In the history of Hindi Cinema These films are part of 1000 Crore club dgtl
Entertainment News
বলিউডের ইতিহাসে হাজার কোটির গণ্ডি ছাড়িয়েছিল এই ছবিগুলি
হিট আর ফ্লপের চেনা গতে বাঁধা বলিউড। কোনও ছবি কখনও এতটাই হিট হয়ে যায় যে, কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলে বক্স অফিসে। কোনও ছবি আবার ফ্লপ হয়ে তলিয়ে যায় অতলে। এমনই কিছু ছবির খোঁজ করা হোক যেগুলি হাজার কোটিরও গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ১৭:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
হিট আর ফ্লপের চেনা গতে বাঁধা বলিউড। কোনও ছবি কখনও এতটাই হিট হয়ে যায় যে, কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলে বক্স অফিসে। কোনও ছবি আবার ফ্লপ হয়ে তলিয়ে যায় অতলে। এমনই কিছু ছবির খোঁজ করা হোক যেগুলি হাজার কোটিরও গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
০২০৯
দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে- প্রথম ছবি দিয়েই বলিউডে বাজিমাত করে দিয়েছিলেন আদিত্য চোপড়া। মুক্তি পেয়েছিল সেই ’৯৫ সালে। ২৮ বছর ধরে মুম্বইয়ের এক সিনেমা হলে চলেছিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। আজ অবধি প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
০৩০৯
ববি- ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল রাজ কপূরের ‘ববি’। মুখ্য চরিত্রে ঋষি কপূরের প্রথম ছবি এটিই। সেই ছবিই আবার বক্স অফিসে সুপার-ডুপার হিট হয়েছিল। ১০০০ কোটির ক্লাবেও ঢুকে গিয়েছিল ‘ববি’। বিশ্বজুড়ে মোট ১১৬০ কোটি টাকার ব্যবসা করেছিল ‘ববি’।
০৪০৯
ডিস্কো ডান্সার- মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ডিস্কো ডান্সার’ বক্স অফিসে বিপুল অঙ্কের ব্যবসা করেছিল। ১২০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছিল ‘ডিস্কো ডান্সার’।
০৫০৯
হাম আপকে হ্যয় কৌন- গতানুগতিক ধাঁচে একটু বদল এনেছিল ‘হাম আপকে হ্যায় কৌন’। হাজার কোটির গণ্ডি পার করে প্রায় ১৩২০ কোটি টাকার মতো বক্স অফিসে ব্যবসা করেছিল সলমন খান অভিনীত এই ছবি।
০৬০৯
শোলে- বলিউডের সেরার সেরা ছবিগুলির মধ্যে ‘শোলে’ অন্যতম। ২০০২ সালে ব্রিটিশ ইনস্টিটিউটের বিচারে বিশ্বের সেরা ছবি নির্বাচিত হয়েছিল ‘শোলে’। এই ছবিও হাজার কোটি টাকার ওপরে ব্যবসা করেছিল।
০৭০৯
‘বাহুবলী ২’- ‘বাহুবলী’ সিরিজের দু’টি ছবিই বক্স অফিসে রমরমা ব্যবসা করেছিল। তবে ‘বাহুবলী ২’ প্রায় ১৭০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছিল।
০৮০৯
মুঘল-এ-আজম- খানিক অপ্রত্যাশিত ভাবেই এই ছবিটি বিপুল অঙ্কের ব্যবসা করেছিল। সেই সময়ে বক্স অফিসে মুঘল-এ-আজমের রোজগার ছিল ১১ কোটি টাকার কাছাকাছি। আর বিশ্বব্যাপী এই ছবিই প্রায় ২০০০ কোটি টাকার ব্যবসা করেছিল।
০৯০৯
দঙ্গল- মুক্তির পরেই বক্স অফিসে বিরাট ঝড় তুলেছিল ‘দঙ্গল’। বিশ্বজুড়ে প্রায় ২২০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।