জয়াপ্রদা। সত্তরের দশকে বলিজগতে পথচলা শুরু করে আশির দশকে জনপ্রিয়তার শিখরে পৌঁছন তিনি। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম, মরাঠি থেকে বাংলা ছবিতে অভিনয় করে নিজের কেরিয়ার গড়েছেন জয়া। এক সময় শ্রীদেবীর মতো তারকাকে টক্কর দিতেন তিনি। অভিনেত্রীর কর্মজীবন যতটা আলোর রোশনাইয়ে ভরপুর ছিল, তাঁর ব্যক্তিগত জীবন ছিল ততটাই কণ্টকময়।।