Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Shubhra Shetty

বয়সে ২০ বছরের ছোট, এই বলিউডি নবাগতার সঙ্গে লিভ ইন করছেন অনুরাগ?

অভিনেত্রী পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেও তা উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন রিচা চাড্ডা, তাপসী পান্নু, প্রাক্তন স্ত্রী আরতি  এবং কল্কিও। এ হেন অনুরাগের জীবনে বিশেষ মানুষটি কে এখন?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ০৯:১২
Share: Save:
০১ ১৭
অনুরাগ কাশ্যপ। একাধিক সুপারহিট ছবির পরিচালক। নানা বিতর্কও রয়েছে তাঁকে ঘিরে। কিন্তু একটি বিষয়ে বারবার বলিউডের অভিনেত্রীদের বেশিরভাগই সহমত হয়েছেন, সেটি হল অনুরাগ পুরুষতন্ত্র বিরোধী, অনুরাগ প্রতিষ্ঠানবিরোধী। অভিনেত্রী পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেও তা উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন রিচা চাড্ডা, তাপসী পান্নু, প্রাক্তন স্ত্রী আরতি  এবং কল্কিও। এ হেন অনুরাগের জীবনে বিশেষ মানুষটি কে এখন?

অনুরাগ কাশ্যপ। একাধিক সুপারহিট ছবির পরিচালক। নানা বিতর্কও রয়েছে তাঁকে ঘিরে। কিন্তু একটি বিষয়ে বারবার বলিউডের অভিনেত্রীদের বেশিরভাগই সহমত হয়েছেন, সেটি হল অনুরাগ পুরুষতন্ত্র বিরোধী, অনুরাগ প্রতিষ্ঠানবিরোধী। অভিনেত্রী পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেও তা উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন রিচা চাড্ডা, তাপসী পান্নু, প্রাক্তন স্ত্রী আরতি  এবং কল্কিও। এ হেন অনুরাগের জীবনে বিশেষ মানুষটি কে এখন?

০২ ১৭
বিভিন্ন সময়ে ‘দেব ডি’, ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর মতো ছবির জন্য শিরোনামে এসেছেন অনুরাগ। আবার অভিনেত্রী কল্কি কেঁকলার সঙ্গে ২০১১-এ বিয়েও অনুরাগকে শিরোনামে এনে  দিয়েছিল।

বিভিন্ন সময়ে ‘দেব ডি’, ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর মতো ছবির জন্য শিরোনামে এসেছেন অনুরাগ। আবার অভিনেত্রী কল্কি কেঁকলার সঙ্গে ২০১১-এ বিয়েও অনুরাগকে শিরোনামে এনে  দিয়েছিল।

০৩ ১৭
 ২০০৯-এ আরতি বাজাজের সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকার সময়ই কল্কিকে ডেট করতে শুরু করেন অনুরাগ। তবে সে সম্পর্ক সুখের ছিল না। ২০১৫-এ কল্কির সঙ্গেও বিবাহবিচ্ছেদ হয় তাঁর। বিচ্ছেদ হলেও অনুরাগের সঙ্গে কল্কির বন্ধুত্ব রয়েছে।

 ২০০৯-এ আরতি বাজাজের সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকার সময়ই কল্কিকে ডেট করতে শুরু করেন অনুরাগ। তবে সে সম্পর্ক সুখের ছিল না। ২০১৫-এ কল্কির সঙ্গেও বিবাহবিচ্ছেদ হয় তাঁর। বিচ্ছেদ হলেও অনুরাগের সঙ্গে কল্কির বন্ধুত্ব রয়েছে।

০৪ ১৭
তবে তিন বছর ধরে নাকি ইন্ডাস্ট্রিরই এক জনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অনুরাগ। ফের নাকি প্রেমে পড়েছেন পরিচালক। ইন্ডাস্ট্রিতে চলছে তেমনই জল্পনা।

তবে তিন বছর ধরে নাকি ইন্ডাস্ট্রিরই এক জনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অনুরাগ। ফের নাকি প্রেমে পড়েছেন পরিচালক। ইন্ডাস্ট্রিতে চলছে তেমনই জল্পনা।

০৫ ১৭
শুভ্রা শেট্টি নামে ২৩ বছরের এক তরুণীর সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অনুরাগ। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের একাধিক পোস্টে শুভ্রা নিজেই তা কার্যত স্বীকার করেছেন।

