Cyclone Sitrang Update: no Severe impacts in Kolkata and Rain Forecast In South Bengal dgtl
Cyclone Sitrang
সিত্রাং যেতেই শীতের শিরশিরানি! ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচল কলকাতা, তাণ্ডব পদ্মাপারে
শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তিক্ষয় হবে। তার পর সেটি নিম্নচাপে পরিণত হবে।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ০৮:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
ঘূর্ণিঝড় সিত্রাঙের তাণ্ডব থেকে রেহাই পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকায় বৃষ্টি আর দমকা হাওয়া ছাড়া কলকাতা ও সংলগ্ন এলাকায় তেমন কোনও প্রভাব পড়ল না। যার জেরে কালীপুজোর আনন্দ মাটি হয়নি। বরং স্বস্তিদায়ক আবহাওয়ায় আলোর উৎসবে মাতলেন দক্ষিণবঙ্গবাসী।
০২১৫
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করেছে সিত্রাং।
০৩১৫
বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করার সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি। সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১০০ কিমি।
০৪১৫
শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তিক্ষয় হবে। তার পর সেটি নিম্নচাপে পরিণত হবে।
০৫১৫
সিত্রাঙের তাণ্ডবে বাংলাদেশে কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে। সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
০৬১৫
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, কুমিল্লায় ৩ জন, ভোলায় ২ জন, নড়াইলে ১ জন, বরগুনায় ১ জন এবং সিরাজগঞ্জে মৃত্যু হয়েছে ২ জনের।
০৭১৫
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় একটি গাছ উপড়ে পড়ে। তার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়।
০৮১৫
পশ্চিমবঙ্গে সেই অর্থে সিত্রাঙের দাপট দেখা যায়নি। সোমবার দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি আর দমকা হাওয়া বয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় রোদ ঝলমলে আকাশ।
০৯১৫
ঘূর্ণিঝড় বিদায় নেওয়ার পরই শীতের শিরশিরানি মালুম হচ্ছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সকালে শীতল ভাব অনুভূত হয়েছে কলকাতায়।
১০১৫
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে।
১১১৫
সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি নীচে।
১২১৫
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।