস্ফোরক ব্যবহার করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। একটি সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, ৩৫ হাজার কেজি বিস্ফোরকের ক্ষমতা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের থেকেও বেশি।