শুভ্রা শেট্টি নামে ২৩ বছরের এক তরুণীর সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অনুরাগ। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের একাধিক পোস্টে শুভ্রা নিজেই তা কার্যত স্বীকার করেছেন।

০৬ ১৭
দু’জনের ছবি শেয়ার করেছেন অনুরাগও। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতেও নাকি একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। নেটফ্লিক্সের জন্য 'চোকড' ছবিটি বানিয়েছেন অনুরাগ। তাঁর চিত্রনাট্য নাকি শুভ্রাই এনে দিয়েছিলেন অনুরাগের কাছে। অনুরাগের ছবি দেখলে প্রভাবিত হয়ে পড়েন খুব বেশি রকমের। কিন্তু এই ছবি অনুরাগ বানালে শুভ্রা দেখবেন, এমনটাই নাকি বলেছিলেন।

দু’জনের ছবি শেয়ার করেছেন অনুরাগও। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতেও নাকি একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। নেটফ্লিক্সের জন্য 'চোকড' ছবিটি বানিয়েছেন অনুরাগ। তাঁর চিত্রনাট্য নাকি শুভ্রাই এনে দিয়েছিলেন অনুরাগের কাছে। অনুরাগের ছবি দেখলে প্রভাবিত হয়ে পড়েন খুব বেশি রকমের। কিন্তু এই ছবি অনুরাগ বানালে শুভ্রা দেখবেন, এমনটাই নাকি বলেছিলেন।

০৭ ১৭
দুজনে নাকি লিভ ইন করছেন অনেক দিনই। যদিও এ নিয়ে অনুরাগ কিছু বলেননি। তবে দুজন নিউ ইয়র্কে বেড়াতে গিয়েছিলেন। সেখানে ছিলেন অনুরাগের মেয়ে আলিয়াও।

দুজনে নাকি লিভ ইন করছেন অনেক দিনই। যদিও এ নিয়ে অনুরাগ কিছু বলেননি। তবে দুজন নিউ ইয়র্কে বেড়াতে গিয়েছিলেন। সেখানে ছিলেন অনুরাগের মেয়ে আলিয়াও।

০৮ ১৭
অনুরাগের মেয়ের সঙ্গে নাকি শুভ্রার সম্পর্ক একেবারে বন্ধুর মতো, এ কথা বলিউডের বেশ কয়েকটি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

অনুরাগের মেয়ের সঙ্গে নাকি শুভ্রার সম্পর্ক একেবারে বন্ধুর মতো, এ কথা বলিউডের বেশ কয়েকটি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

০৯ ১৭
বয়সে ২০ বছরের ছোট প্রেমিকা, তা নিয়েও নাকি অনেকে নানা কথা বলেছেন অনুরাগকে। কিন্তু ভালবাসার কি কোনও বয়স রয়েছে নাকি?

বয়সে ২০ বছরের ছোট প্রেমিকা, তা নিয়েও নাকি অনেকে নানা কথা বলেছেন অনুরাগকে। কিন্তু ভালবাসার কি কোনও বয়স রয়েছে নাকি?

১০ ১৭
শুভ্রাকে গালে চুম্বন করতেও দেখা গিয়েছে অনুরাগকে। ছবিটি কোনও বন্ধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তা ভাইরাল হয়ে পড়ে।

শুভ্রাকে গালে চুম্বন করতেও দেখা গিয়েছে অনুরাগকে। ছবিটি কোনও বন্ধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তা ভাইরাল হয়ে পড়ে।

১১ ১৭
অনুরাগ কাশ্যপের ইনস্টাগ্রাম থেকেও কিন্তু শুভ্রার ছবি পোস্ট করা হয়েছিল। সেখানে একেবারে অন্যরকম লাগছিল মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের মাস কমে স্নাতকোত্তর পাশ করা তরুণীকে।

অনুরাগ কাশ্যপের ইনস্টাগ্রাম থেকেও কিন্তু শুভ্রার ছবি পোস্ট করা হয়েছিল। সেখানে একেবারে অন্যরকম লাগছিল মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের মাস কমে স্নাতকোত্তর পাশ করা তরুণীকে।

