ED arrests two accused and several lacs worth of note from new town complex following a raid dgtl
ED Raid in Kolkata
গেমিং অ্যাপকাণ্ডে নয়া মোড়, লক্ষ লক্ষ টাকা উদ্ধার নিউ টাউনের আবাসন থেকে, ধৃত দুই
ইতিমধ্যেই বুধবার কেষ্টপুরের ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় দু’কোটি টাকা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ সংক্রান্ত ঘটনার তদন্তে ইডি হানা দেয় নিউ টাউনের এক আবাসনে। ইতিমধ্যেই বুধবার কেষ্টপুরের একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় দু’কোটি টাকা।
০২১০
সেই ঘটনার রেশ ধরেই কেন্দ্রীয় সংস্থা এ বার নিউ টাউনে। উদ্ধার হয়েছে আরও কয়েক লক্ষ টাকা। ধৃত দুই অভিযুক্ত।
০৩১০
সেই ঘটনায় নিউ টাউন থেকে এ বার দু’জন ধরা পড়লেন ইডির জালে। ধৃতেরা হলেন সন্তোষ যাদব এবং সাগর যাদব।
০৪১০
ইডি সূত্রে খবর, ধৃতদের মধ্যে গেমিং অ্যাপকাণ্ডে অন্যতম অভিযুক্ত সাগর। তাঁরই বন্ধু সন্তোষ। তাঁরা দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। কিন্তু কলকাতায় থাকেন। তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
০৫১০
গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল ঝাড়খণ্ডে। সেই তদন্তে নেমে বুধবার কেষ্টপুরে হানা দেয় ইডি। এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয় এক কোটি ৮৫ লক্ষ টাকা।
০৬১০
রবীন নামের ওই ব্যক্তি কলকাতার বাসিন্দা বলেই জানা গিয়েছিল। টাকার পাশাপাশি ওই বাড়ি থেকে মোবাইল ফোন এবং এটিএম কার্ড উদ্ধার করেছিল ইডি।
০৭১০
শুক্রবার একই ঘটনায় নিউ টাউনে হানা দেন কেন্দ্রীয় আধিকারিকেরা। দু’জনকে গ্রেফতার করা হয়।
০৮১০
এর আগে বৃহস্পতিবার কলকাতার অন্তত ন’টি জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা।
০৯১০
আলিপুরের একটি আবাসনে, মানিকতলা, গণেশচন্দ্র অ্যাভিনিউ, বড়বাজার, ডালহৌসি অঞ্চলের একটি অফিসে, সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে দেখা যায় ইডি আধিকারিকদের।
১০১০
তবে সেই তল্লাশি অভিযানের সঙ্গে ঝাড়খণ্ডের ঘটনার সম্পর্ক ছিল না।