Couple got seven crore rupees after renovating the kitchen of their home dgtl
Gold Coin
রান্নাঘর সংস্কার করতে গিয়ে মিলল গুপ্তধন! নিলামে বিক্রি করে সাত কোটি টাকা পেলেন দম্পতি
ইংল্যান্ডের বাসিন্দা ড্যামসন দম্পতি। বাড়ির রান্নাঘর সংস্কার করার সময় মাটি খুঁড়ে এক ভারী পাত্র খুঁজে পান। কী ছিল পাত্রের ভিতর?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৪:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
২০১৯ সালের ঘটনা। রান্নাঘর নতুন করে বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের ড্যামসন (নাম পরিবর্তিত) দম্পতি।
০২১৪
পরিকল্পনামাফিক সেই কাজও শুরু করিয়ে দেন তাঁরা। সংস্কারের সময় রান্নাঘরের মেঝেও খুঁড়তে হয়েছিল। আর মাটি খুঁড়তে গিয়েই বেরিয়ে এল একটি পাত্র।
০৩১৪
পাত্রের আকার ছোট। দেখতে অনেকটা সোডা রাখার ক্যানের মতো। কিন্তু, পাত্রটি বেশ ভারী।
০৪১৪
ভিতরে কী রয়েছে তা দেখার কৌতূহল জাগে দম্পতির। পাত্র খুলে দেখা গেল তা সোনার মুদ্রায় ভর্তি!
০৫১৪
এ যে গুপ্তধন! সোনার মুদ্রাগুলি বহু বছরের পুরনো। গণনা করে দেখা যায়, মোট মুদ্রার সংখ্যা ২৬৪।
০৬১৪
পরে তাঁরা জানতে পারেন, সোনার মুদ্রাগুলি সপ্তদশ থেকে অষ্টাদশ শতকের। এই প্রাচীন মুদ্রাগুলির সঙ্গে ইংল্যান্ডের ইতিহাসের যোগ রয়েছে।
০৭১৪
সংবাদ সংস্থা সূত্রের খবর, পূর্ব ইয়র্কশায়ারের ফার্নলে-মেইস্টার্স নামের এক ধনী ব্যবসায়ী পরিবারের সম্পত্তি ছিল এই মুদ্রাগুলি।
০৮১৪
১৬১০ থেকে ১৭২৭ সালের মধ্যে ব্যবসা সূত্রে এই মুদ্রাগুলি তাঁদের দখলে আসে।
০৯১৪
প্রাচীন মুদ্রার নাগাল পাওয়ায় ড্যামসন দম্পতি লন্ডনের নিলামঘরের সঙ্গে যোগাযোগ করেন।
১০১৪
নিলাম বিশেষজ্ঞরা এই মুদ্রাগুলির খবর প্রকাশ করতেই আমেরিকা, ইউরোপ, জাপান, চিন এবং অস্ট্রেলিয়া থেকে বহু মানুষ আগ্রহ দেখান।
১১১৪
নিলাম বিশেষজ্ঞ গ্রেগরি এডমন্ড এক সাক্ষাৎকারে জানান, নিলামঘর থেকে যে দাম নির্ধারণ করা হয়েছিল তার চেয়ে তিন গুণ বেশি দামে বিক্রি হয়েছে এই মুদ্রাগুলি।
১২১৪
তিনি আরও জানান, ২৬৪টি মুদ্রার মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ১৭২০ সালের স্বর্ণমুদ্রাটি। এই মুদ্রাটি ৬৯,৭১০ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা) নিলাম হয়েছে।
১৩১৪
২৬৪টি মুদ্রার নিলামে মোট ৮ লক্ষ ৪২ হাজার ৩৩০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি ৯৪ লক্ষ টাকা) পেয়েছেন দম্পতি।