১২ ১৭
বিড়াল খুব ভালবাসেন, অর্থাৎ ক্যাট লাভার শুভ্রা। পছন্দ করেন সারা পৃথিবী ঘুরে বেড়াতে। পশু-পাখিদের অসম্ভব ভালবাসেন, নিজেও একজন ভিগান শুভ্রা।

বিড়াল খুব ভালবাসেন, অর্থাৎ ক্যাট লাভার শুভ্রা। পছন্দ করেন সারা পৃথিবী ঘুরে বেড়াতে। পশু-পাখিদের অসম্ভব ভালবাসেন, নিজেও একজন ভিগান শুভ্রা।

১৩ ১৭
'মাই লিটল লাভবার্ডস' বলে শুভ্রার এক বন্ধুও তাঁদের দুজনের ছবি পোস্ট করেছিলেন। মাসাবা গুপ্তা এবং মধু মান্টেনার একটি পার্টিতেও তাঁদের এক সঙ্গে দেখা গিয়েছিল।

'মাই লিটল লাভবার্ডস' বলে শুভ্রার এক বন্ধুও তাঁদের দুজনের ছবি পোস্ট করেছিলেন। মাসাবা গুপ্তা এবং মধু মান্টেনার একটি পার্টিতেও তাঁদের এক সঙ্গে দেখা গিয়েছিল।

১৪ ১৭
শুভ্রার সঙ্গে শরীরচর্চা করছেন, বল ডান্স করছেন বাড়িতে, এ রকম নানা খুনসুটির ছবিও প্রকাশ্যে এসেছে দুজনের। অনুরাগই পোস্ট করেছেন সেই ছবি।

শুভ্রার সঙ্গে শরীরচর্চা করছেন, বল ডান্স করছেন বাড়িতে, এ রকম নানা খুনসুটির ছবিও প্রকাশ্যে এসেছে দুজনের। অনুরাগই পোস্ট করেছেন সেই ছবি।

১৫ ১৭
অনুরাগ নিজে দুজনের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট। জাস্ট টু ক্লারিফাই আই অ্যাম দ্য বিউটি’। যদিও ক্যামেরার পিছনেই কাজ করেন শুভ্রা। তবে অনেকের ধারণা, অনুরাগের হাত ধরে নাকি ক্যামেরার সামনেও দেখা যেতে পারে তাঁকে।

অনুরাগ নিজে দুজনের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট। জাস্ট টু ক্লারিফাই আই অ্যাম দ্য বিউটি’। যদিও ক্যামেরার পিছনেই কাজ করেন শুভ্রা। তবে অনেকের ধারণা, অনুরাগের হাত ধরে নাকি ক্যামেরার সামনেও দেখা যেতে পারে তাঁকে।

১৬ ১৭
ফ্যানটম ফিল্মে কাজের সূত্রেই নাকি দুজনের আলাপ। শুভ্রা একটু অন্য ধরনের ছবি পছন্দ করেন সেই সূত্রে নাকি বন্ধুত্ব হয়েছিল।

ফ্যানটম ফিল্মে কাজের সূত্রেই নাকি দুজনের আলাপ। শুভ্রা একটু অন্য ধরনের ছবি পছন্দ করেন সেই সূত্রে নাকি বন্ধুত্ব হয়েছিল।

১৭ ১৭
শুভ্রার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু 'উড়তা পঞ্জাব'-এর পোস্টার রয়েছে। এই ছবির কথা বেশ কয়েকবার উল্লেখ করেছেন তিনি। অনুরাগের ‘রমন রাঘব’ ছবিতেও পোস্ট প্রোডাকশনে কাজ করেছেন শুভ্রা। তবে শুভ্রার সঙ্গে লিভ ইন বা সম্পর্কের বিষয়ে কখনওই অনুরাগ সরাসরি কিছু বলেননি।

শুভ্রার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু 'উড়তা পঞ্জাব'-এর পোস্টার রয়েছে। এই ছবির কথা বেশ কয়েকবার উল্লেখ করেছেন তিনি। অনুরাগের ‘রমন রাঘব’ ছবিতেও পোস্ট প্রোডাকশনে কাজ করেছেন শুভ্রা। তবে শুভ্রার সঙ্গে লিভ ইন বা সম্পর্কের বিষয়ে কখনওই অনুরাগ সরাসরি কিছু বলেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy